এই নিয়োগটি চুক্তিভিত্তিক, মেয়াদ প্রাথমিকভাবে এক বছর। তবে পরে প্রয়োজন অনুযায়ী সেই মেয়াদ বাড়ানও হতে পারে। কারা আবেদন করতে পারবেন? এই পদে আবেদন করতে পারবেন শুধুমাত্র অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীরা (গ্রুপ বি বা গ্রুপ সি) অথবা শিক্ষকরা। তবে তাঁদের বয়স ৬৫ বছরের মধ্যে হতে হবে। অগ্রাধিকার দেওয়া হবে ৬২ বছরের নিচের প্রার্থীদের। স্কুল ব্যবস্থাপনা বা তদারকির কাজে অভিজ্ঞদের ক্ষেত্রেও বিশেষ গুরুত্ব দেওয়া হবে।
advertisement
আরও পড়ুন: পারিশ্রমিক মাসিক ৪০,০০০ টাকা, সেন্ট জেভিয়ার্স বিশ্ববিদ্যালয়ে হবে নিয়োগ! কারা আবেদন করতে পারবেন?
পদের বিবরণ: পদের নাম ব্লক লেভেল সুপারভাইজার, পদসংখ্যা: ১ (একটি), বেতন: মাসে ১০,০০০ টাকা (চুক্তিভিত্তিক পারিশ্রমিক),কাজের মেয়াদ: এক বছর (প্রয়োজনে বাড়ানো যেতে পারে)।কখন ও কোথায় সাক্ষাৎকার? প্রার্থীদের ওয়াক-ইন ইন্টারভিউ দিতে হবে।তারিখ: ২০ নভেম্বর, ২০২৫,সময়: দুপুর ১টা ৩০ মিনিট থেকে, স্থান: ব্লক ডেভেলপমেন্ট অফিসারের দফতর, মেমারি-১ নম্বর ব্লক, পূর্ব বর্ধমান। সঙ্গে কী কী নথি নিতে হবে?
সাক্ষাৎকারের দিন প্রার্থীকে নিজের হাতে লেখা আবেদনপত্র-সহ নিম্নলিখিত নথির স্ব-স্বাক্ষরিত কপি জমা দিতে হবে এবং মূল নথিগুলি সঙ্গে রাখতে হবে যাচাইয়ের জন্য। প্রয়োজনীয় নথি: বায়ো-ডাটা, মাধ্যমিক পরীক্ষার অ্যাডমিট কার্ড (জন্মতারিখের প্রমাণ হিসেবে), পেনশন নথি (PPO), শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র, ঠিকানার প্রমাণ (ভোটার কার্ড বা আধার কার্ড), সাম্প্রতিক রঙিন পাসপোর্ট সাইজের ছবি।
আরও পড়ুন: CAT দেবেন? কত নম্বর পেলে IIM-এ চান্স পাবেন? কাট-অফ মার্কস জানাল NIRF
অন্যান্য তথ্য: এই সাক্ষাৎকারে উপস্থিত হওয়ার জন্য কোনও টিএ/ডিএ (ভ্রমণ ভাতা) দেওয়া হবে না। নির্বাচনের সমস্ত দায়িত্ব থাকবে ব্লক লেভেল সিলেকশন কমিটি-র হাতে, এবং তাদের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে। নির্দিষ্ট বিষয়ে বিস্তারিত জানার জন্য পূর্ব বর্ধমান জেলার প্রশাসনিক ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তিটি দেখে নেওয়া প্রয়োজন।






