এদিন ফল প্রকাশের সময়ই পরের বছরের একাদশ বার্ষিক ও পরের বছরের উচ্চ মাধ্যমিকের দিন ঘোষণা করেন উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য। ২০২৩ সালের একাদশ বার্ষিক ও উচ্চ মাধ্যমিকের পরীক্ষা হবে ১৪ মার্চ, শেষ হবে ২৭ মার্চ। বিস্তারিত সূচি সংসদের ওয়েবসাইটে পাওয়া যাবে। পূর্ণাঙ্গ সিলেবাসের উপরেই পরীক্ষা হবে। ২০২৩ সালে অন্য স্কুলে গিয়েই পরীক্ষা হবে। এ বছরের মতো হোম সেন্টারে পরীক্ষা আর হবে না।
advertisement
আরও পড়ুন: উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশিত, পাশের হার ৮৮.৪৪ শতাংশ
সংসদের ইতিহাসে এই প্রথম নিজেদের স্কুলে পরীক্ষা দিয়েছেন নিজেদের চেনা পরিবেশে। এ বছরে কোথাও টোকাটুকি, মোবাইল নিয়ে পরীক্ষাকেন্দ্রে ঢোকা বা প্রশ্নপত্র নিয়ে কোনও অভিযোগ জমা পড়েনি। মাত্র ৪৪ দিনের মাথায় এভাবে পরীক্ষার ফলপ্রকাশ সংসদের ইতিহাসে রেকর্ড। ৫৬টি বিষয়ে পরীক্ষা হয়েছে। জানিয়েছেন, উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য।
আরও পড়ুন: রেকর্ড দিনে এবারের উচ্চ মাধ্যমিকের ফলপ্রকাশ, রেকর্ড মেধাতালিকাতেও
এ বছর প্রথম হোম সেন্টারে পরীক্ষা নেওয়া হয় ছাত্র-ছাত্রীদের। মূলত করোনা পরিস্থিতির কথা মাথায় রেখেই হোম সেন্টারে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। রাজ্যের মোট সাড়ে ছয় হাজারের বেশি স্কুলে এ বছর উচ্চ মাধ্যমিক পরীক্ষা নেওয়া হয়। যদিও আগামী বছর থেকে পুরনো নিয়মেই ফেরার পরিকল্পনা নিয়েছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ।