Bengal Scientist: বিশ্বসেরা বিজ্ঞানীদের তালিকায় জঙ্গলমহলের দুই প্রতিষ্ঠানের অধ্যাপক, বাঙালির জয়জয়কার!
- Published by:Raima Chakraborty
- hyperlocal
- Reported by:Ranjan Chanda
Last Updated:
Bengal Scientist: গবেষণা থেকে বিশ্বমানের উদ্ভাবনা, বিশ্বসেরা এবার এই বাংলার জঙ্গলমহলের দুটি নামকরা প্রতিষ্ঠান অধ্যাপকেরা।
পশ্চিম মেদিনীপুর, রঞ্জন চন্দ: গবেষণা থেকে বিশ্বমানের উদ্ভাবনা, বিশ্বসেরা এবার এই বাংলার জঙ্গলমহলের দুটি নামকরা প্রতিষ্ঠান অধ্যাপকেরা। বিশ্বসেরা বিজ্ঞানীদের তালিকায় ‘উজ্জ্বল’ মেদিনীপুরের বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের একাধিক অধ্যাপক, তালিকায় আইআইটি খড়্গপুরের ৯১ জন অধ্যাপক। সম্প্রতি বিশ্বসেরা বিজ্ঞানীদের তালিকায় নাম করে নিয়েছেন এই অধ্যাপকেরা।
আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স থেকে বিভিন্ন উদ্ভাবনী ভাবনা তাদের মনোনীত করেছে বিশ্বসেরা বিজ্ঞানীদের তালিকায়। স্বাভাবিকভাবে জঙ্গলমহলের দুই নামকরা প্রতিষ্ঠান অধ্যাপকদের এমন সাফল্যে খুশি সকলে। আগামীতে এই জঙ্গলমহলে পথ দেখাবে সারা বিশ্বের দরবারে। স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি প্রকাশিত বিশ্বের শ্রেষ্ঠ ২ শতাংশ বিজ্ঞানীদের তালিকায় ( Stanford Top 2% Scientists List- 2025) জায়গা করে নিলেন আইআইটি খড়্গপুরের ৯১ জন অধ্যাপক ও গবেষক। স্বয়ং ডিরেক্টর (অধিকর্তা) সুমন চক্রবর্তী সহ ৯১ জন অধ্যাপক ও গবেষক জায়াগা করে নিয়েছেন এই তালিকায়। এই তালিকা প্রকাশে পুজোর মরশুমে ব্যাপক আনন্দ ও উন্মাদনা জেলায়।
advertisement
আরও পড়ুন: ‘ভিতরে কে, কী করছেন?’ ট্রেনের টয়লেটের দরজা ছয় ঘণ্টা ধরে বন্ধ, শেষে কর্মীরা দরজা ভেঙে যা দেখে ফেললেন! ভাইরাল ভিডিও
তালিকায় ‘উজ্জ্বল’ জঙ্গলমহল পশ্চিম মেদিনীপুরের বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও গবেষকেরাও। বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের ৩ জন অধ্যাপক সহ মোট ৬ জন গবেষক ও বিজ্ঞানী এই তালিকায় এবার (২০২৫) জায়গা পেয়েছেন। এছাড়াও, কম্পিউটার সায়েন্স বিভাগের এক অধ্যাপকও জায়গা করে নিয়েছেন এই তালিকায়।
advertisement
advertisement
আইআইটি খড়গপুরের ডিরেক্টর অধ্যাপক সুমন চক্রবর্তী-সহ মোট ৯১ জন অধ্যাপক তথা বিজ্ঞানীরা এই তালিকায় জায়গা করে নিয়ে আবারও প্রতিষ্ঠানের শ্রেষ্ঠত্ব তুলে ধরল। ডিরেক্টর চক্রবর্তী বলেন, “এই গৌরব আমাদের দায়িত্ব আরও বাড়িয়ে দিল।” আমেরিকার ক্যালিফোর্নিয়ায় অবস্থিত পৃথিবী-বিখ্যাত স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি বিশ্বের সর্বশ্রেষ্ঠ ২ শতাংশ বিজ্ঞানীদের একটি তালিকা প্রকাশ করে।
বিজ্ঞানের বিভিন্ন বিষয়ের উপর গবেষণামূলক কাজ, উদ্ভাবনী আবিষ্কার তথা এইচ ইনডেক্স, এইচ-এম ইনডেক্স-সহ বিভিন্ন বিষয়ে উদ্ধৃতির ভিত্তিতে বিশ্বের সর্বশ্রেষ্ঠ ২ শতাংশ বিজ্ঞানীদের তালিকা প্রস্তুত করে স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি (Stanford University)। এই তালিকায় এই নিয়ে টানা ছ’বার জায়গা করে নিয়েছেন পশ্চিম মেদিনীপুরের বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের বরিষ্ঠ অধ্যাপক প্রফেসর মধুমঙ্গল পাল। টানা পাঁচ বার জায়গা করে নিয়েছেন প্রফেসর শঙ্করকুমার রায়।
advertisement
আরও পড়ুন: বাংলাদেশের তারকা কুকুর সন্টুর মৃত্যুর পর প্রথম পুজো, সমাধিতে নতুন জামা-ফুল রেখে হাউ হাউ কান্না পরিবারের! ভিডিও পোস্ট হতেই ভাইরাল
এছাড়াও, গণিত বিভাগের প্রাক্তন অধ্যাপক রবীন্দ্রনাথ জানা এবং কম্পিউটার সায়েন্স বিভাগের অধ্যাপক বিশ্বপতি জানা এবার এই তালিকায় জায়গা পেয়েছেন। এছাড়াও, বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের তিন গবেষক যথাক্রমে শোভন সামন্ত (তমলুক কলেজের সহকারী অধ্যাপক), চিরঞ্জীব জানা ও তপন সেনাপতিও বিশ্বসেরা বিজ্ঞানীদের তালিকায় জায়গা পেয়েছেন।
advertisement
এই নিয়ে টানা চতুর্থবার তাঁরা স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় প্রকাশিত তালিকায় জায়গা পেয়েছেন। বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক দীপক কুমার কর বলেন, “এই সাফল্য অত্যন্ত গর্বের ও আনন্দের। জঙ্গলমহলের এই বিশ্ববিদ্যালয় বিশ্বের দরবারে ক্রমশ নিজেকে প্রতিষ্ঠিত করে চলেছে।”
Location :
Paschim Medinipur,West Bengal
First Published :
September 30, 2025 6:34 PM IST