Lok Sabha Election Results 2024: দাক্ষিণাত্যে তেমন কূল পাচ্ছে না বিজেপি! তামিলনাড়ুতে অনেকখানি এগিয়ে ডিএমকে, কংগ্রেসেরও ভাল ফল

Last Updated:

তেলঙ্গানায় ১৭টি লোকসভা আসনের মধ্যে ৯টিতেই এগিয়ে রয়েছে কংগ্রেস৷ বিজেপি এগিয়ে ৭টি আসনে৷ হায়দরাবাদে বিজেপির মাধবীলতার বিরুদ্ধে আপাতত জিতছেন মিম প্রধান আসাদউদ্দিন ওয়েসি৷

নয়াদিল্লি: বিজেপির ‘৪০০ পারের’ স্বপ্নের একটা বড় অংশই নির্ভর করছিল দাক্ষিণাত্যের উপরে৷ কর্ণাটক, কেরল, অন্ধ্রপ্রদেশ এবং তামিলনাড়ু৷ মোদির বার বার দক্ষিণে সফর৷ দাক্ষিণাত্যে বিশেষ নজর শেষমেশ কতটা ভোট টানতে পারল বিজেপির জন্য? বেলা ১২টা পর্যন্ত ভোট গণনার ট্রেন্ড অবশ্য খুব একটা আশা দেখাতে পারছে না বিজেপিকে৷ কর্ণাটকে কিছুটা আশা পেলেও ট্রেন্ড অনুযায়ী দক্ষিণের বাকি রাজ্যে ব্রাত্যই থেকে যাচ্ছে মোদি-শাহের দল৷
৩৯ আসনের তামিলনাড়ুতে প্রাথমিক ফলাফল অনুযায়ী এগিয়ে রয়েছে ইন্ডিয়া জোট৷ ডিএমকে-কংগ্রেস জোট এগিয়ে ৩৭টি আসনে৷ এখনও পর্যন্ত তামিলনাড়ুতে খাতা খুলতে পারেনি বিজেপি৷ তবে এগিয়ে একটি আসনে৷ আরেকটি আসনে এআইএডিএমকে৷
আরও পড়ুন: উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র, কর্ণাটকে চমকে দেওয়া ফল ইন্ডিয়া জোটের! দেখুন সরাসরি
কেরলের ২০টি আসনের মধ্যে ১৬টিতেই এগিয়ে কংগ্রেসের ইউডিএফ জোট৷ এলডিএফ ২, বিজেপি এগিয়ে ২টি আসনে৷ কেরলের ত্রিশূরে সুরেশ গোপি এবং তিরুঅনন্তপুরমে রাজীব চন্দ্রশেখর৷
advertisement
advertisement
তেলঙ্গানায় ১৭টি লোকসভা আসনের মধ্যে ৯টিতেই এগিয়ে রয়েছে কংগ্রেস৷ বিজেপি এগিয়ে ৭টি আসনে৷ হায়দরাবাদে বিজেপির মাধবীলতার বিরুদ্ধে আপাতত জিতছেন মিম প্রধান আসাদউদ্দিন ওয়েসি৷
আরও পড়ুন: লক্ষাধিক ভোটে এগিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়, তমলুকে চলছে দেবাংশু-অভিজিতের হাড্ডাহাড্ডির লড়াই!
অন্ধ্রপ্রদেশে ইন্ডিয়া শরিক জগন্মোহন রেড্ডির YSRCP এগিয়ে রয়েছে ৫টি লোকসভা আসনে৷ অন্যদিকে, বিজেপি এগিয়ে রয়েছে ৪টি আসনে৷ তবে, এনডিএ শরিক চন্দ্রবাবু নায়ডুর তেলগু দেশম পার্টি, টিডিপি ৭টি লোকসভা আসনে৷ অন্ধ্রপ্রদেশের ২৫টি লোকসভা আসনের মধ্যে ১১টিতে এগিয়ে রয়েছে বিজেপি-টিডিপি জোট৷
advertisement
দক্ষিণে বিজেপির একমাত্র ভরসার জায়গায় দাঁড়িয়ে রয়েছে কর্ণাটক৷ কর্ণাটকে বিজেপি এগিয়ে রয়েছে ১৮টি আসনে৷ কংগ্রেস ৮টি আসনে৷ জেডি (এস) ৩টি আসনে৷ প্রাক্তন প্রধানমন্ত্রী এইচি ডি দেবগৌড়ার জামাই সিএন মঞ্জুনাথ বেঙ্গালুরু গ্রামীণ আসন থেকে এগিয়ে রয়েছে৷ পিছিয়ে তাঁর প্রতিদ্বন্দ্বী ডেপুটি চিফ মিনিস্টার ডি কে শিবকুমারের ভাই ডি কে সুরেশ৷ মাণ্ড্য আসন থেকে ১ লক্ষ ২০ হাজার ভোটে এগিয়ে কর্ণাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা জেডি (এস) নেতা এইচ ডি কুমারস্বামী৷ কর্ণাটকের সর্বকনিষ্ঠ প্রার্থীর থেকে পিছিয়ে কেন্দ্রীয় মন্ত্রী ভগবন্ত খুবা৷ এগিয়ে রয়েছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বাসবরাজ বোম্মাই৷ দ্বারওয়াড থেকে এগিয়ে রয়েছেন বিজেপির কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ জোশী৷
view comments
বাংলা খবর/ খবর/নির্বাচন/
Lok Sabha Election Results 2024: দাক্ষিণাত্যে তেমন কূল পাচ্ছে না বিজেপি! তামিলনাড়ুতে অনেকখানি এগিয়ে ডিএমকে, কংগ্রেসেরও ভাল ফল
Next Article
advertisement
Burdwan News: বর্ধমান মাতালেন ব্যারেটো বাইচুং, ইস্ট মোহনের লড়াইয়ে জিতল কারা?
বর্ধমান মাতালেন ব্যারেটো বাইচুং, ইস্ট মোহনের লড়াইয়ে জিতল কারা?
  • বর্ধমান মাতালেন হোসে রামিরেজ ব্যারেটো এবং বাইচুং ভুটিয়া। তাঁদের নাম এখনও ফুটবল প্রেমীদের মুখে মুখে ফেরে। সেই কিংবদন্তি ফুটবলারদের অতীত দিনের ঝলক আবার দেখা গেল বর্ধমানে। মাঠভর্তি দর্শক উপভোগ করল তাঁদের উদ্যম, উদ্দীপনা।

VIEW MORE
advertisement
advertisement