Hospital OPD: আইআইটি হাসপাতালে প্রথম সফল অস্ত্রোপচার, শীঘ্রই ইনডোর পরিষেবা চালু

Last Updated:

Hospital OPD: দ্রুত চালু হবে আইআইটি খড়্গপুরের শ্যামাপ্রসাদ মুখার্জী সুপার স্পেশালিটি হাসপাতালের ইনডোর পরিষেবা, পরীক্ষামূলক অস্ত্রোপচারে সফলতা চিকিৎসকের।

অস্ত্রোপচারে সাফল্য
অস্ত্রোপচারে সাফল্য
খড়গপুর, পশ্চিম মেদিনীপুর, রঞ্জন চন্দ: পুজোর মুখে সুখবর। আগামী কয়েক দিনের মধ্যেই চালু হতে পারে আইআইটি খড়্গপুরের শ্যামাপ্রসাদ মুখার্জি সুপার স্পেশালিটি হাসপাতালের ইনডোর পরিষেবা। পুজোর ঠিক মুখেই জটিল এক অস্ত্রপ্রচারে সাফল্য মিলেছে। জটিল অস্ত্রোপচারের পর একই দিনে ছুটি দেওয়া হয়েছে রোগীকে। আইআইটি খড়্গপুরের শ্যামাপ্রসাদ মুখার্জী সুপার স্পেশালিটি হাসপাতালে সম্পন্ন হয়েছে প্রথম সফল অস্ত্রোপচার। রবিবার ষষ্ঠীর দিনে এই সুখবর দেওয়া হয়েছে আইআইটি খড়্গপুর কর্তৃপক্ষের তরফেই।
জানা গিয়েছে, শুক্রবার হাসপাতালের বর্ষীয়ান চিকিৎসক আর কে বেহেরার নেতৃত্বে এক ব্যক্তির আঙুলে অস্ত্রোপচার করা হয়। পেরেকের মতো একটি ধারালো জিনিস তাঁর আঙুলে বিঁধে যাওয়ায় বিপত্তি তৈরি হয়েছিল। এরপরই ওই ক্ষতস্থানের চিকিৎসার জন্য অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেওয়া হয়। আউটডোরে চিকিৎসা করাতে আসা ওই ব্যক্তির হাতের অস্ত্রোপচার করা হয় জরুরি ভিত্তিতে। আর প্রথম এই অস্ত্রোপচারে মিলেছে সফলতা।
advertisement
আরও পড়ুনঃ ভারত পাকিস্তান এশিয়া কাপ ফাইনাল ঘিরে হাওড়ার পুজো মণ্ডপে যা ঘটল! দেখুন…
আইআইটি সূত্রে জানা গিয়েছে, শুক্রবার এক ব্যক্তি আঙুলে ক্ষত নিয়ে আউটডোরে চিকিৎসা করাতে আসে। আউটডোরে পৌঁছলে চিকিৎসকরা জরুরি ভিত্তিতে তাঁর অস্ত্রোপচার করার সিদ্ধান্ত নেন। রোগীর পরিবারের সঙ্গে যোগাযোগ করে দ্রুত সেই অস্ত্রোপচার করেন বর্ষীয়ান এই চিকিৎসক এবং তা সফল ভাবে বার করা হয়।এর পরে বেশ কিছুক্ষণ ওই ব্যক্তিকে কড়া পর্যবেক্ষণে রাখা হয়। পরে তিনি সুস্থ বোধ করলে ফের তাঁর ফের চেকআপ করা হয়। তার পরে তাঁকে বাড়ি ফেরত পাঠান হয়।
advertisement
advertisement
আরও পড়ুনঃ ধেয়ে আসছে ভয়ঙ্কর বৃষ্টি…! কবে থেকে কলকাতা-সহ ভাসবে বাংলা? জরুরি ব্যবস্থা গ্রহণের নির্দেশ মমতার
আইআইটি-র তরফে জানান হয়, ২০২২ সাল থেকে পথচলা শুরু করলেও এই হাসপাতালে শুধুমাত্র আউটডোর পরিষেবাই চালু ছিল। নবনিযুক্ত ডিরেক্টর অধ্যাপক সুমন চক্রবর্তী গত ২৩ জুন দায়িত্ব নেওয়ার পরই জানিয়েছিলেন, এই হাসপাতালে ইনডোর পরিষেবা চালু করার জন্য উদ্যোগী হবেন তিনি। পাশাপাশি শ্যামাপ্রসাদ মুখার্জী ইন্সটিটিউট অফ মেডিক্যাল সায়েন্স অ্যান্ড রিসার্চ (মেডিক্যাল কলেজ)-এ মেডিক্যালের পঠনপাঠন চালু করতেও উদ্যোগী হবেন। সেই পরিকল্পনায় আরও একধাপ এগিয়েছে আইআইটি খড়্গপুর।
advertisement
আইআইটি খড়্গপুরের ডিরেক্টর অধ্যাপক সুমন চক্রবর্তী জানিয়েছেন, বেশ অচলাবস্থা কাটার পর, শুরু হয়েছে আউটডোর পরিষেবা। শীঘ্রই ৫০ আসনের মেডিক্যাল কলেজ এবং ২২০ শয্যার ইন্ডোর পরিষেবা চালু করা হবে। আইআইটি সূত্রে খবর, পুজোর পর ইনডোর পরিষেবা চালু করা সম্ভব বলেও আশাবাদী আইআইটি কর্তৃপক্ষ। তবে ওয়াকিবহালমহল মনে করছে, এই অস্ত্রোপচারের মধ্য দিয়ে সার্জারি পরিষেবাও পরীক্ষামূলক ভাবে সেখানে চালু হল। আগামীতে বিশ্বমানের চিকিৎসা পরিষেবা এবং পড়াশোনা ও চিকিৎসা বিজ্ঞান নিয়ে গবেষণার এক গুরুত্বপূর্ণ জায়গা হয়ে উঠবে আইআইটি খড়্গপুরের শ্যামাপ্রসাদ মুখার্জী সুপার স্পেশালিটি হাসপাতাল।
বাংলা খবর/ খবর/শিক্ষা/
Hospital OPD: আইআইটি হাসপাতালে প্রথম সফল অস্ত্রোপচার, শীঘ্রই ইনডোর পরিষেবা চালু
Next Article
advertisement
Durga Puja Weather Update: নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়
নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কতটা হতে পারে
  • নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন !

  • তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস?

  • বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়

VIEW MORE
advertisement
advertisement