নির্বাচন রেজাল্ট ২০২৪, লোকসভা নির্বাচন ২০২৪ রেজাল্ট
সন্দেশখালি তৃণমূল নেতা শেখ শাহাজাহান, শিবু হাজরা সহ বেশ কয়েকজনের বিরুদ্ধে বারে বারে বিক্ষোভে আন্দোলনের পথ বেছে নেন সন্দেশখালির মহিলারা। এর আগে তারা কখনও এলাকায় গণতান্ত্রিক ভোট উৎসবে অংশগ্রহণ করতে পারিনি বলে অভিযোগ তোলেন। আন্দোলনের পরপরই সন্দেশখালি আন্দোলনের মুখ হিসেবে বসিরহাট লোকসভা কেন্দ্রে বিজেপির প্রার্থী হন সন্দেশখালীর মেয়ে রেখা পাত্র। এরপর সন্দেশখালিতে শাসকবিরোধী তরজায় একাধিক আন্দোলন পাল্টা আন্দোলন দেখেছে রাজ্যবাসী।
advertisement
আরও পড়ুনSaayoni Ghosh: ভোটের দিন শিবে ভরসা সায়নীর, এলাকা ঘোরার মাঝেই দুধ ঢাললেন মহাদেবের মাথায়!
তবে সন্দেশখালিতে প্রতিবাদী সেই মহিলারা স্বাচ্ছন্দে ভোট উৎসবে অংশগ্রহণ করলেন বলে জানালেন তাঁরাই। শুধু ভোট উৎসবে অংশগ্রহণই নয়, ওই এলাকাতেই তৈরি করা হয়েছে আদর্শ ভোট গ্রহণ বুথ। যেখানে ভোট দিতে এসে সেলফি জোনে ছবি তোলার পাশাপাশি তাদের জন্য স্বাস্থ্য পরিষেবার ব্যবস্থা রাখা হয়েছে। স্বাভাবিকভাবেই ভোট উৎসবে মুখরিত সন্দেশখালি আন্দোলনের মহিলারা।
জুলফিকার মোল্যা