TRENDING:

Mamata Banerjee on SIR: 'আমাকে আঘাত করলে সারা দেশ হেলিয়ে দেব', হুঙ্কার মুখ্যমন্ত্রীর, SIR নিয়ে দেশ জুড়ে প্রতিবাদের হুঁশিয়ারি

Last Updated:

Mamata Banerjee on SIR: এসআইআরের ইস্যুতে আন্দোলন এবার সারা দেশে নিয়ে যাওয়ারও হুঁশিয়ারি দিলেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, "আমাকে আঘাত করলে সারা দেশ হেলিয়ে দেব। ভোটের পরে আমি সারাদেশ চষে বেড়াব। বাংলাকে আঘাত করলে প্রত্যাঘাত হবে। যা পেয়েছিলে তা শূন্যে নামিয়ে আনব।"

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কী বললেন মুখ্যমন্ত্রী?
কী বললেন মুখ্যমন্ত্রী?
advertisement

বনগাঁ: এসআইআরের ইস্যুতে আন্দোলন এবার সারা দেশে নিয়ে যাওয়ারও হুঁশিয়ারি দিলেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, “আমাকে আঘাত করলে সারা দেশ হেলিয়ে দেব। ভোটের পরে আমি সারাদেশ চষে বেড়াব। বাংলাকে আঘাত করলে প্রত্যাঘাত হবে। যা পেয়েছিলে তা শূন্যে নামিয়ে আনব।”

আরও পড়ুন: লোকাল এবং এক্সপ্রেস মিলিয়ে রাজ্যের ৪০টি ট্রেন বাতিল! যাত্রীদের প্রবল ভোগান্তির আশঙ্কা

advertisement

বিহার নির্বাচন নিয়ে এর আগে বিজেপি তথা এনডিএ-র বিরুদ্ধে আক্রমণ শানিয়েছিল বিরোধী দলগুলি। এবার বিজেপিকে আক্রমণ করলেন মুখ্যমন্ত্রীও। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, বিহারে আপনারা যে গেম করেছেন তা ওরা ধরতে পারেনি, এখানে পারবে না, আমরা ধরে নিয়েছি। আগামী ভোটে গুজরাতে হারবে। বাংলা পেতে গিয়ে গুজরাত হারাবে, দেশ তো হারাবেই।

advertisement

মতুয়া গড়ে মুখ্যমন্ত্রীর জনসভায় তিনি বিজেপিকে আক্রমণ করে বলেন, যারা ১০০ টাকা করে নিয়ে কার্ড দিল তারা কই? শুনলাম বিদেশ চলে গেছে। নিজেকে সেফ করতে চলে গেছে। যতই চলে যান রেকর্ড পেয়ে গেছি, আমরাও গ্রেফতারের দাবি তুলব।

আরও পড়ুন: ডেটিং অ্যাপে যুবকের সঙ্গে পরিচয় যুগলের, অনেকে মিলে পার্টির প্ল্যান! কসবায় কেন খু*ন যুবক?

advertisement

পাশাপাশি বিধানসভা ভোটের আগে বিহারে মহিলাদের অ্যাকাউন্টে ১০ হাজার টাকা পাঠিয়েছিল বিহারের এনডিএ সরকার। মুখ্যমন্ত্রী এই নিয়ে বলেন, ভোট আসলে মনে হয় মহিলাদের অ্যাকাউন্টে ১০ হাজার দেওয়ার কথা, তাও সবার নয়।

পাশাপাশি তিনি সাধারণ মানুষকে আশ্বস্ত করে বলেন, এখন কৃষকরা, মাঠে ধান তুলবে নাকি তোমার ওখানে হিয়ারিংয়ে যাবে। যতক্ষণ তৃণমূল কংগ্রেস থাকবে, ভয় পাবেন না। একটা লোকের গায়ে আঁচড় লাগলে আমার গায়ে লাগবে

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
কমছে চাহিদা, তলানিতে আয়! তবুও ধান কাটার মরশুমে 'শস্য গোলা'র কামার শিল্পীদের মুখে হাসির ছটা
আরও দেখুন

বাংলা খবর/ খবর/নির্বাচন/
Mamata Banerjee on SIR: 'আমাকে আঘাত করলে সারা দেশ হেলিয়ে দেব', হুঙ্কার মুখ্যমন্ত্রীর, SIR নিয়ে দেশ জুড়ে প্রতিবাদের হুঁশিয়ারি
Open in App
হোম
খবর
ফটো
লোকাল