TRENDING:

Lok Sabha Election 2024: সারপ্রাইজ! জন্মদিনে প্রচারে বেরিয়ে অভিভূত সৃজন! ভাঙড়ে বামপ্রার্থী পেলেন 'বিরাট' চমক

Last Updated:

সঙ্গে পেলেন উপহারও।‌কর্মীরা তাঁদের নিজের আঁকা ছবি প্রার্থীর হাতে তুলে দেন। সৃজন বলেন, 'কর্মীরা এভাবে আমাকে এত ভালবাসা দেবেন, তা আমি ভাবতে পারিনি।'

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
দক্ষিণ ২৪ পরগনা: প্রচারে এসে জন্মদিনের কেক কাটলেন যাদবপুর লোকসভা কেন্দ্রের বাম প্রার্থী সৃজন ভট্টাচার্য। এদিন যাদবপুর লোকসভা কেন্দ্রের ভাঙরের বামনঘাটা এলাকায় ভোটপ্রচারে এসেছিলেন তিনি। আর সেখানেই কর্মীরা তাঁকে ‘সারপ্রাইজ’ দিলেন। সঙ্গে পেলেন উপহারও।‌কর্মীরা তাঁদের নিজের আঁকা ছবি প্রার্থীর হাতে তুলে দেন। সৃজন বলেন, ‘কর্মীরা এভাবে আমাকে এত ভালবাসা দেবেন, তা আমি ভাবতে পারিনি।’
advertisement

যাদবপুর লোকসভা কেন্দ্রের ভোট শেষ দফায়। তার আগে কোনওভাবেই এক ইঞ্চি মাটি ছাড়তে চাইছেন না বাম প্রার্থী সৃজন। যাদবপুর লোকসভা কেন্দ্রের প্রতিটা কোনায় কোনায় গিয়ে তিনি প্রচার সারছেন। এখনও বেশ কয়েক দিন বাকি আছে ভোট। তিনি চান, যাদবপুর লোকসভা কেন্দ্রের কোন অংশ যেন বাকি না থাকে। সমস্ত কোনায় কোনায় সব কর্মী সমর্থক এবং ভোটারদের বাড়ি পৌঁছে যাচ্ছেন।

advertisement

আরও পড়ুন: তিন দলের তিন তারকা! চতুর্থ দফায় নিজেদেরই প্রমাণের চ্যালেঞ্জ অধীর-দিলীপ-মহুয়ার সামনে

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

যাদবপুর লোকসভা কেন্দ্রে ইতিমধ্যেই জোরকদমে নেমে পড়েছে সকল রাজনৈতিক দলের প্রার্থীরা। যাদবপুর লোকসভা কেন্দ্র কার দখলে যাবে সেই প্রশ্নের জবাব পাওয়া যাবে ৪ জুন।

বাংলা খবর/ খবর/নির্বাচন/
Lok Sabha Election 2024: সারপ্রাইজ! জন্মদিনে প্রচারে বেরিয়ে অভিভূত সৃজন! ভাঙড়ে বামপ্রার্থী পেলেন 'বিরাট' চমক
Open in App
হোম
খবর
ফটো
লোকাল