অভিযোগ, সরকারি উদাসীনতায় শিল্পাঞ্চল থেকে নিশ্চিহ্ন হয়ে গেছে একের পর এক টোল। আর যেগুলো টিকে রয়েছে, সেগুলোর অবস্থা বড় করুণ। ভাটপাড়ার রেল রাস্তায় একটি শতাব্দী প্রাচীন টোলের ধ্বংসাবশেষ পড়ে রয়েছে। তাছাড়া শ্যামনগর রাহুতার উত্তর প্রান্তিক সংস্কৃত শিক্ষা প্রচার সমস্থান নামক ২৪ বছরের প্রাচীন টোলটি-ও ধুঁকছে।
আরও পড়ুন: একেই বলে ভালবাসা…! স্ত্রীর সুস্থতা কামনা, দন্ডি কেটে কাটোয়া থেকে কেদারনাথের পথে স্বামী
advertisement
টোলের কর্ণধার সোমনাথ চট্টোপাধ্যায় শাস্ত্রী জানান, একটা সময় উত্তর ২৪ পরগনার ভাটপাড়ায় ২০ থেকে ২৫ টি টোল ছিল। আজ সমস্ত টোল নিশ্চিহ্ন হয়ে গেছে। বরানগরে এবং ব্যারাকপুরে থাকা দুটি টোল কোনওরকমে টিকে রয়েছে। তাদের উত্তর প্রান্তিক টোল আবার ধুঁকছে। তবে টোলগুলোর পুনরুজ্জীবনে সম্প্রতি রাজ্য সরকারি উদ্যোগ নিয়েছে।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
বঙ্গীয় সংস্কৃত শিক্ষা পরিষদের অধীনস্থ কিছু টোলের স্বীকৃতি এখনও রয়েছে। সেই টোলগুলোকে সংস্কৃত বিশ্ববিদ্যালয়ের অধীনে নেওয়ার প্রক্রিয়া শুরু করেছে রাজ্য সরকার। দু’তিনটে কিংবা তিন-চারটে টোলকে একত্রীকরণ করার উদ্যোগ নেওয়া হয়েছে। এটা বাস্তবায়িত হলে আশা করা যাচ্ছে, টোল শিক্ষাকেন্দ্রগুলো ফের চাঙ্গা হয়ে উঠবে।
শুভজিৎ সরকার