রবিবার পূর্ব বর্ধমানের বর্ধমান দু’নম্বর ব্লকেরগোবিন্দপুরে বড় মা কালী মন্দিরে পুজো দিয়ে। বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের মনোনীত প্রার্থী কীর্তি আজাদকে নিয়ে ভোট প্রচার শুরু করেন বর্ধমান উত্তর বিধানসভার বিধায়ক নিশিথ কুমার মালিক ,ব্লক সভাপতি পরমেশ্বর কুমার। পুজো দেওয়ার পর তৃণমূল কংগ্রেসে কর্মীদের নিয়ে একটি কর্মী সভার আয়োজনও করা হয়।
advertisement
এই কর্মী সভার মধ্য দিয়ে তৃণমূল কংগ্রেসের নেতৃত্বদের সঙ্গে প্রার্থী কীর্তি আজাদের পরিচয় করিয়ে দেয়া হয়। এর পাশাপাশি গোবিন্দপুর বাজার থেকে একটি দীর্ঘ মিছিল করা হয়। এই মিছিল গোবিন্দপুর বাজার পরিক্রমা করে।
পাশাপাশি কীর্তি আজাদকে এই মিছিলের মধ্য দিয়ে সাধারণ মানুষের কাছে পৌঁছে ভোট প্রচার করতেও দেখা যায়।তবে দলীয় পতাকা হাতে নাচার বিষয়ে প্রার্থী কীর্তি আজাদ বলেন, ‘এটা পার্টির পতাকা। কর্মীদের মধ্যেও উৎসাহ আছে। আদিবাসী বোনেরা আমাদের সঙ্গে আছে। যখন কর্মীদের মধ্যে এত উৎসাহ আছে, ঢোল বাজছে তখন পা এমনি এমনি দুলতে থাকে।’
পরবর্তীতে সোড্যা গ্রামে শিব মন্দিরেও সর্বমঙ্গলা মন্দিরে পুজো দেনকীর্তি আজাদ। এছাড়াও পুজো দেওয়ার পর ব্যাট হাতে বাচ্চা ছেলেদের সঙ্গে খেলায় মাততেও দেখা যায়।
বনোয়ারীলাল চৌধুরী