TRENDING:

Lok Sabha Election 2024 : এবার প্রচারের মুখ নারীরা! লড়াইয়ের ময়দানে সব রাজনৈতিক দলেরই ভরসা মহিলারা

Last Updated:

Lok Sabha Election 2024 : নির্বাচনে নারী শক্তিকে সামনে এনেই প্রচারে সুর বাঁধতে চাইছে সব রাজনৈতিক দলই। লক্ষ্য মহিলা ভোট। বীরভূমের দুটি লোকসভা কেন্দ্র বীরভূম ও বোলপুরে ডান-বাম-গেরুয়া শিবির প্রচারে এগিয়ে রাখতে চাইছে মহিলা সদস্যদের।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বীরভূম: নির্বাচনে নারী শক্তিকে সামনে এনেই প্রচারে সুর বাঁধতে চাইছে সব রাজনৈতিক দলই। লক্ষ্য মহিলা ভোট। বীরভূমের দুটি লোকসভা কেন্দ্র বীরভূম ও বোলপুরে ডান-বাম-গেরুয়া শিবির প্রচারে এগিয়ে রাখতে চাইছে মহিলা সদস্যদের। রণকৌশলের শান দিচ্ছেন সব রাজনৈতিক দলই।
ইলামবাজাররের ঊষারডিহিতে দেওয়াল লিখনে তৃণমূল মহিলা সদস্যরা।
ইলামবাজাররের ঊষারডিহিতে দেওয়াল লিখনে তৃণমূল মহিলা সদস্যরা।
advertisement

বীরভূমের তৃণমূলের কোর কমিটির দাবি, “বিজেপিকে রুখতে জেলার মা-বোনেরাই যথেষ্ট। কন্যাশ্রী, রূপশ্রী থেকে লক্ষ্মীর ভান্ডার, স্বাস্থ্যসাথী, সব ক্ষেত্রেই নারী শক্তিকে গুরুত্ব দেওয়া হচ্ছে।

আরও পড়ুন : দোল খেলতে খেলতে চোখে রং ঢুকে গেলে কী করবেন? রইল কিছু সহজ টিপস

সেই নারী শক্তিই এবার ভোটের মূল টার্গেট। সমান অধিকারের কথা গুরুত্ব দিয়েই মহিলাদের নিয়েই তৈরি হচ্ছে যাবতীয় পরিকল্পনা। বীরভূমে বিজেপির মহিলা মোর্চা কর্মীদের দাবি,  “গাঁও চলো অভিযান শেষ হয়েছে। এবার লোকসভা নির্বাচনকে সামনে রেখেই জনসমর্থন অর্জনের জন্য দলীয় প্রার্থীদের নিয়ে পদযাত্রার মাধ্যমে চলছে প্রচারে। সেখানে অংশগ্রহণ করবে মহিলা মোর্চার সদস্যরাও।”

advertisement

আরও পড়ুন : এই ভাবে পটল রান্না করলেই চেটে সাফ হবে থালা! সেদিন আর কোনও পদ লাগবেই না

অন্যদিকে, বোলপুর ও বীরভূম দুই লোক সভা কেন্দ্রের প্রার্থী তালিকা প্রকাশিত না হলেও সিপিএমের মহিলা সংগঠনের দাবি প্রবীণ সদস্যদের বদলে তরুনীরা পথে নামবেন ভোট প্রচারে। নিত্য প্রয়োজনীয় জিনিসের অস্বাভাবিক দাম, কর্মসংস্থানের আকাল, বেহাল স্বাস্থ্য পরিকাঠামো এসবের জেরেই মহিলারা কেন্দ্রের বিজেপি এবং রাজ্যের তৃণমূল দুই সরকার বিরুদ্ধে নামবেন ভোটযুদ্ধে।

advertisement

তবে প্রার্থী ও জোট নিয়ে প্রশ্ন সিপিএম ও কংগ্রেসের। তৃণমূলের মহিলা সংগঠনের সভাপতি সাহারা মণ্ডল বলেন, “সিপিএম ও কংগ্রেসের মহিলা সংগঠনের চিহ্নমাত্র নেই। জেলার দুই লোকসভা আসনেই বিরোধী মহিলা সংগঠন দাগ কাটতে পারবে না। শুধু মিটিং-মিছিল নয়, প্রত্যেকটি বুথেই মহিলারা অংশ নেবেন। এছাড়াও পথসভা জনসংযোগেও মহিলা কর্মীরা এগিয়ে থাকবেন।”

বোলপুর সাংগঠনিক জেলার বিজেপির মহিলা মোর্চার সভানেত্রী সুজাতা ঘোষ বলেন, “মহিলারা ড্রপ বক্স নিয়ে বাড়ি বাড়ি পৌঁছাচ্ছেন। বাড়ির মহিলারা মোদিজিকে চিঠি লিখছেন তাঁদের সমস্যা কথা জানিয়ে। মহিলা মোর্চার সংগঠনের পক্ষ থেকে ড্রপ বক্স পৌঁছে দেওয়া হবে প্রধানমন্ত্রীকে। তাছাড়াও প্রচারের জন্য বাড়ি বাড়ি জনসংযোগেও এগিয়ে আসছেন মহিলা মোর্চার সদস্যরা।”

advertisement

অন্যদিকে, সিপিএমের জেলার মহিলা সভানেত্রী শ্যামলী প্রধান বলেন, ” বিজেপি ও তৃণমূল দুই শক্তির বিরুদ্ধেই লড়াইয়ের সামনে সারিতে থাকবেন মহিলারা। লোকসভা নির্বাচনের আগেই মহিলা কর্মীরা বুথে বুথে জোট বাঁধতে শুরু করেছেন।”

সেরা ভিডিও

আরও দেখুন
ফাঁকা জায়গার লাগবে না, আমবাগানেই হচ্ছে কুইন্টাল কুইন্টাল ফলন! বিনা ব্যয়ে লাভ পাচ্ছেন চাষি
আরও দেখুন

সৌভিক রায়

বাংলা খবর/ খবর/নির্বাচন/
Lok Sabha Election 2024 : এবার প্রচারের মুখ নারীরা! লড়াইয়ের ময়দানে সব রাজনৈতিক দলেরই ভরসা মহিলারা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল