TRENDING:

West Bengal Governor: বড় কোনও সিদ্ধান্তের পথে রাজ্যপাল? আজ ফের উপাচার্যদের নিয়ে বৈঠকে সি ভি আনন্দ বোস

Last Updated:

আজ সকাল ১০.৩০টা থেকে মৌলানা আবুল কালাম আজাদ প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে বৈঠক করবেন রাজ্যপাল। একাধিক বিষয় নিয়েই আলোচনা হবে বলে মনে করা হচ্ছে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: গত সপ্তাহের মঙ্গলবারই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং রাজ্যপাল সিভি আনন্দ বোসের মধ্যে দীর্ঘ এক ঘণ্টা বৈঠক হয়। তার ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই উপাচার্যদের নিয়ে বৈঠক ডাকার সিদ্ধান্ত নিয়েছিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। আজ অর্থাৎ সোমবার উপাচার্যদের নিয়ে মৌলানা আবুল কালাম আজাদ প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বৈঠক করতে চলেছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস বলেই রাজভবন সূত্রে খবর।
বড় কোনও সিদ্ধান্তের পথে রাজ্যপাল? আজ ফের উপাচার্যদের নিয়ে বৈঠকে রাজ্যপাল
বড় কোনও সিদ্ধান্তের পথে রাজ্যপাল? আজ ফের উপাচার্যদের নিয়ে বৈঠকে রাজ্যপাল
advertisement

এর আগে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় উপাচার্যদের নিয়ে বৈঠক করেছিলেন রাজ্যপাল। সেই সময় অবশ্য উপাচার্যদের একাংশের তরফে অভিযোগ উঠেছিল রাজ্যের পক্ষ থেকে বৈঠকে যোগ না দিতে বলা হচ্ছে। বর্তমানে রাজ্যের একাধিক বিশ্ববিদ্যালয়ে অন্তর্বর্তীকালীন উপাচার্য হিসেবে অবসরপ্রাপ্ত বিচারপতি থেকে শুরু করে অবসরপ্রাপ্ত আইপিএস নিয়োগ করেছেন রাজ্যপাল। যা নিয়ে রাজ্যের সঙ্গে সংঘাত চরমে।

আরও পড়ুন– লোকসভা নির্বাচনে মহিলা ভোট ধরে রাখার চ্যালেঞ্জ শাসক দলের

advertisement

রাজ্যের পক্ষ থেকে একাধিকবার অভিযোগ তোলা হয়েছে যে রাজ্যকে না জানিয়ে উপাচার্য নিয়োগ করছেন রাজ্যপাল। সূত্রের খবর, সোমবারের বৈঠকে রাজ্য সরকারের তরফে চার বছরের স্নাতকের যে পাঠক্রম কার্যকর করার কথা বলা হয়েছে তা নিয়ে আলোচনা করতে পারেন রাজ্যপাল।পাশাপাশি স্নাতকের ছাত্র ভর্তি প্রসঙ্গ নিয়েও বৈঠকে আলোচনা হতে পারে। বিভিন্ন বিশ্ববিদ্যালয় গবেষণা নিয়েও আলোচনা করতে পারেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। এখনও পর্যন্ত যে বিশ্ববিদ্যালয়গুলিতে অন্তর্বর্তীকালীন উপাচার্য নিয়োগ হয়েছেন, তাদের সবাইকে এই বৈঠকে যোগ দেওয়ার কথা বলা হচ্ছে রাজভবনের তরফে বলে সূত্রের খবর। তবে এই বৈঠকের বিষয় রাজ্যের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

advertisement

আরও পড়ুন-রাশিফল ৩১ জুলাই; দেখে নিন কেমন যাবে আজকের দিন

সম্প্রতি উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় রাজ্যের সব বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের নিয়ে বৈঠক করেছিলেন রাজ্যপাল। এই বৈঠকে যোগ দিতে গিয়ে তৃণমূল ছাত্র পরিষদের বিক্ষোভের সম্মুখীন হতে হয়েছিল রাজ্যপালকে। তবে মঙ্গলবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠকের পর রাজ্যপালের উপাচার্যদের নিয়ে বৈঠক ডাকা যথেষ্ট গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।এখনও পর্যন্ত রাজ্যের একাধিক বিশ্ববিদ্যালয় উপাচার্যহীন। এদিনের বৈঠকে বাকি বিশ্ববিদ্যালয়গুলোর উপাচার্য নিয়োগ নিয়ে কোনও সিদ্ধান্ত নেওয়া হয় কী না, সেটাই এখন দেখার।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
​'শুভ বিজয়া' সন্দেশ স্পেশালে মন মজেছে জনতার! বর্ধমানের মিষ্টির দোকানে ভিড়
আরও দেখুন

সোমরাজ বন্দ্যোপাধ্যায়

বাংলা খবর/ খবর/শিক্ষা/
West Bengal Governor: বড় কোনও সিদ্ধান্তের পথে রাজ্যপাল? আজ ফের উপাচার্যদের নিয়ে বৈঠকে সি ভি আনন্দ বোস
Open in App
হোম
খবর
ফটো
লোকাল