TRENDING:

Mahua Moitra on Lok Sabha Election 2024: সকাল থেকেই খোশমেজাজে মহুয়া, প্রচারদের সেলফি তোলার আবদার মেটাচ্ছেন ভোটারদের

Last Updated:

Mahua Moitra on Lok Sabha Election 2024: মহুয়া মৈত্রকে সামনাসামনি দেখে অনেকেই আবদার করছেন সেলফি তোলার জন্য। শত ব্যস্ততার মাঝেও সেই আবদার মেটাচ্ছেন কৃষ্ণনগরের তৃণমূল প্রার্থী।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কৃষ্ণনগর: নিজেদের প্রিয় প্রার্থীকে পেয়ে সেলফি তোলার আবদার সাধারণ ভোটারদের। নদিয়ার দুটি লোকসভার মধ্যে কৃষ্ণনগর লোকসভা অন্যতম। এখানে রয়েছে হেভি ওয়েট প্রার্থী দুজনেই। তার মধ্যে অন্যতম কৃষ্ণনগর লোকসভার তৃণমূল প্রার্থী মহুয়া মৈত্র। দিল্লির সংসদ ভবন থেকে তার সাংসদ পদ বহিষ্কার করার পরেও তৃণমূলের টিকিটে আবারও তিনি লোকসভা নির্বাচনে লড়ছেন নিজের এলাকাতেই।
advertisement

আরও পড়ুন: বাংলা থেকেই তিনটি শহর! সবথেকে বেশি দূষিত শহরের তালিকায় আশঙ্কার সংকেত, কলকাতা কত নম্বরে বলুন তো!

সকাল থেকেই কৃষ্ণনগর লোকসভার বিভিন্ন এলাকা থেকে ভোট সংক্রান্ত একাধিক অভিযোগ খবরের শিরোনামে উঠে এসেছে। তবে কৃষ্ণনগর লোকসভা নির্বাচনের তৃণমূল প্রার্থী মহুয়া মৈত্রকে দেখা গিয়েছে সর্বক্ষণ নিজের এলাকাগুলি প্রদক্ষিণ করতে।

advertisement

View More

কখনও গাড়িতে, কখনও বা মোটর সাইকেলে করে কর্মী সমর্থকদের সঙ্গে নিয়েই তিনি ঘুরে চলেছেন কৃষ্ণনগর উত্তর, দক্ষিণ, তেহট্ট, চাপড়া, পলাশিপাড়া, কালিগঞ্জ, নাকাশিপাড়া ইত্যাদি বিভিন্ন এলাকার বুথ কেন্দ্রগুলিতে। তিনি বলেন, সমস্ত জায়গাতেই শান্তিপূর্ণভাবেই ভোট হচ্ছে। মহুয়া মৈত্রকে সামনাসামনি দেখে অনেকেই আবদার করছেন সেলফি তোলার জন্য। শত ব্যস্ততার মাঝেও সেই আবদার মেটাচ্ছেন কৃষ্ণনগরের তৃণমূল প্রার্থী মহুয়া মৈত্র।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

মৈনাক দেবনাথ

বাংলা খবর/ খবর/নির্বাচন/
Mahua Moitra on Lok Sabha Election 2024: সকাল থেকেই খোশমেজাজে মহুয়া, প্রচারদের সেলফি তোলার আবদার মেটাচ্ছেন ভোটারদের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল