Saayoni Ghosh: ভোটের দিন শিবে ভরসা সায়নীর, এলাকা ঘোরার মাঝেই দুধ ঢাললেন মহাদেবের মাথায়!
- Published by:Raima Chakraborty
- hyperlocal
- Reported by:Suman Saha
Last Updated:
Saayoni Ghosh: ভাঙড়ের উত্তপ্ত পরিস্থিতি নিয়ে মন্তব্য করলেন যাদবপুর লোকসভার তৃণমূলের তারকা প্রার্থী। ভোটের দিন সকালেই বাড়ি থেকে বেরিয়ে প্রথমে সায়নী পুজো দেন এসে এক শিব মন্দিরে।
দক্ষিণ ২৪ পরগনা: ভরসা তাঁরই উপর, ভোটের দিন শিবের মাথায় জল ঢাললেন সায়নী! তারপরই ভাঙড়ের উত্তপ্ত পরিস্থিতি নিয়ে মন্তব্য করলেন যাদবপুর লোকসভার তৃণমূলের তারকা প্রার্থী। ভোটের দিন সকালেই বাড়ি থেকে বেরিয়ে প্রথমে সায়নী পুজো দেন এক শিব মন্দিরে।
সেখানে উলুধ্বনি দিয়ে শিবলিঙ্গের উপর জল ঢেলে ভোটের দিন নিজের কাজ শুরু করেন তৃণমূলের তারকা যুবনেত্রী। সায়নী জানান, ভাঙড়ের উত্তপ্ত পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখতে তিনি সেখানে যাচ্ছেন। সকাল থেকেই তাঁর কাছে খবর এসেছে ভাঙড়ের পরিস্থিতি নিয়ে। তিনি তোপ দাগেন আইএসএফ নেতাদের উপর। সায়নী ঘোষ বলেন, ‘সন্ত্রাসের বাতাবরণ সৃষ্টি করেছে আইএসএফ ভাঙড়ে।’ তাঁর দাবি, নির্বাচনের নামে যে সন্ত্রাস তৈরি করেছে আইএসএফ তা ভঙ্গ করতে সায়নী পৌঁছচ্ছেন ভাঙড়ে।
advertisement
আরও পড়ুন: হাওড়া স্টেশনের কোন খাবার ভারত-বিখ্যাত জানেন? জানুন দেশের আরও ৭ স্টেশনের জনপ্রিয় পদের নাম
প্রসঙ্গত, যাদবপুর লোকসভা কেন্দ্রে ভোটের লড়াই চলছে চতুর্মুখী। ভোটের দিন বড় ফ্যাক্টর হয়ে দাঁড়িয়েছে ভাঙড় বিধানসভা। অন্যদিকে, তীব্র উত্তেজনা হয় সিপিএম প্রার্থী সৃজন ভট্টাচার্যকে ঘিরে। তুমুল বিক্ষোভও হয়। পুলিশি হস্তক্ষেপে কোনওরকমে সেখান থেকে বেরিয়ে আসেন সৃজন। সৃজনের অভিযোগ ছিল বুথের ১০০ মিটারের মধ্যে প্রচুর মানুষ জমায়েত করেছিল।
advertisement
advertisement
আরও পড়ুন: কাঁচা আম খাওয়ার উপকার অনেক, ঘরোয়া এই এক উপায়ে সংরক্ষণ করলেই কোনও চিন্তা নেই! অসময়েও মিলবে কাঁচা আমের স্বাদ
তিনি জমায়েত সরাতে নির্দেশ দেন পুলিশকে। এরপরই ক্ষিপ্ত জনতা তাঁকে ঘিরে ধরে বিক্ষোভ দেখাতে শুরু করে। লোকসভা নির্বাচনের ফলাফল কার দিকে যাবে তার দিকে নজর রয়েছে সমস্ত রাজনৈতিক মহলের। যাদবপুর লোকসভায় জোড়া ফুল ফোটে নাকি সৃজনদের কাস্তে হাতুড়ি তারাতে ধার হয় সেই দিকেই নজর রয়েছে সকলের।
advertisement
সুমন সাহা
Location :
Kolkata,West Bengal
First Published :
June 01, 2024 2:08 PM IST