এদিনের সভামঞ্চ থেকে দেবের ভূয়সী প্রশংসা করতে দেখা যায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে৷ মমতা বলেন, ‘‘দেব আমাকে বলেছিল দিদি আমাকে ছেড়ে দাও। আমি বলেছিলাম ছাড়ব না।’’
দেবের প্রশংসা করে মমতার মন্তব্য, ‘‘শুধু ভোটের সময় নয়, আমি ওকে দেখেছি ঘাটালের বন্যার সময় ও মানুষকে রান্নাবান্না করে খাওয়ায়। কোভিডের সময়ও ভাল সার্ভিস দিয়েছে।’’
advertisement
মমতার আশ্বাস, ‘‘আমরা দেবরায় ইংলিশ মিডিয়াম স্কুল করে দিয়েছি। দেব জিতলে, জুন জিতলে, ঝাড়গ্রাম জিতলে আমি উপহার দেব ঘাটাল মাস্টার প্ল্যান।’’
দেবের সমর্থনে করা জনসভার মঞ্চ থেকেও চাকরি বাতিল ইস্যু নিয়ে সরব হতে দেখা যায় মমতা বন্দ্যোপাধ্যায়কে৷ তাঁর ক্ষোভ, ‘‘২৬ হাজার চাকরি খেয়ে নিল? এইভাবে চাকরি খাওয়া যায়। তারা তো শ্রমটা দিয়েছে। আপনারা কী চান আরএসএস-কে স্কুলের দায়িত্ব দিতে?’’
আরও পড়ুন: বীরভূমের বিজেপি প্রার্থীর মনোনয়ন বাতিল! হাইকোর্টের দ্বারস্থ দেবাশিস ধর
তারপরেই তাঁর কথা, ‘‘১০ লক্ষ চাকরি রেডি করে রেখেছি৷ বিজেপি, সিপিআইএম-এর জন্য করতে পারছি না। ভুলে যাচ্ছে আমরা বিচার পাওয়ার জন্য বিচারালয়ের জন্য আসায় থাকি। কত কেস বছরের পর বছর পড়ে আছে।’’