Best Government Schools in India: বিশ্বের সেরা স্কুলের তালিকায় রয়েছে ভারতের এই স্কুল, পড়লেই কেউ IPS-কেউ IAS অফিসার! কোন স্কুল এটি জানেন?

Last Updated:
Best Government Schools in India: দেশের একটি অত্যন্ত মর্যাদাপূর্ণ এবং নামকরা বিদ্যালয়। অভিভাবকরা স্বপ্ন দেখেন যে তাঁদের সন্তান ভর্তি হবে, যাতে তাঁদের ভবিষ্যৎ তৈরি হয়ে যায়।
1/8
দেশজুড়ে সুখ্যাতি। বিখ্যাত এই স্কুল ঝাড়খণ্ডের লাতেহার জেলায় অবস্থিত নেতারহাট আবাসিক স্কুল (Netarhat Residential School)।  দেশ স্বাধীনতা লাভের পর এই আবাসিক স্কুল প্রতিষ্ঠিত হলেও আজও সারাদেশে সগৌরবে পুরনো ঐতিহ্য বহন করে চলেছে এই আবাসিক স্কুলটি। যা আইএএস ও আইপিএস তৈরির কারখানা হিসেবে পরিচিত।
দেশজুড়ে সুখ্যাতি। বিখ্যাত এই স্কুল ঝাড়খণ্ডের লাতেহার জেলায় অবস্থিত নেতারহাট আবাসিক স্কুল (Netarhat Residential School)। দেশ স্বাধীনতা লাভের পর এই আবাসিক স্কুল প্রতিষ্ঠিত হলেও আজও সারাদেশে সগৌরবে পুরনো ঐতিহ্য বহন করে চলেছে এই আবাসিক স্কুলটি। যা আইএএস ও আইপিএস তৈরির কারখানা হিসেবে পরিচিত।
advertisement
2/8
নেতারহাট আবাসিক বিদ্যালয় দেশের একটি অত্যন্ত মর্যাদাপূর্ণ এবং নামকরা বিদ্যালয়। এখানে ঝাড়খণ্ড এবং আশেপাশের রাজ্যের অভিভাবকরা স্বপ্ন দেখেন যে তাঁদের সন্তানরা ভর্তি হবে। যাতে তাঁদের ভবিষ্যৎ তৈরি হয়ে যায়।
নেতারহাট আবাসিক বিদ্যালয় দেশের একটি অত্যন্ত মর্যাদাপূর্ণ এবং নামকরা বিদ্যালয়। এখানে ঝাড়খণ্ড এবং আশেপাশের রাজ্যের অভিভাবকরা স্বপ্ন দেখেন যে তাঁদের সন্তানরা ভর্তি হবে। যাতে তাঁদের ভবিষ্যৎ তৈরি হয়ে যায়।
advertisement
3/8
কারণ এই স্কুল থেকে অনেক আইএএস, আইপিএস, প্রশাসনিক আধিকারিক এবং ডাক্তার ইঞ্জিনিয়ারের আবির্ভাব হয়েছে। তেমন স্কুলে নিজের সন্তানকে পড়াতে সব বাবা-মায়েরই স্বপ্ন।
কারণ এই স্কুল থেকে অনেক আইএএস, আইপিএস, প্রশাসনিক আধিকারিক এবং ডাক্তার ইঞ্জিনিয়ারের আবির্ভাব হয়েছে। তেমন স্কুলে নিজের সন্তানকে পড়াতে সব বাবা-মায়েরই স্বপ্ন।
advertisement
4/8
নেতারহাট স্কুল জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে স্বীকৃত। আজ এই বিদ্যালয় থেকে পাশ করা শিক্ষার্থীরা দেশের অনেক বড় পদে দায়িত্ব পালন করছেন।
নেতারহাট স্কুল জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে স্বীকৃত। আজ এই বিদ্যালয় থেকে পাশ করা শিক্ষার্থীরা দেশের অনেক বড় পদে দায়িত্ব পালন করছেন।
advertisement
5/8
ডঃ রাজেন্দ্র প্রসাদও প্রথম দিকে নেতারহাট স্কুলের সাফল্য দেখে মুগ্ধ হয়েছিলেন। তিনি নৈনিতালে অনুরূপভাবে আরেকটি স্কুল প্রতিষ্ঠার পরামর্শও চিঠি দিয়েছিলেন। তাঁর ধারণা ছিল এরকম আরেকটি স্কুল প্রতিষ্ঠা করা, যেখানে শিক্ষার্থীদের সার্বিক উন্নয়নের দিকে খেয়াল রাখা যায়।
