একেই বলে ভালবাসা...! স্ত্রীর সুস্থতা কামনা, দন্ডি কেটে কাটোয়া থেকে কেদারনাথের পথে স্বামী
- Published by:Madhab Das
- hyperlocal
- Reported by:Bonoarilal Chowdhury
Last Updated:
স্ত্রীর সুস্থতার কামনায় কাটোয়া শহর থেকে দন্ডি কাটতে কাটতে কেদারনাথের উদ্দেশ্যে রওনা দিলেন যুবক, দেখে অবাক সাধারণ মানুষেরা।
কাটোয়া: স্ত্রীর সুস্থতার কামনায় কাটোয়া শহর থেকে দন্ডি কাটতে কাটতে কেদারনাথের উদ্দেশ্যে রওনা দিলেন মঙ্গলকোটের বিক্রম মাঝি। শুক্রবার দুপুরে ভাগীরথী নদীতে স্নান সেরে যাত্রা শুরু করেন তিনি। রাস্তার দু’ধারে দাঁড়িয়ে থাকা মানুষ বিস্ময়ে তাকিয়ে থাকেন এই দৃশ্য দেখে। বিক্রমের বাড়ি পূর্ব বর্ধমানের মঙ্গলকোট ব্লকের মল্লিকপুর গ্রামে। তিনি পেশায় রাজমিস্ত্রী। বিক্রমের স্ত্রী মুনমুন দেবীর হার্টের দুটি ভালভে সমস্যা ছিল। বিয়ের এক বছর পরেই ধরা পড়েছিল রোগ। তারপর চিকিৎসার জন্য স্ত্রীকে নিয়ে ব্যাঙ্গালুরু যান বিক্রম। ইতিমধ্যেই চিকিৎসায় প্রায় সাত লক্ষ টাকা খরচ করেছেন, তবে বর্তমানে অনেকটাই সুস্থ আছেন তাঁর স্ত্রী।
এই অবস্থায় স্ত্রী মুনমুনের সুস্থতা কামনা করে ঈশ্বরের আশীর্বাদ পেতে এক অভিনব যাত্রায় বের হয়েছেন বিক্রম। পণ করেছেন, কাটোয়া থেকে কেদারনাথ অবধি গোটা রাস্তা দন্ডি কেটে যাবেন। রাস্তার ধারে কেউ তাকে জল দিচ্ছেন, কেউ উৎসাহ দিচ্ছেন। কিন্তু বিক্রমের একটাই লক্ষ্য সেটা হল স্ত্রীর সুস্থতা কামনা করা। বিক্রম এই বিষয়ে জানিয়েছেন, “বাবার কৃপায় আমার স্ত্রী সুস্থ হয়েছে। আমার নিজের থেকেও দামি জিনিস আমি ফিরে পেয়েছি। তাই আমি কেদারনাথ যাব এবং আমার স্ত্রীর জন্য সুস্থতা কামনা করব।”
advertisement
আরও পড়ুন: মাঠের মাঝে বিশালাকার ওটা কী…! কাছে যেতেই ‘থ’ বাসিন্দারা, দোষীদের ছাড়া হবে না, জানিয়ে দিল বন দফতর
advertisement
শুক্রবার ভাগীরথীর দেবরাজ ঘাটে স্নান করে যাত্রা শুরু করেন বিক্রম। পূর্ব বর্ধমানের কাটোয়া-বর্ধমান রোড ধরে তিনি সোমবার পৌঁছবেন গুসকরা, সেখানে একটি মন্দিরে জল ঢেলে তারপর সেখান থেকে সোজা কেদারনাথের পথে। বিক্রমের সঙ্গে রয়েছেন তাঁর ভাগ্নে এবং তিন বন্ধু। বিক্রমের এই দৃষ্টান্ত শুধু ভালবাসার নয়, অদম্য মানসিক শক্তিরও প্রতীক। কঠিন পরিশ্রম, বিশ্বাস আর একনিষ্ঠতাকে সঙ্গী করে স্ত্রীর সুস্থতা কামনার এই যাত্রা অনেককে অনুপ্রাণিত করছে।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
দুঃসময়ে একজন স্বামী ঠিক কীভাবে স্ত্রীর পাশে দাঁড়াতে পারেন, বিক্রম মাঝির কাহিনী তারই এক জীবন্ত উদাহরণ। সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই ভাইরাল হয়েছে তাঁর যাত্রার ছবি ও ভিডিও। বহু মানুষ তাঁর যাত্রা সফল হোক, এই প্রার্থনাই করছেন।
advertisement
বনোয়ারীলাল চৌধুরী
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
August 02, 2025 5:37 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
একেই বলে ভালবাসা...! স্ত্রীর সুস্থতা কামনা, দন্ডি কেটে কাটোয়া থেকে কেদারনাথের পথে স্বামী