TRENDING:

Kirti Azad Dance: ফলাফল তো দূর, ভোটই হয়নি! তার আগেই তৃণমূলের পতাকা হাতে নাচ কীর্তি আজাদের

Last Updated:

Lok Sabha Elections 2024: Kirti Azad Dance: ভোটের আগেই দলীয় পতাকা হাতে নাচতে দেখা গেল কীর্তি আজাদকে 

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
পূর্ব বর্ধমান: ভোটের ফল ঘোষণা তো দূরের কথা,এখনও পর্যন্ত ভোট ই হয়নি। কিন্তু তার আগেই এক অদ্ভুত কাণ্ড দেখা গেল পূর্ব বর্ধমান জেলায়। এবার লোকসভা ভোটে বর্ধমান-দূর্গাপুর লোকসভা কেন্দ্রে, তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থী হলেন কীর্তি আজাদ। আর এই কীর্তি আজাদকেই ভোটের আগে হাতে দলীয় পতাকা নিয়ে নাচতে দেখা গেল।
কীর্তি আজাদের দারুণ নাচ
কীর্তি আজাদের দারুণ নাচ
advertisement

রবিবার পূর্ব বর্ধমানের বর্ধমান দু’নম্বর ব্লকেরগোবিন্দপুরে বড় মা কালী মন্দিরে পুজো দিয়ে। বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের মনোনীত প্রার্থী কীর্তি আজাদকে নিয়ে ভোট প্রচার শুরু করেন বর্ধমান উত্তর বিধানসভার বিধায়ক নিশিথ কুমার মালিক ,ব্লক সভাপতি পরমেশ্বর কুমার। পুজো দেওয়ার পর তৃণমূল কংগ্রেসে কর্মীদের নিয়ে একটি কর্মী সভার আয়োজনও করা হয়।

আরও পড়ুন – Viral Reels: ‘পরিবারের সঙ্গে বসে দেখা যাচ্ছে না আইপিএল’, এত অশ্লীল ভাষায় কমেন্ট্রি, কেকেআর ম্যাচ নিয়ে তোলপাড়

advertisement

এই কর্মী সভার মধ্য দিয়ে তৃণমূল কংগ্রেসের নেতৃত্বদের সঙ্গে প্রার্থী কীর্তি আজাদের পরিচয় করিয়ে দেয়া হয়। এর পাশাপাশি গোবিন্দপুর বাজার থেকে একটি দীর্ঘ মিছিল করা হয়। এই মিছিল গোবিন্দপুর বাজার পরিক্রমা করে।

পাশাপাশি কীর্তি আজাদকে এই মিছিলের মধ্য দিয়ে সাধারণ মানুষের কাছে পৌঁছে ভোট প্রচার করতেও দেখা যায়।তবে দলীয় পতাকা হাতে নাচার বিষয়ে প্রার্থী কীর্তি আজাদ বলেন, ‘এটা পার্টির পতাকা। কর্মীদের মধ্যেও উৎসাহ আছে। আদিবাসী বোনেরা আমাদের সঙ্গে আছে। যখন কর্মীদের মধ্যে এত উৎসাহ আছে, ঢোল বাজছে তখন পা এমনি এমনি দুলতে থাকে।’

advertisement

পরবর্তীতে সোড্যা গ্রামে শিব মন্দিরেও সর্বমঙ্গলা মন্দিরে পুজো দেনকীর্তি আজাদ। এছাড়াও পুজো দেওয়ার পর ব্যাট হাতে বাচ্চা ছেলেদের সঙ্গে খেলায় মাততেও দেখা যায়।

সেরা ভিডিও

আরও দেখুন
ব্রাত্য বসুর সিনেমায় বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা! কবিগুরুর মাটিতে বসে কী বললেন?
আরও দেখুন

বনোয়ারীলাল চৌধুরী

বাংলা খবর/ খবর/নির্বাচন/
Kirti Azad Dance: ফলাফল তো দূর, ভোটই হয়নি! তার আগেই তৃণমূলের পতাকা হাতে নাচ কীর্তি আজাদের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল