Lok Sabha elections 2024: তিন দলের তিন তারকা! চতুর্থ দফায় নিজেদেরই প্রমাণের চ্যালেঞ্জ অধীর-দিলীপ-মহুয়ার সামনে

Last Updated:

বাংলায় আজ আট কেন্দ্রে ভোট৷ অধীর, মহুয়া, দিলীপ ছাডা়ও আজকে বাংলার ভোটে তারকা প্রার্থী অবশ্য আরও আছেন৷

কঠিন চ্যালেঞ্জের মুখে দিলীপ ঘোষ, অধীররঞ্জন চৌধুরী, মহুয়া মৈত্রের৷
কঠিন চ্যালেঞ্জের মুখে দিলীপ ঘোষ, অধীররঞ্জন চৌধুরী, মহুয়া মৈত্রের৷
কলকাতা: একজনের গড় রক্ষার লড়াই৷ দ্বিতীয়জনের লড়াই বহিষ্কৃত হওয়ার পর ফের সংসদে ফিরে নিজেকে প্রমাণ করার৷ আবার, তৃতীয় জনের সামনে নতুন কেন্দ্রে এসে নিজের ক্যারিশমায় ভোটে জেতার চ্যালেঞ্জ৷
তিন জনই আলাদা আলাদা তিনটি দলের প্রতিনিধি হলেও চতুর্থ দফার ভোটে আজ নিজেদের প্রমাণ করার চ্যালেঞ্জ বাংলার তিন তারকা প্রার্থীর সামনে৷ বহরমপুরে তিনিই যে শেষ কথা, ইউসুফ পাঠানের মতো তারকা প্রার্থীর বিরুদ্ধে তা প্রমাণ করার চ্যালেঞ্জ প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরীর সামনে৷ কয়েক মাস আগে লোকসভা থেকে বহিষ্কৃত হওয়া মহুয়া মৈত্রও কৃষ্ণনগরে কঠিন পরীক্ষার সামনে৷
advertisement
advertisement
তাঁর বিরুদ্ধে ওঠা যাবতীয় অভিযোগ যে ভোটারদের মনে প্রভাব ফেলেনি, তা প্রমাণ করতে হবে কৃষ্ণনগরের তৃণমূল প্রার্থীকে৷ আর তৃতীয় জন দিলীপ ঘোষ৷ জেতা মেদিনীপুর আসন ছেড়ে এবার দিলীপকে বর্ধমান দুর্গাপুরে পাঠিয়েছে দল৷ বিজেপির অন্দরেই কানাঘুষো, দিলীপকে এবার কঠিন পরীক্ষার ঠেলে দিয়েছে তাঁর দলই৷ তাঁর নামটাই যে যথেষ্ট, এবার বর্ধমান দুর্গাপুর কেন্দ্রে সেটাই বেশি করে প্রমাণের তাগিদ দিলীপের সামনে৷ ভোটের ফল পক্ষে না গেলে দলেই যে দিলীপ আরও কোণঠাসা হবেন, তা বলার অপেক্ষা রাখে না৷
advertisement
বাংলায় আজ আট কেন্দ্রে ভোট৷ অধীর, মহুয়া, দিলীপ ছাডা়ও আজকে বাংলার ভোটে তারকা প্রার্থী অবশ্য আরও আছেন৷ বোলপুরে শতাব্দী রায়, আসানসোলে শত্রুঘ্ন সিনহাদের মতো প্রার্থী রয়েছেন৷ বাংলার ভোটে আজ প্রাক্তন দুই ভারতীয় ক্রিকেটারেরও সম্মানের লড়াই৷ দিলীপ ঘোষের বিরুদ্ধে বর্ধমান-দুর্গাপুরে কীর্তি আজাদকে প্রার্থী করেছে তৃণমূল, অন্যদিকে অধীরের গড়ে ইউসুফ পাঠানও সব হিসেব উল্টে দিতে পারেন কি না, তা নিয়েও তুমুল আগ্রহ তৈরি হয়েছে রাজনৈতিক মহলে৷
view comments
বাংলা খবর/ খবর/নির্বাচন/
Lok Sabha elections 2024: তিন দলের তিন তারকা! চতুর্থ দফায় নিজেদেরই প্রমাণের চ্যালেঞ্জ অধীর-দিলীপ-মহুয়ার সামনে
Next Article
advertisement
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না...? অর্পিতাকে নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না..? অর্পিতা ইস্যুতে মুখ খুললেন পার্থ
  • ‘অর্পিতা আমার বান্ধবী, তাতে অসুবিধার কী আছে...?’

  • অর্পিতা নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়

  • অর্পিতাকে নিয়ে ‘রং চড়িয়ে’ সংবাদ প্রকাশ করা হয়েছে বলে দাবি

VIEW MORE
advertisement
advertisement