Dev: ‘যারা ধর্মের নামে রাজনীতি করছে...,’ পিংলার সভা থেকে সরব দেবও! ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে শোনালেন আশার কথা
- Reported by:SOMRAJ BANDOPADHYAY
- news18 bangla
- Published by:Satabdi Adhikary
Last Updated:
ক’দিন আগেই বালুরঘাটের তৃণমূলপ্রার্থীর হয়ে প্রচারে গিয়েছিলেন দেব৷ দক্ষিণ দিনাজপুর জেলার কুশমণ্ডিতে নির্বাচনী জনসভায় গিয়ে বালুরঘাটের বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদারের প্রশংসা করতে দেখা গিয়েছিল অভিনেতা তথা বিদায়ী তৃণমূল সাংসদ দীপক অধিকারী ওরফে দেবকে।
দক্ষিণবঙ্গ: ভোটপ্রচারে তপ্ত বাংলা৷ দিকে দিকে সভা করে চলেছেন মমতা থেকে অভিষেক৷ মাঝে তারকা প্রার্থীদেরও দেখা গিয়েছে প্রচারের ময়দানে৷ ভোটের আগে লাগাতার প্রচার করে চলেছেন অভিনেতা সাংসদ দেব৷ শুক্রবার পশ্চিম মেদিনীপুরের পিংলায় সভা করেন তিনি৷
বিজেপিকে নিশানা করে এদিন দেব বলেন, ‘‘যারা ধর্মের রাজনীতি করছে তাঁদেরকেই আমরা শক্তিশালী করছি। আমরা কি তাঁদের শক্তিশালী করব, নাকি মানুষকে বাঁচাব?’’ এদিনের সভামঞ্চ থেকে ঘাটাল মাস্টার প্ল্যান নিয়েও সরব হতে দেখা যায় দেবকে৷
আরও পড়ুন: বীরভূমের বিজেপি প্রার্থীর মনোনয়ন বাতিল! হাইকোর্টের দ্বারস্থ দেবাশিস ধর
দেব বলেন, ‘‘ঘাটাল লোকসভা কেন্দ্রের দীর্ঘদিনের সমস্যা হল অতিরিক্ত বৃষ্টি হয় তখন জল চলে আসে। এই জলটা মাসকে মাস থাকে। দিদি ঘাটাল মাস্টার প্ল্যানের কথা রেখেছে। রাজ্যে সরকার হাত ধরে ঘাটাল মাস্টার প্ল্যান বাস্তবায়িত হচ্ছে। ঘাটাল লোকসভা কেন্দ্রে উন্নয়ন নিয়ে ভোট হয় আমি নিশ্চিত ঘাটাল লোকসভা কেন্দ্রে তৃণমূলের বাইরে ভোট পড়বে না।’’
advertisement
advertisement
ক’দিন আগেই বালুরঘাটের তৃণমূলপ্রার্থীর হয়ে প্রচারে গিয়েছিলেন দেব৷ দক্ষিণ দিনাজপুর জেলার কুশমণ্ডিতে নির্বাচনী জনসভায় গিয়ে বালুরঘাটের বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদারের প্রশংসা করতে দেখা গিয়েছিল অভিনেতা তথা বিদায়ী তৃণমূল সাংসদ দীপক অধিকারী ওরফে দেবকে।
আরও পড়ুন: দিলীপ ঘোষকে ‘গো ব্যাক’ স্লোগান! প্রচার শুরু করতেই বড় গোলমাল.. নেতা বললেন, ‘যব হাতি চলে বাজার..’
এদিন প্রচারসভায় দাঁড়িয়ে দেব বলেন, “আমার অনেক বন্ধু-বান্ধব আছে বিজেপিতে। তাদের মধ্যে অন্যতম সুকান্তদা। সুকান্তদা খুব ভাল মানুষ। এই মঞ্চ থেকেই তাঁকে শুভেচ্ছা জানাই। ভোটে হারা-জেতা রয়েছে। রাজনৈতিক মতপার্থক্য থাকতে পারে, কিন্তু মানুষ যাকে ভালবাসবে সেই ভোটে জিতবে।”
Location :
West Bengal
First Published :
Apr 26, 2024 1:56 PM IST









