এ নিয়ে তৃণমূল কংগ্রেসের প্রার্থী বলেন, “আমরা সারা বছর মানুষের পাশে ছিলাম, প্রচারে সেজন্য সেই মানুষগুলিকে পাশে পাচ্ছি। তাদের ভালবাসা পাচ্ছি। এটা নতুন কিছু নয়।”
advertisement
এদিকে প্রচার একেবারে শেষ দিকে চলে আসায় একত্রিতভাবে প্রচার করার সঙ্গে আলাদাভাবেও করা হচ্ছে প্রচার। তৃণমূল কংগ্রেসের শাখা সংগঠনগুলি নিজেদের মতa করে প্রচার করছে। পথে নামছেন মহিলারা, যুবরা। তাঁদের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রচারের শেষ দিকে সবাই সর্বশক্তি দিয়ে প্রচার করছেন। তাঁরাও পথে নেমেছেন। মানুষের ভালবাসা সঙ্গে আছে। সেজন্য তাঁরা পিছনে আর ফিরে দেখতে চান না। এই মুহূর্তে প্রচারের গতি বাড়ানো হয়েছে বলে জানিয়েছেন তাঁরা।
advertisement
নবাব মল্লিক
Location :
Kolkata,West Bengal
First Published :
May 20, 2024 4:26 PM IST