Job: বিশ্বভারতীতে অধ‍্যাপক নিয়োগ! বেতন লক্ষাধিক, কোন কোন বিষয়ে রয়েছে শূন‍্যপদ? আবেদনের বিস্তারিত তথ‍্য জেনে নিন

Last Updated:

কোন কোন বিভাগে কাজের সুযোগ রয়েছে বিশ্বভারতীতে, কবে আবেদন করার শেষ দিন জেনে নিন বিস্তারিত

বিশ্বভারতী
বিশ্বভারতী
বীরভূম, সৌভিক রায়: বিরাট সুযোগ নিয়ে এসেছে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়। আপনি যদি কাজের সন্ধানে রয়েছেন তাহলে এই সুযোগ মিস করলে বড় ভুল করবেন। বাংলা, ইংরেজি, ভূগোল, দর্শন-সহ একাধিক বিভাগে অধ্যাপক নিয়োগ করতে চলেছে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়। বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় এর পক্ষ থেকে জানান হয়েছে, নিযুক্তদের সপ্তম পে কমিশন অনুযায়ী প্রত্যেক মাসে ১ লক্ষ ৪৪ হাজার ২০০ টাকা বেতন হিসাবে দেওয়া হবে। সব মিলিয়ে মোট শূন্যপদ ৫৪টি।
বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে যে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে তাতে লেখা রয়েছে বাংলা, ইংরেজি, সংস্কৃত, ইতিহাস, গণিত, রসায়ন, পদার্থবিদ্যা, অর্থনীতি, ভূগোল, দর্শন, হিন্দি, ফারসি, ওড়িয়া, উদ্ভিদবিদ্যা, প্রাণিবিদ্যা, অ্যাগ্রোনমি, গ্রাফিক আর্ট, রবীন্দ্রসঙ্গীত, ধ্রুপদী সঙ্গীত, ডিজ়াইন, পেন্টিং, ইন্দো-তিব্বতিয়েন স্টাডিজ, জার্মান, ইতালিয়ান, কম্পারেটিভ রিলিজ়িয়ন, এনসিয়েন্ট ইন্ডিয়ান ইতিহাস-সহ একাধিক বিভাগে অধ্যাপক নিয়োগ করা হবে।
advertisement
advertisement
তবে এবার প্রশ্ন কারা আবেদন করতে পারবেন? ওপরে উল্লিখিত বিষয়ে পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন, এমন ব্যক্তিরা আবেদনের সুযোগ পাবেন। এর পাশাপাশি, তাঁদের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর কিংবা সমতুল্য পদে কমপক্ষে ১০ বছর শিক্ষকতার অভিজ্ঞতা থাকা প্রয়োজন।
advertisement
চলতি মাসের ৩১ অক্টোবরের মধ্যে অনলাইনে আবেদনপত্র জমা দিতে পারবেন আগ্রহীরা। এর জন্য আবেদনমূল্য হিসাবে ২,০০০ টাকা ধার্য করা হয়েছে। আবেদনের প্রক্রিয়া সম্পূর্ণ হবার পড়ে ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থীদের যোগ্যতা যাচাই করে কাজে নিযুক্ত করা হবে।
বাংলা খবর/ খবর/শিক্ষা/
Job: বিশ্বভারতীতে অধ‍্যাপক নিয়োগ! বেতন লক্ষাধিক, কোন কোন বিষয়ে রয়েছে শূন‍্যপদ? আবেদনের বিস্তারিত তথ‍্য জেনে নিন
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement