১৯ এপ্রিল উত্তরের জেলাগুলিতে ভোটগ্রহণ পর্ব শুরু হচ্ছে। ২৫মে ষষ্ঠ দফায় তমলুক লোকসভা কেন্দ্রের ভোটগ্রহণ। তমলুক লোকসভা কেন্দ্রের হলদিয়া থেকে কোলাঘাট নন্দীগ্রাম থেকে ময়না সর্বোচ্চ চষে বেড়াচ্ছেন বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা। তমলুক লোকসভা কেন্দ্রে রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস ভরসা রেখেছে, বর্তমান প্রজন্মের অন্যতম জনপ্রিয় মুখ দেবাংশু ভট্টাচার্যের ওপর।
শাসক দলের প্রার্থী তালিকা ঘোষণার পরদিন থেকেই তমলুকের মাটি কামড়ে পড়ে রয়েছেন দেবাংশু ভট্টাচার্য। বিভিন্ন মন্দিরের পূজো দেওয়ার পাশাপাশি মসজিদগুলিতে গিয়ে তিনি জনসংযোগ সারছেন। এর পাশাপাশি বিভিন্ন বাজার এলাকায় প্রচার ও জনসংযোগ জারি রয়েছে।
advertisement
প্রার্থী তালিকা ঘোষণা হওয়ার পরের দিন থেকেই দেবাংশু তমলুকে প্রচার শুরু করেছেন। হলদিয়া থেকে নন্দীগ্রাম, ময়না থেকে কোলাঘাট সর্বত্রই ভোট প্রচারে দাপিয়ে বেড়াচ্ছেন তিনি। ১৩ এপ্রিল শনিবার সকাল থেকেই কোলাঘাটে প্রচার পর্ব সারছেন দেবাংশু-সহ তৃণমূল কংগ্রেসের নেতাকর্মীরা। কোলাঘাটে এ দিন প্রচার পর্ব চলাকালীনই দেবাংশু হঠাৎই এক মহিলাকে দেখে ছুটে তাঁর কাছে যান। সেই মহিলার কেউ নয় কোলাঘাটের বাজারে বসা এক সবজি বিক্রেতা। ওই সবজি বিক্রেতার নাম লক্ষী বালা মাইতি বয়স প্রায় ১০৫ বছর। বেশ কিছুক্ষন ওই বয়স্কা সবজি বিক্রেতার সঙ্গে কথা বলেন দেবাংশু ভট্টাচার্য।
প্রসঙ্গত বয়স্কা সবজি বিক্রেতা লক্ষ্মী বালা মাইতি এবারের লোকসভা নির্বাচনে জেলার অন্যতম বয়স্কা ভোটার। ফলে কোলাঘাট বাজারে প্রচার চলাকালীন তার কাছে ছুটে এলেন দেবাংশু ভট্টাচার্য। নিলেন ওই বয়স্ক মহিলার আশীর্বাদ। এ বার লোকসভা নির্বাচনে তমলুক লোকসভা কেন্দ্র হাই প্রোফাইল কেন্দ্র হয়ে উঠেছে। এই লোকসভা কেন্দ্রের কোন রাজনৈতিক দল অন্য রাজনৈতিক দলকে জমি ছেড়ে দিতে নারাজ। প্রতিদিনই তাই লোকসভা কেন্দ্রের বিভিন্ন প্রান্তে বিভিন্ন রাজনৈতিক দলের ঠাসা কর্মসূচি। কোলাঘাটে জেলার অন্যতম প্রবীন ভোটারের আশীর্বাদ নিয়ে প্রচার শুরু করেন দেবাংশু।