Cyclone Remal in West Bengal: ঘূর্ণিঝড় রিমলের আতঙ্ক, রবিবার দুপুর থেকে কলকাতায় ২১ ঘণ্টা বিমান ওঠানামা বন্ধ!
- Published by:Debamoy Ghosh
- news18 bangla
- Reported by:ABIR GHOSHAL
Last Updated:
আলিপুর আবহাওয়া দফতর এ দিনের পূর্বাভাসে জানিয়েছে, আগামিকাল রাত ১১টা থেকে ১টার মধ্যেই বাংলাদেশের খেপুপাড়া এবং পশ্চিমবঙ্গের সাগর দ্বীপ অতিক্রম করবে এই ঘূর্ণিঝড়৷
কলকাতা: ঘূর্ণিঝড় রিমলের জন্য সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে রবিবার দুপুর থেকে সোমবার সকাল পর্যন্ত প্রায় ২৪ ঘণ্টা কলকাতা বিমানবন্দরে বিমান ওঠানামা বন্ধ থাকবে৷ আবহাওয়া দফতর সহ সংশ্লিষ্ট সবপক্ষের সঙ্গে আলোচনার পর এই সিদ্ধান্তের কথা জানিয়ে দিল বিমানবন্দর কর্তৃপক্ষ৷
কলকাতা বিমানবন্দরের পক্ষ থেকে জানানো হয়েছে, ঘূর্ণিঝড় রিমলের জন্য আগামিকাল রবিবার, ২৬ মে দুপুর ১২টা থেকে সোমবার, ২৭ মে সকাল ৯টা পর্যন্ত কলকাতায় সমস্ত বিমান ওঠানামা বন্ধ রাখা হবে৷ যেহেতু ঘূর্ণিঝড়ের দাপটে প্রবল বেগে ঝোড়ো হাওয়া এবং কলকাতা এবং পাশ্ববর্তী এলাকায় ভারী থেকে অতি ভারী বর্ষণের পূর্বাভাস রয়েছে, তাই সতর্কতামূলক ব্যবস্থা হিসেবেই এই সিদ্ধান্ত নিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ৷ যাত্রী হয়রানি এড়াতেই আগেভাগে এই সিদ্ধান্তের কথা জানিয়ে দেওয়া হল৷ আবহাওয়ার দুর্যোগের জন্য ২১ ঘণ্টা বিমান বন্ধ থাকার নজির কলকাতা বিমানবন্দরে সাম্প্রতিক কালে নেই৷
advertisement
advertisement
আলিপুর আবহাওয়া দফতর এ দিনের পূর্বাভাসে জানিয়েছে, আগামিকাল রাত ১১টা থেকে ১টার মধ্যেই বাংলাদেশের খেপুপাড়া এবং পশ্চিমবঙ্গের সাগর দ্বীপ অতিক্রম করবে এই ঘূর্ণিঝড়৷ ফলে সেই সময়ই বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গ উপকূলে ক্ষয়ক্ষতির আশঙ্কা সবথেকে বেশি৷
advertisement
হাওয়া অফিস এ দিনও জানিয়েছে, ঘূর্ণিঝড়ের সর্বোচ্চ গতি উঠতে পারে ঘণ্টায় ১২০ থেকে ১৩৫ কিলোমিটারের মধ্যে৷ এর জেরে রবিবার কলকাতা এবং দুই চব্বিশ পরগণা জেলাতেই ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা প্রবল৷ ঘূর্ণিঝড় রাতে ল্যান্ডফল করলেও তার প্রভাবে রবিবার দিনভরই কলকাতায় দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকার সম্ভাবনা রয়েছে৷
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
May 25, 2024 8:22 PM IST