তবে টলিউড তারকা, মেদিনীপুরের বিধায়ক লোকসভা কেন্দ্রের তৃণমূলের প্রার্থী জুন মালিয়ার সম্পত্তির পরিমাণ জানেন?
নির্বাচনী হলফনামা অনুযায়ী জানা গিয়েছে, অগ্নিমিত্রা পালের ২০১৮-১৯ অর্থবর্ষে আয় ৮ লক্ষ ১১ হাজার ৪৪৭ টাকা, ২০১৯-২০ অর্থবর্ষে ১০ লক্ষ ১ হাজার ৮০ টাকা, ২০২০-২১ অর্থবর্ষে তাঁর আয় কমে হয় ৮ লক্ষ ২৩ হাজার ৫০০ টাকা, ২০২১-২২ অর্থ বর্ষে কমে তাঁর আয়ের পরিমাণ দাঁড়ায় ৮ লক্ষ ৩৬ হাজার ৬০০ টাকা এবং ২০২২-২৩ অর্থবর্ষে সেই টাকার পরিমাণ বেড়ে হয় ১৩ লক্ষ ২৩ হাজার ৩৫০ টাকা।
advertisement
আরও পড়ুন: উচ্চ মাধ্যমিকে রাজ্যে প্রথম অভীক ভবিষ্যতে কী হতে চান? উত্তর শুনলে চমকে যাবেন
অন্যদিকে, বেশ ভাল আয় করেন জুন মালিয়ার স্বামী সৌরভ চট্টোপাধ্যায়। হলফনামা অনুযায়ী জানা গিয়েছে, ২০১৮-১৯ অর্থবর্ষে আয় ২৪ লক্ষ ১৪ হাজার ৯৬৫ টাকা, ২০১৯-২০ অর্থবর্ষে ২৭ লক্ষ ৩৭ হাজার ৫৯০ টাকা, ২০২০-২১ অর্থবর্ষে তাঁর কমে হয় ৩০ লক্ষ ৪৯ হাজার ৭৭০ টাকা, ২০২১-২২ অর্থ বর্ষে তার আয়ের পরিমাণ দাঁড়ায় ৩৪ লক্ষ ৭৩ হাজার ৬৬০ টাকা এবং ২০২২-২৩ অর্থবর্ষে সেই টাকার পরিমাণ হয় ২৫ লক্ষ ৯৯ হাজার ১৭০ টাকা।
যদিও তৃণমূল প্রার্থী জুন মালিয়ার বিরুদ্ধে কোনও থানায় কোনও অভিযোগ নেই। তবে মনোনয়ন জমার প্রাক্কালে তাঁর হাতে ছিল ২২ হাজার ৫৩৫ টাকা এবং তাঁর স্বামীর হাতে ছিল ২৭ হাজার ৯৫৪ টাকা। জুন মালিয়ার সঞ্চয়, বিভিন্ন ক্ষেত্রে ইনভেস্ট, একাধিক বীমা এবং ৩ লক্ষ ৬০ হাজার ৬৮৫ টাকার সোনা মিলিয়ে মোট সম্পত্তির পরিমাণ ১ কোটি ৪২ লক্ষ ৪২ হাজার ৬৭৫ টাকার। তবে প্রার্থীর নিজের নেই কোনও ব্যক্তিগত গাড়ি।
অন্যদিকে, তাঁর স্বামীর সঞ্চয়, বিভিন্ন মিউচুয়াল ফান্ডে ইনভেসমেন্ট, একটি টয়োটা ফর্চুনার গাড়ি মিলিয়ে মোট সম্পত্তির পরিমাণ ২ কোটি ১৯ লক্ষ ১০ হাজার ৯৯৯ টাকা। এছাড়াও স্বামী সৌরভ চট্টোপাধ্যায়ের সঙ্গে কলকাতার পিকনিক গার্ডেনে রয়েছে একটি ফ্ল্যাট, পাশাপাশি বালিগঞ্জ সার্কাস এভিনিউতেও রয়েছে একটি ঘর। সব মিলিয়ে বর্তমান বাজার মূল্য ১ কোটি ৭৯ লক্ষ ৩২ হাজার ৪৮৪ টাকা। অন্যদিকে, তাঁর স্বামীর রয়েছে শুধুমাত্র এই জয়েন্ট প্রপার্টি।
প্রার্থী জুন মালিয়ার নামে রয়েছে হোম লোন যা তাঁকে পরিশোধ করতে হবে ৭২ লক্ষ ১৩ হাজার ৮৯১ টাকা। অন্যদিকে, হোম লোন, অটো লোন মিলিয়ে তাঁর স্বামীকে পরিশোধ করতে হবে ১ কোটি ৭ লক্ষ ৬ হাজার ৮৪৬ টাকা। মেদিনীপুর বিধানসভা থেকে নির্বাচিত হওয়ার পর দিলীপ ঘোষের জয়ী কেন্দ্র মেদিনীপুর লোকসভা কেন্দ্রে জুন মালিয়াকে প্রার্থী করেছে তৃণমূল। স্বাভাবিকভাবে আগামী ২৫-এ জোর টক্কর হতে চলেছে মেদিনীপুর লোকসভা কেন্দ্রে। তবে কে জয় লাভ করে তা বলবে সময়।
রঞ্জন চন্দ