এর আগে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় উপাচার্যদের নিয়ে বৈঠক করেছিলেন রাজ্যপাল। সেই সময় অবশ্য উপাচার্যদের একাংশের তরফে অভিযোগ উঠেছিল রাজ্যের পক্ষ থেকে বৈঠকে যোগ না দিতে বলা হচ্ছে। বর্তমানে রাজ্যের একাধিক বিশ্ববিদ্যালয়ে অন্তর্বর্তীকালীন উপাচার্য হিসেবে অবসরপ্রাপ্ত বিচারপতি থেকে শুরু করে অবসরপ্রাপ্ত আইপিএস নিয়োগ করেছেন রাজ্যপাল। যা নিয়ে রাজ্যের সঙ্গে সংঘাত চরমে।
আরও পড়ুন– লোকসভা নির্বাচনে মহিলা ভোট ধরে রাখার চ্যালেঞ্জ শাসক দলের
advertisement
রাজ্যের পক্ষ থেকে একাধিকবার অভিযোগ তোলা হয়েছে যে রাজ্যকে না জানিয়ে উপাচার্য নিয়োগ করছেন রাজ্যপাল। সূত্রের খবর, সোমবারের বৈঠকে রাজ্য সরকারের তরফে চার বছরের স্নাতকের যে পাঠক্রম কার্যকর করার কথা বলা হয়েছে তা নিয়ে আলোচনা করতে পারেন রাজ্যপাল।পাশাপাশি স্নাতকের ছাত্র ভর্তি প্রসঙ্গ নিয়েও বৈঠকে আলোচনা হতে পারে। বিভিন্ন বিশ্ববিদ্যালয় গবেষণা নিয়েও আলোচনা করতে পারেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। এখনও পর্যন্ত যে বিশ্ববিদ্যালয়গুলিতে অন্তর্বর্তীকালীন উপাচার্য নিয়োগ হয়েছেন, তাদের সবাইকে এই বৈঠকে যোগ দেওয়ার কথা বলা হচ্ছে রাজভবনের তরফে বলে সূত্রের খবর। তবে এই বৈঠকের বিষয় রাজ্যের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
আরও পড়ুন-রাশিফল ৩১ জুলাই; দেখে নিন কেমন যাবে আজকের দিন
সম্প্রতি উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় রাজ্যের সব বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের নিয়ে বৈঠক করেছিলেন রাজ্যপাল। এই বৈঠকে যোগ দিতে গিয়ে তৃণমূল ছাত্র পরিষদের বিক্ষোভের সম্মুখীন হতে হয়েছিল রাজ্যপালকে। তবে মঙ্গলবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠকের পর রাজ্যপালের উপাচার্যদের নিয়ে বৈঠক ডাকা যথেষ্ট গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।এখনও পর্যন্ত রাজ্যের একাধিক বিশ্ববিদ্যালয় উপাচার্যহীন। এদিনের বৈঠকে বাকি বিশ্ববিদ্যালয়গুলোর উপাচার্য নিয়োগ নিয়ে কোনও সিদ্ধান্ত নেওয়া হয় কী না, সেটাই এখন দেখার।
সোমরাজ বন্দ্যোপাধ্যায়