বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সেন্ট্রাল পাওয়ার রিসার্চ ইনস্টিটিউটের আর্থিক সহযোগিতায় Thermal and electrical characterization of dielectric material for HTS cable at 77K and below.(CHC) এই বিশেষ প্রকল্পে কাজের জন্য একজন টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট নিয়োগ করা হবে। সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে এই কর্মী নিয়োগ করবে আইআইটি খড়গপুর। স্বল্প মেয়াদী এই বিশেষ প্রকল্পে কাজের জন্য নিয়োগ করা হবে।
advertisement
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, এই বিশেষ প্রকল্পে কাজের জন্য আবেদনকারীকে ন্যূনতম দু বছরের আইটিআই কোর্স কিংবা তিন বছরের ডিপ্লোমা অথবা চার বছরের এই বিশেষ কাজে অভিজ্ঞতা থাকা প্রয়োজন। নিযুক্ত ব্যক্তিকে অভিজ্ঞতা এবং যোগ্যতার ভিত্তিতে মাসে ২১ হাজার ১০০ টাকা সাম্মানিক দেওয়া হবে। সর্বোচ্চ বয়স সীমা হতে হবে ৪৪ বছরের মধ্যে। এছাড়াও অনলাইন মাধ্যমে আবেদনের জন্য ১০০ টাকা আবেদন মূল্য জমা দিতে হবে। আবেদন জানানোর শেষ তারিখ ২৯ শে মে ২০২৫।
কীভাবে আবেদন জানানো যাবে এই পদের জন্য? প্রথমে আপনাকে আইআইটি খড়্গপুরের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে সেখান থেকে টেম্পোরারি জবস পজিশনে গিয়ে নিচে দেওয়া বিজ্ঞপ্তি থেকে দেখে অনলাইন মাধ্যমে আবেদন জানতে হবে। বিশদে জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখতে পারেন।
রঞ্জন চন্দ