প্রচার শেষে চোখের জল এবং ভোটের শেষে যেন স্বস্তির নিঃশ্বাস ফেললেন সুজাতা। উঠে এল, প্রচার চলাকালীন পেটে ব্যাথার গল্প। সুজাতা জানান, “প্রচারের শেষ দিন চোখ দিয়ে জল পড়েছিল। ভোট দিয়ে অনন্য অনুভূতি। মায়েদের যেভাবে উৎসাহ পেয়েছি তা জীবনেও ভুলব না।” যদিও গোটা ভোটের দিন বেশ সক্রিয় দেখা গেছে সুজাতা মণ্ডলকে। বিষ্ণুপুর লোকসভার তৃণমূলের প্রার্থী নিজের অভিনব সব প্রচারের কারণে ট্রেন্ডিং ছিলেন নির্বাচনের আগে থেকেই।
advertisement
লোকসভা নির্বাচন ২০২৪ রেজাল্ট
আরও পড়ুন: ঘূর্ণিঝড় রিমলের আতঙ্ক, রবিবার দুপুর থেকে কলকাতায় ২১ ঘণ্টা বিমান ওঠানামা বন্ধ!
সকাল সকাল ছিন্নমস্তা মন্দির এবং ষাঁড়েশ্বর মন্দিরে পুজো দিয়ে, আশীর্বাদ প্রার্থনা করে শুরু করেন দিন। দিনের শেষ হল বড়জোড়া হাই স্কুলে ভোট দিয়ে।দিনের সবচেয়ে নজর কাড়া যে দৃশ্য ছিল সেটি হল প্রার্থীর জিলিপি খাওয়ার এবং কেন্দ্রীয় বাহিনীর জওয়ানের সঙ্গে বচসা করার।
আড়াই মাস ব্যাপী প্রচার এবং, একদিনের ভোট। এভাবেই শেষ হল দিল্লির সংসদে পৌঁছনোর লড়াই। তবে জনতা জনার্দন বলে দেবেন কে যাচ্ছেন দিল্লি। বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী সুজাতা মণ্ডল নাকি বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁ? এই উত্তর জানা যাবে ৪ জুন ভোট গণনার পর।
নীলাঞ্জন ব্যানার্জী