TRENDING:

Dumdum Election: 'আমি কোন দলে যাব?' এক নেতার জন্য ভোটের আগেই ভোট দমদমে! বিলি হচ্ছে ব্যালট

Last Updated:

Dumdum Election: দমদম পৌর এলাকায় হঠাৎ কী কারণে ভোট! বিলি হচ্ছে ব্যালট পেপার।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
উত্তর ২৪ পরগনা: দমদম পৌর এলাকার ১৫ নম্বর ওয়ার্ডে এখন চলছে এক অন্য রকম ভোটের আয়োজন। তাতে নেই এলাহি প্রচার, নেই বিরোধী দলের কটাক্ষ, নেই নির্বাচন কমিশনের মাধ্যমে পুলিশি নজরদারি। তবে এই ভোট রাজ্যের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে এক বড় ব্যতিক্রমী উদাহরণ হয়ে উঠতে চলেছে।
advertisement

কারণ রাজনৈতিক নেতা-নেত্রীরা ভোট পর্ব মিটলেই ভুলে যান ভোটারদের। সাম্প্রতিক ইতিহাসে দলবদলের ঘটনাও ঘটছে অহরহ। সেই জায়গায় দাঁড়িয়ে দমদম ১৫ নম্বর ওয়ার্ডের নির্দল প্রার্থী হিসেবে পৌর নির্বাচনে ৯৬ শতাংশ এলাকার মানুষের ভোটে জয়ী হওয়া জনপ্রতিনিধি দেবাশীষ বন্দ্যোপাধ্যায়র এক সিদ্ধান্তের জন্যই এই ভোটের আয়োজন বলে জানা গিয়েছে।

লোকসভা নির্বাচন ২০২৪ | Lok Sabha Election 2024 West Bengal

advertisement

আরও পড়ুন: ভিতরে ভর্তি কঙ্কাল, ৩৫ বছর আগে হারিয়ে যাওয়া বিমান ফিরল এয়ারপোর্টে! বিশ্বের বড় রহস্য এই ঘটনা

View More

ভোটে অংশ গ্রহণ করবে ওয়ার্ডের প্রায় কয়েক হাজার ভোটার। ইতিমধ্যেই ব্যালট পেপার বিলি করার পর্ব চলছে বাড়ি বাড়ি গিয়ে। এরপরে ওয়ার্ডের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে রাখা ব্যালট বক্সে তাঁদের মতামত প্রদান করতে পারবেন ওয়ার্ডের বাসিন্দারা। প্রসঙ্গত, কাউন্সিলর দেবাশিস বন্দ্যোপাধ্যায়কে দমদমের রবীন্দ্র ভবনে দলে যোগ দেওয়ার আহ্বান জানানো হয় রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের তরফে। কিন্তু তিনি মঞ্চে দাঁড়িয়ে জানিয়ে দেন, এলাকাবাসীর মতামত ছাড়া তিনি দলে যোগদান করতে পারবেন না। সেই মতামত গ্রহণের জন্যই এই ভোটের আয়োজন পনের নম্বর ওয়ার্ডে। যে ব্যালট পেপারে ভোট দেবেন এলাকাবাসীরা তাতে কাউন্সিলরের কী করা উচিৎ, বা কেন তা করা উচিত যুক্তি সহকারে তুলে ধরতে পারবেন ওই এলাকার ভোটাররা।

advertisement

আরও পড়ুন: পরিবারের ১১ জনেরই একসঙ্গে মৃত্যু! গণ আত্মহত্যা নাকি খুন? ভারতের সবথেকে রহস্যময় মৃত্যু-ঘটনা

তিনি কি আদৌ কোনও রাজনৈতিক দলে যোগ দেবেন, নাকি নির্দল প্রার্থী হিসেবেই থেকে যাবেন এ প্রশ্নেরও উত্তর জানাতে পারবেন সকলে। এরপরে ওই ব্যালট পেপার ওয়ার্ডের বিভিন্ন স্থানে রাখা বক্সে ফেলার জন্য এলাকাবাসীকে অনুরোধ করে মাইকে প্রচার করা হচ্ছে। আগামী ১০ এপ্রিল ওই ব্যালট বাক্স খুলে এলাকাবাসীদের মতামত প্রকাশ্যে নিয়ে আসা হবে বলেই জানা গিয়েছে।

advertisement

আর তারপরেই ভবিষ্যতে কি রাজনৈতিক পদক্ষেপ নেবেন তিনি সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন নির্দলে জয়ী এই ব্যতিক্রমী জনপ্রতিনিধি দেবাশীষ বন্দোপাধ্যায়। একজন জনপ্রতিনিধি হিসেবে ভোট পরবর্তী পর্যায়ে, দলবদলের সিদ্ধান্তে এলাকার ভোটারদের এতটা গুরুত্ব দেওয়া নতুন নজির সৃষ্টি করল বলেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

—- Rudra Narayan Roy

বাংলা খবর/ খবর/নির্বাচন/
Dumdum Election: 'আমি কোন দলে যাব?' এক নেতার জন্য ভোটের আগেই ভোট দমদমে! বিলি হচ্ছে ব্যালট
Open in App
হোম
খবর
ফটো
লোকাল