TRENDING:

Lok Sabha Election Results 2024: বিশ্বাসঘাতকতার বদলা? মহারাষ্ট্রে বিজেপি শিণ্ডের এনডিএ-কে ছাপিয়ে গেল এনসিপি-উদ্ধবের ইন্ডিয়া!

Last Updated:

২০১৪-র লোকসভা নির্বাচন হোক কী ২০১৯-এর মহারাষ্ট্র নিয়ে বিশেষ চিন্তায় ছিল না বিজেপি৷ কারণ, বালাসাহেব ঠাকরের উত্তরসূরী উদ্ধব ঠাকরের হাত ছিল তাদের সঙ্গে৷ কিন্তু, ২০১৯ এবং ২০২৪ এর মাঝখানে অনেক কিছু ঘটে গেছে মহারাষ্ট্রের রাজনীতিতে৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মহারাষ্ট্র: উত্তরপ্রদেশ ৮০৷ তারপরেই মহারাষ্ট্রের ৪৮৷ জাতীয় রাজনীতি বিজেপির ‘৪০০ পাড়ের’ স্বপ্নপূরণে তাই মহারাষ্ট্রের ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ৷ কিন্তু, লোকসভা নির্বাচনে বোধহয় উদ্ধব ঠাকরেদের ‘বিশ্বাসঘাতকতা’র প্রচারেই মন নরম হল মহারাষ্ট্রবাসীর৷ শুধুমাত্র ভাল ফলাফলই নয়, বিজেপির ইন্ডিয়ার চেয়ে এগিয়ে গেল ইন্ডিয়া জোট৷ শেষ পাওয়া খবর অনুযায়ী, মহারাষ্ট্রের ৪৮ আসনের মধ্যে উদ্ধব ঠাকরের শিবসেনা-এনসিপির ইন্ডিয়া জোট এগিয়ে রয়েছে ৩০টি আসনে৷ শিণ্ডের শিবসেনা আর বিজেপির এনডিএ ১৭টিতে৷ অন্যান্য এগিয়ে ১টিতে৷
advertisement

গুরুত্বপূর্ণ প্রার্থীদের মধ্যে কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গোয়েল এগিয়ে রয়েছেন মুম্বই নর্থ আসন থেকে৷ এনসিপি প্রধান শরদ পওয়ারের মেয়ে সুপ্রিয়া সুলে এগিয়ে রয়েছেন বারামতি কেন্দ্র থেকে৷ তাঁর বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করছিলেন উপ মুখ্যমন্ত্রী অজিত পওয়ারের স্ত্রী সুনেত্রা৷ বারামতী থেকে পিছেয়ে রয়েছেন তিনি৷ কেন্দ্রীয় মন্ত্রী নিতিন গডকড়ি এগিয়ে রয়েছেন নাগপুর কেন্দ্র থেকে৷ বিড লোকসভা কেন্দ্র থেকে পিছিয়ে রয়েছেন বিজেপির পঙ্কজা মুণ্ডে৷

advertisement

উদ্ধবের শিবসেনা এগিয়ে ১০টি আসনে৷ জোটসঙ্গী কংগ্রেস ১১টিতে৷ শরদ পওয়ারের এনসিপি ৮টিতে৷ অন্যদিকে, এনডিএর বিজেপি এগিয়ে ১১টিতে, শিণ্ডের শিবসেনা ৬টিতে, অজিত পওয়ারের এনসিপি মাত্র ১টি আসনে৷

উদ্ধবপন্থী সেনার একনিষ্ঠ কর্মী সঞ্জয় রাউত ট্রেন্ডের প্রেক্ষিতে বলেন, ‘‘মহা বিকাশ আগাড়ি (এমভিএ) জোটই [উদ্ধব ঠাকরের শিবসেনা (ইউবিটি) এবং শরদ পওযারের এনসিপি] জিতবে মহারাষ্ট্রে৷ দেশজুড়ে ইন্ডিয়া জোট জিতবে ২৯৫টি আসনে৷’’

advertisement

আরও পড়ুন: দাক্ষিণাত্যে তেমন কূল পাচ্ছে না বিজেপি! তামিলনাড়ুতে অনেকখানি এগিয়ে ডিএমকে, কংগ্রেসেরও ভাল ফল

২০১৪-র লোকসভা নির্বাচন হোক কী ২০১৯-এর মহারাষ্ট্র নিয়ে বিশেষ চিন্তায় ছিল না বিজেপি৷ কারণ, বালাসাহেব ঠাকরের উত্তরসূরী উদ্ধব ঠাকরের হাত ছিল তাদের সঙ্গে৷ কিন্তু, ২০১৯ এবং ২০২৪ এর মাঝখানে অনেক কিছু ঘটে গেছে মহারাষ্ট্রের রাজনীতিতে৷

advertisement

ভেঙে দু’টুকরো হয়েছে উদ্ধবের শিবসেনা, হয়েছে শরদ পওয়ারের এনসিপি-ও৷ উদ্ধব ঠাকরে হারিয়েছে দলের নাম এবং চিহ্ন৷ বিজেপির সঙ্গে হাত মিলিয়ে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীর পদ থেকে তাঁকে উৎখাত করেছেন একনাথ শিণ্ডে৷ অন্যদিকে, কাকা-ভাইপোর মধ্যে উষ্মাকে ধুনো দিয়ে এনসিপিতে-ও ভাঙন ধরিয়েছে গেরুয়া শিবির৷

আরও পড়ুন: উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র, কর্ণাটকে চমকে দেওয়া ফল ইন্ডিয়া জোটের! দেখুন সরাসরি

advertisement

তা সত্ত্বেও, রাজনীতির কারবারিরা আন্দাজ করছিলেন, উনিশের মতো ৪৮টি আসনের মধ্যে ৪২টাই দখল করা ততটা সহজ হবে না নয় বিজেপি জোটের জন্য৷ বরং, মাটি কামড়ে, এক ইঞ্চি জমির জন্য জান লড়িয়ে দেবে উদ্ধব-পওয়াররা৷

সেরা ভিডিও

আরও দেখুন
দিঘায় জগন্নাথ মন্দিরে প্রথম অন্নকূট ও গোবর্ধন পুজো, গোলাপের পাপড়িতে মুড়ল মন্দির চত্বর
আরও দেখুন

বাস্তবে হয়েছেও তা-ই৷ তার উপরে নির্বাচিত সরকার ‘ষড়যন্ত্র’করে ফেলে দেওয়ার অভিযোগ তুলেছিল উদ্ধবের শিবসেনা, এনসিপি৷ তাদের সেই ‘বিশ্বাসঘাতকতা’ শিকার হওয়ার প্রচারও কাজে এসেছে বলে মনে করছেন রাজনীতির কারবারিদের একাংশ৷

বাংলা খবর/ খবর/নির্বাচন/
Lok Sabha Election Results 2024: বিশ্বাসঘাতকতার বদলা? মহারাষ্ট্রে বিজেপি শিণ্ডের এনডিএ-কে ছাপিয়ে গেল এনসিপি-উদ্ধবের ইন্ডিয়া!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল