পশ্চিমবঙ্গ লোকসভা নির্বাচন ২০২৪ ষষ্ঠ দফা ভোট লাইভ
২৩ মে বৃহস্পতিবার সকাল ১১ টার সময় হেলিকপ্টারে তমলুকে আসেন ইউসুফ পাঠান। তারপর তমলুক ব্লক এলাকার কলাতলা থেকে কুমোরগঞ্জ বাজার পর্যন্ত রোড শো তে অংশগ্রহণ করেন। তমলুক পাঁশকুড়া রাজ্য সড়কের ওপর এই রোড শো হয়। রোড শো শুরু হয় ১১:৩০ মিনিটের পর। রোড শোতে ছিল স্থানীয় তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত প্রধান সহ ব্লকের নেতৃত্বরা। রোড শো ঘিরে কর্মী সমর্থকদের উচ্ছ্বাস চোখে পড়ে। রোড শো চলাকালীন রাস্তার দুই পাশে সাধারণ মানুষের ঘর থেকে ফুল ছুঁড়তে দেখা যায় মহিলা সহ ছোট ছোট ছেলেমেয়েদের।
advertisement
প্রসঙ্গত,এবার তমলুক লোকসভা আসনটি নজর কাড়া কেন্দ্র। এই কেন্দ্রে তিন প্রধান প্রতিপক্ষ দলের পরিচিত প্রার্থীদের লড়াই জমে উঠেছে ভোটের প্রচারে। প্রতিটি রাজনৈতিক দল একে অপরকে প্রচারে টেক্কা দিতে মরিয়া। আর শেষ বেলার প্রচারে তৃণমূল কংগ্রেস তাদের তারকাদের মাঠে নামাল তমলুকে।
আরও পড়ুনঃ Lok Sabha Elections 2024: পাঠানে মজল ডায়মন্ড হারবার! অটোগ্রাফ নিতে ভিড় আমজনতার
তমলুকে পিপুলবেড়িয়া গ্রাম পঞ্চায়েতের এলাকায় রোড শো’তে অংশগ্রহণ করেন জাতীয় দলের প্রাক্তন ক্রিকেটার তথা তৃণমূল কংগ্রেসের এবার লোকসভা ভোটের বহরমপুরের প্রার্থী ইউসুফ পাঠান। তাকে ঘিরে কর্মী সমর্থকদের উচ্ছ্বাসের পাশাপাশি তার ফ্যানেদেরও উচ্ছ্বাস চোখে পড়ে।
সৈকত শী





