Lok Sabha elections 2024: তিন দলের তিন তারকা! চতুর্থ দফায় নিজেদেরই প্রমাণের চ্যালেঞ্জ অধীর-দিলীপ-মহুয়ার সামনে

Last Updated:

বাংলায় আজ আট কেন্দ্রে ভোট৷ অধীর, মহুয়া, দিলীপ ছাডা়ও আজকে বাংলার ভোটে তারকা প্রার্থী অবশ্য আরও আছেন৷

কঠিন চ্যালেঞ্জের মুখে দিলীপ ঘোষ, অধীররঞ্জন চৌধুরী, মহুয়া মৈত্রের৷
কঠিন চ্যালেঞ্জের মুখে দিলীপ ঘোষ, অধীররঞ্জন চৌধুরী, মহুয়া মৈত্রের৷
কলকাতা: একজনের গড় রক্ষার লড়াই৷ দ্বিতীয়জনের লড়াই বহিষ্কৃত হওয়ার পর ফের সংসদে ফিরে নিজেকে প্রমাণ করার৷ আবার, তৃতীয় জনের সামনে নতুন কেন্দ্রে এসে নিজের ক্যারিশমায় ভোটে জেতার চ্যালেঞ্জ৷
তিন জনই আলাদা আলাদা তিনটি দলের প্রতিনিধি হলেও চতুর্থ দফার ভোটে আজ নিজেদের প্রমাণ করার চ্যালেঞ্জ বাংলার তিন তারকা প্রার্থীর সামনে৷ বহরমপুরে তিনিই যে শেষ কথা, ইউসুফ পাঠানের মতো তারকা প্রার্থীর বিরুদ্ধে তা প্রমাণ করার চ্যালেঞ্জ প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরীর সামনে৷ কয়েক মাস আগে লোকসভা থেকে বহিষ্কৃত হওয়া মহুয়া মৈত্রও কৃষ্ণনগরে কঠিন পরীক্ষার সামনে৷
advertisement
advertisement
তাঁর বিরুদ্ধে ওঠা যাবতীয় অভিযোগ যে ভোটারদের মনে প্রভাব ফেলেনি, তা প্রমাণ করতে হবে কৃষ্ণনগরের তৃণমূল প্রার্থীকে৷ আর তৃতীয় জন দিলীপ ঘোষ৷ জেতা মেদিনীপুর আসন ছেড়ে এবার দিলীপকে বর্ধমান দুর্গাপুরে পাঠিয়েছে দল৷ বিজেপির অন্দরেই কানাঘুষো, দিলীপকে এবার কঠিন পরীক্ষার ঠেলে দিয়েছে তাঁর দলই৷ তাঁর নামটাই যে যথেষ্ট, এবার বর্ধমান দুর্গাপুর কেন্দ্রে সেটাই বেশি করে প্রমাণের তাগিদ দিলীপের সামনে৷ ভোটের ফল পক্ষে না গেলে দলেই যে দিলীপ আরও কোণঠাসা হবেন, তা বলার অপেক্ষা রাখে না৷
advertisement
বাংলায় আজ আট কেন্দ্রে ভোট৷ অধীর, মহুয়া, দিলীপ ছাডা়ও আজকে বাংলার ভোটে তারকা প্রার্থী অবশ্য আরও আছেন৷ বোলপুরে শতাব্দী রায়, আসানসোলে শত্রুঘ্ন সিনহাদের মতো প্রার্থী রয়েছেন৷ বাংলার ভোটে আজ প্রাক্তন দুই ভারতীয় ক্রিকেটারেরও সম্মানের লড়াই৷ দিলীপ ঘোষের বিরুদ্ধে বর্ধমান-দুর্গাপুরে কীর্তি আজাদকে প্রার্থী করেছে তৃণমূল, অন্যদিকে অধীরের গড়ে ইউসুফ পাঠানও সব হিসেব উল্টে দিতে পারেন কি না, তা নিয়েও তুমুল আগ্রহ তৈরি হয়েছে রাজনৈতিক মহলে৷
view comments
বাংলা খবর/ খবর/নির্বাচন/
Lok Sabha elections 2024: তিন দলের তিন তারকা! চতুর্থ দফায় নিজেদেরই প্রমাণের চ্যালেঞ্জ অধীর-দিলীপ-মহুয়ার সামনে
Next Article
advertisement
Weather Update: ২৫ ডিসেম্বর থেকেই বড় বদল আবহাওয়ায়! আরও নামবে পারদ, কনকনে ঠান্ডা, ঘন কুয়াশার সতর্কতা বঙ্গে
২৫ ডিসেম্বর থেকেই বড় বদল আবহাওয়ায়! আরও নামবে পারদ, কনকনে ঠান্ডা, ঘন কুয়াশার সতর্কতা
  • দক্ষিণবঙ্গে বুধবার পর্যন্ত এবং উত্তরবঙ্গে বৃহস্পতিবার পর্যন্ত কুয়াশার সতর্কতা

  • সকালে হালকা থেকে মাঝারি কুয়াশা পরে পরিষ্কার আকাশ

  • কুয়াশার কারণে দিনভর শীতের অনুভূতি

VIEW MORE
advertisement
advertisement