ডঃ রাজেন্দ্র প্রসাদও প্রথম দিকে নেতারহাট স্কুলের সাফল্য দেখে মুগ্ধ হয়েছিলেন। তিনি নৈনিতালে অনুরূপভাবে আরেকটি স্কুল প্রতিষ্ঠার পরামর্শও চিঠি দিয়েছিলেন। তাঁর ধারণা ছিল এরকম আরেকটি স্কুল প্রতিষ্ঠা করা, যেখানে শিক্ষার্থীদের সার্বিক উন্নয়নের দিকে খেয়াল রাখা যায়।
advertisement
6/8
নেতারহাটের আবাসিক বিদ্যালয়টি জাতীয় পর্যায়ে বিখ্যাত। এখান থেকে শিক্ষা গ্রহণকারী হাজার হাজার শিক্ষার্থী দেশে বিদেশে বিভিন্ন ক্ষেত্রে শীর্ষ পদে দায়িত্ব পালন করেছেন। এখন পর্যন্ত এখান থেকে প্রায় তিন হাজার ছাত্র আইএএস-আইপিএস এবং অন্যান্য সিভিল সার্ভিসের জন্য নির্বাচিত হয়েছে।
নেতারহাটের আবাসিক বিদ্যালয়টি জাতীয় পর্যায়ে বিখ্যাত। এখান থেকে শিক্ষা গ্রহণকারী হাজার হাজার শিক্ষার্থী দেশে বিদেশে বিভিন্ন ক্ষেত্রে শীর্ষ পদে দায়িত্ব পালন করেছেন। এখন পর্যন্ত এখান থেকে প্রায় তিন হাজার ছাত্র আইএএস-আইপিএস এবং অন্যান্য সিভিল সার্ভিসের জন্য নির্বাচিত হয়েছে।
advertisement
7/8
মহান গণিতবিদ বশিষ্ঠ নারায়ণ এবং প্রাক্তন সিবিআই ডিরেক্টর ড. ত্রিনাথ মিশ্র এবং ড. রাকেশ আস্থানাও নেতারহাট স্কুলের ছাত্র ছিলেন৷ আইপিএস অঞ্জনি আঞ্জানের মতো অফিসারেরাও পড়তেন। এই স্কুলেরই প্রাক্তন ছাত্র ছিলেন সিবিআইয়ের প্রাক্তন ডিরেক্টর ডঃ ত্রিনাথ মিশ্র। তিনি বর্তমানে একজন অবসরপ্রাপ্ত আইপিএস অফিসার। প্রাক্তন স্বরাষ্ট্রসচিব জেবি তুবিদও এই স্কুল থেকে পড়াশোনা করেছেন। আইএএস মনীশ রঞ্জন এবং প্রাক্তন প্রশাসনিক আধিকারিক সুখদেব ভগতও নেতারহাটে আবাসিক স্কুলের প্রাক্তন ছাত্র।
মহান গণিতবিদ বশিষ্ঠ নারায়ণ এবং প্রাক্তন সিবিআই ডিরেক্টর ড. ত্রিনাথ মিশ্র এবং ড. রাকেশ আস্থানাও নেতারহাট স্কুলের ছাত্র ছিলেন৷ আইপিএস অঞ্জনি আঞ্জানের মতো অফিসারেরাও পড়তেন। এই স্কুলেরই প্রাক্তন ছাত্র ছিলেন সিবিআইয়ের প্রাক্তন ডিরেক্টর ডঃ ত্রিনাথ মিশ্র। তিনি বর্তমানে একজন অবসরপ্রাপ্ত আইপিএস অফিসার। প্রাক্তন স্বরাষ্ট্রসচিব জেবি তুবিদও এই স্কুল থেকে পড়াশোনা করেছেন। আইএএস মনীশ রঞ্জন এবং প্রাক্তন প্রশাসনিক আধিকারিক সুখদেব ভগতও নেতারহাটে আবাসিক স্কুলের প্রাক্তন ছাত্র।
advertisement
8/8
নেতারহাটের বাংলো হাউস কাঠের শিল্পের একটি চমৎকার উদাহরণ। তবে অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে এই স্কুলটি দেখতে প্রতি বছর এখানে ভিড় জমান শত শত পর্যটকও।
নেতারহাটের বাংলো হাউস কাঠের শিল্পের একটি চমৎকার উদাহরণ। তবে অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে এই স্কুলটি দেখতে প্রতি বছর এখানে ভিড় জমান শত শত পর্যটকও।
advertisement
advertisement
advertisement