বৃহস্পতিবার বলাগড়ের ডুমুরদহ নিত্যানন্দপুরের ঝেরো মালপাড়ায় হরিসভায় আসেন লকেট চট্টোপাধ্যায়। সেখানে গিয়ে তিনি যোগ দেন হরিনাম কীর্তনে। গ্রামবাসীদের সঙ্গে মেতে ওঠেন হরিনাম গানে। এর পর বলাগড়ের চরকৃষ্ণবাটিতে সোলেমান সাধুর আশ্রমে গিয়ে পুজো দেন। সব শেষে শিশুদের ভোগ পরিবেশন করেন।
আরও পড়ুন : শুক্রবারও ঝড়বৃষ্টি ‘এই’ জেলাগুলিতে! কলকাতাও কি ভিজবে? কতদিন চলবে বসন্তের অকালবর্ষণ? জানুন বড় আপডেট
advertisement
এই দিন লকেট বলেন, ‘‘আমি ঘুরছি। প্রচুর মানুষের আশীর্বাদ পাচ্ছি, বিশেষ করে মহিলাদের। তাঁরা রাস্তায় বেরিয়ে আসছেন। সন্দেশখালির ঘটনা তাঁদের নাড়িয়ে দিয়েছে। এই রাজ্যের কোনও উন্নয়ন হয়নি। সাধারণ মানুষের একমাত্র ভরসা নরেন্দ্র মোদি। দুর্নীতির ইস্যু পুরো বাংলাকে নাড়িয়ে দিয়েছে। তাই, মানুষ বিকল্প চাইছে।’’ লকেটের অভিযোগ, বলাগড় দুর্নীতির হাবে পরিণত হয়েছে। তাঁর দাবি, তিনি আবারও সাংসদ হলে দুর্নীতি মুক্ত হবে।