জানা যায়, সোমবার শ্যামপুরে নেতা কর্মীদের সঙ্গে নিয়ে বাছরি গ্রাম পঞ্চায়েতের দেওড়া থেকে প্রচার শুরু করেন টোটোয় চেপে। দুপুর দেড়টা নাগাদ বারগ্রাম গ্রাম পঞ্চায়েতের গাজনকোল এলাকায় টোটো টার্ন নিতে গেলে তার টোটোটি উল্টে যায়।
আরও পড়ুন: মুহূর্তে যেন দানব এসে পড়ল শরীরের উপর, ৫ শিশুর ভয়ঙ্কর মৃত্যু! ঘটে গেল ভয়াবহ ঘটনা
advertisement
সূত্র মারফত জানা যায়, হাওয়ার দাপটে উল্টে যায়। তৎক্ষণাৎ বিজেপি কর্মী ও আশপাশের লোকজন দ্রুত তাঁকে উদ্ধার করেন। উদ্ধারের পর সেখান থেকে ফুলেশ্বরের একটি বেসরকারি নার্সিংহোমে ভর্তি করা হয় বলে জানা যায়।
এই দুর্ঘটনায় বিজেপি প্রার্থী অরুণ উদয় পাল চৌধুরীর কলার বোনে গুরুতর আঘাত লেগেছে বলে জানা যায়, ওই বেসরকারি হাসপাতাল সূত্রে। এই ঘটনায় জখম হয়েছেন টোটো চালকও।
advertisement
—– রাকেশ মাইতি
Location :
Kolkata,Kolkata,West Bengal
First Published :
May 06, 2024 6:22 PM IST