TRENDING:

Lok Sabha Election 2024: মথুরাপুরের এই বুথ মডেল বিশেষ ভাবে সক্ষমদের জন্যই! স্বাচ্ছন্দে ভোট দিচ্ছেন তাঁরা

Last Updated:

Lok Sabha Election 2024: মথুরাপুরের মির্জাপুর এগ্রি ইন্ড্রাস্ট্রিয়াল স্কুলে বিশেষ ভাবে সক্ষম ব্যক্তিরাই নিচ্ছেন ভোট। মোট চারজন ভোটকর্মী এসেছেন সেখানে। মথুরাপুর এক নম্বর ব্লক বিডিও অফিসের পক্ষ থেকে এই স্কুলেই করা হয়েছিল বিশেষ ভোটগ্রহণ কেন্দ্রটি।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
দক্ষিণ ২৪ পরগনা: মথুরাপুরের মির্জাপুর এগ্রি ইন্ড্রাস্ট্রিয়াল স্কুলে বিশেষ ভাবে সক্ষম ব্যক্তিরাই নিচ্ছেন ভোট। মোট চারজন ভোটকর্মী এসেছেন সেখানে। মথুরাপুর এক নম্বর ব্লক বিডিও অফিসের পক্ষ থেকে এই স্কুলেই করা হয়েছিল বিশেষ ভোটগ্রহণ কেন্দ্রটি।
advertisement

আরও পড়ুনঃ ভোটের সকাল থেকেই তুমুল তৎপর বাম প্রার্থীরা, প্রতিকুর ধরলেন ভুয়ো ভোটার, আর সুজন…

নির্বাচন রেজাল্ট ২০২৪, লোকসভা নির্বাচন ২০২৪ রেজাল্ট

ভোটগ্রহণ কেন্দ্রে রয়েছে একটি খোলা জলাধার। কৃত্রিম ভাবে বানানো হয়েছে সেটি। মূলত এই খোলা জলাধার করা হয়েছে বিশেষভাবে সক্ষম ব্যক্তিদের জন্য। যাতে সহজেই এই জলাধার থেকে তাঁরা জল ব্যবহার করতে পারেন। সঙ্গে রয়েছে জলের ট্যাপ, বিশেষভাবে সক্ষম ব্যক্তিদের জন্য রয়েছে হাতল ওয়ালা পেভমেন্ট। এছাড়াও স্কুলে দেওয়া হয়েছে আলপনা। সকলকে স্বাগত জানাতে করা হয়েছে এই ব্যবস্থা। বয়স্ক ব্যক্তিরা এখানে নির্বিঘ্নে ভোট দিতে পারবেন রয়েছে এমন ব্যবস্থাও। এখানে চারজন ভোটকর্মী রয়েছেন।

advertisement

View More

বিশেষভাবে সক্ষম ব্যক্তি হওয়ায় স্কুলেই সমস্ত ব্যবস্থা করেছে প্রশাসন। তাঁদের জন্য স্কুলেই পাঠানো হচ্ছে সমস্ত খাবার। এছাড়াও তাদেরকে কড়া নিরাপত্তার বন্দোবস্ত করা হয়েছে। মাঝে মধ্যেই বিডিও অফিসের পক্ষ থেকে এলাকায় ঘুরে যাচ্ছে প্রতিনিধি দল। সমস্ত ব্যবস্থা নেওয়ায় খুশি পোলিং অফিসাররাও। তারা সমস্ত ব্যবস্থা সুষ্ঠভাবে পরিচালানো করার জন্য প্রশাসনকে ধন্যবাদ জানিয়েছেন।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুজো শেষ হতেই ঝাঁকে ঝাঁকে পদ্মার ইলিশ! জলের দরে টাটকা মাছ না খেলেই নয়
আরও দেখুন

নবাব মল্লিক

বাংলা খবর/ খবর/নির্বাচন/
Lok Sabha Election 2024: মথুরাপুরের এই বুথ মডেল বিশেষ ভাবে সক্ষমদের জন্যই! স্বাচ্ছন্দে ভোট দিচ্ছেন তাঁরা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল