West Bengal HS Results 2022: উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশিত, পাশের হার ৮৮.৪৪ শতাংশ
- Published by:Raima Chakraborty
- news18 bangla
Last Updated:
৬০ শতাংশের বেশি নম্বর পেয়েছেন ৭৮.১৬ শতাংশ। (West Bengal HS Results 2022)
#কলকাতা: প্রকাশিত হল ২০২২ সালের উচ্চ মাধ্যমিকের ফল। এবারের মোট পরীক্ষার্থী ৭ লক্ষ ৪৪ লক্ষ ৬৫৫ জন। মোট পরীক্ষা দিয়েছেন ৭ লক্ষ ২০ হাজার ৮৬২ জন। ৯৬.৮ শতাংশ পরীক্ষায় বসেছেন। মোট পাশ করেছেন ৬ লক্ষ ৩৬ হাজার ৮৭৫ জন। পাশের হার ৮৮.৪৪ শতাংশ। ৯০.১৯ শতাংশ ছেলে, ৮৬.৯৮ মেয়েদের পাশের হার এ বছর। ৬০ শতাংশের বেশি নম্বর পেয়েছেন ৭৮.১৬ শতাংশ। (West Bengal HS Results 2022)
২০২৩ সালের একাদশ বার্ষিক ও উচ্চ মাধ্যমিকের পরীক্ষা হবে ১৪ মার্চ, শেষ হবে ২৭ মার্চ। বিস্তারিত সূচি সংসদের ওয়েবসাইটে পাওয়া যাবে। পূর্ণাঙ্গ সিলেবাসের উপরেই পরীক্ষা হবে। ২০২৩ সালে অন্য স্কুলে গিয়েই পরীক্ষা হবে। এবারে ছাত্রীদের সংখ্যা ৬৫ হাজার ৪৮৬ জন বেশি। ছাত্রদের সংখ্যার চেয়ে অনেকটাই বেশি। ২০ জুন থেকে ৫ জুলাই মধ্যরাত পর্যন্ত অনলাইনে স্ক্রুটিনির আবেদন করা যাবে।
advertisement
advertisement
সংসদের ইতিহাসে এই প্রথম নিজেদের স্কুলে পরীক্ষা দিয়েছেন নিজেদের চেনা পরিবেশে। এ বছরে কোথাও টোকাটুকি, মোবাইল নিয়ে পরীক্ষাকেন্দ্রে ঢোকা বা প্রশ্নপত্র নিয়ে কোনও অভিযোগ জমা পড়েনি। মাত্র ৪৪ দিনের মাথায় এভাবে পরীক্ষার ফলপ্রকাশ সংসদের ইতিহাসে রেকর্ড। ৫৬টি বিষয়ে পরীক্ষা হয়েছে। জানিয়েছেন, উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য। এ বছর প্রথম হোম সেন্টারে পরীক্ষা নেওয়া হয় ছাত্র-ছাত্রীদের। মূলত করোনা পরিস্থিতির কথা মাথায় রেখেই হোম সেন্টারে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। রাজ্যের মোট সাড়ে ছয় হাজারের বেশি স্কুলে এ বছর উচ্চ মাধ্যমিক পরীক্ষা নেওয়া হয়। যদিও আগামী বছর থেকে পুরনো নিয়মেই ফেরার পরিকল্পনা নিয়েছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ।
advertisement
আরও পড়ুন: রেকর্ড দিনে এবারের উচ্চ মাধ্যমিকের ফলপ্রকাশ
এ বছর ২ এপ্রিল শুরু হয়েছিল উচ্চ মাধ্যমিক পরীক্ষা। শেষ হয়েছিল ২৭ এপ্রিল। পরীক্ষা শেষ হওয়ার ৪৪ দিনের মাথায় এ বার প্রকাশিত হল ফলাফল। এবারে প্রথম দশে রয়েছেন মোট ২৭২ জন। বেলা বারোটায় ফলাফল জানতে চোখ রাখুন নিউজ ১৮ বাংলা ডিজিটালের ওয়েবসাইটে।
Location :
First Published :
June 10, 2022 11:20 AM IST
বাংলা খবর/ খবর/চাকরি ও শিক্ষা/
West Bengal HS Results 2022: উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশিত, পাশের হার ৮৮.৪৪ শতাংশ