CAT MBA NIRF Top B Schools: CAT দেবেন? কত নম্বর পেলে IIM-এ চান্স পাবেন? কাট-অফ মার্কস জানাল NIRF

Last Updated:

CAT MBA NIRF Top B Schools: এনআইআরএফ তালিকাভুক্ত বিভিন্ন প্রতিষ্ঠানের তরফে সম্প্রতি জানিয়ে দেওয়া হয়েছে চলতি বছর ক্যাট-এ কত নম্বরের পেলে ভর্তি হওয়া যাবে এমবিএ-তে। জেনে নিন...

২০২৫ সালের NIRF তালিকায় দেখা গেছে যে, ভারতের প্রকৌশল শিক্ষায় IIT-গুলির আধিপত্য অব্যাহত রয়েছে, NIT ত্রিচি তাদের মধ্যে তার স্থান ধরে রেখেছে। এই প্রতিষ্ঠানগুলি ভবিষ্যতের প্রকৌশলী গঠন, গবেষণা পরিচালনা এবং বিজ্ঞান ও প্রযুক্তিতে ভারতের বিশ্বব্যাপী অবস্থানকে শক্তিশালী করার ক্ষেত্রে কেন্দ্রীয় ভূমিকা পালন করে।
২০২৫ সালের NIRF তালিকায় দেখা গেছে যে, ভারতের প্রকৌশল শিক্ষায় IIT-গুলির আধিপত্য অব্যাহত রয়েছে, NIT ত্রিচি তাদের মধ্যে তার স্থান ধরে রেখেছে। এই প্রতিষ্ঠানগুলি ভবিষ্যতের প্রকৌশলী গঠন, গবেষণা পরিচালনা এবং বিজ্ঞান ও প্রযুক্তিতে ভারতের বিশ্বব্যাপী অবস্থানকে শক্তিশালী করার ক্ষেত্রে কেন্দ্রীয় ভূমিকা পালন করে।
কলকাতা: সামনেই ক্যাট অর্থাৎ কমন অ্যাডমিশন টেস্ট। দেশের বিভিন্ন ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট (আইআইএম) ছাড়াও প্রথম সারির বিজনেস শিক্ষা প্রতিষ্ঠানে এমবিএ-তে ভর্তির যোগ্যতা যাচাই করা হয় এই পরীক্ষার মাধ্যমে। এনআইআরএফ তালিকাভুক্ত বিভিন্ন প্রতিষ্ঠানের তরফে সম্প্রতি জানিয়ে দেওয়া হয়েছে চলতি বছর ক্যাট-এ কত নম্বরের পেলে ভর্তি হওয়া যাবে এমবিএ-তে।
চলতি বছর সেপ্টেম্বরের শুরুতেই প্রকাশ করা হয় কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের ন্যাশনাল ইনস্টিটিউশনাল র‍্যাঙ্কিং ফ্রেমওয়ার্ক (এনআইআরএফ)-এর তালিকা। তালিকায় ম্যানেজমেন্ট প্রতিষ্ঠানগুলির মধ্যে আইআইএম আহমেদাবাদ, আইআইএম বেঙ্গালুরু, আইআইএম কোজিকোড়, আইআইটি দিল্লি, আইআইএম লখনউ, আইআইএম মুম্বই, আইআইএম কলকাতা, আইআইএম ইনদওর, ম্যানেজমেন্ট ডেভেলপমেন্ট ইনস্টিটিউট, এক্সএলআরআই-জেভিয়ার স্কুল অফ ম্যানেজমেন্ট-এর মতো প্রতিষ্ঠান প্রথম দশে স্থান দখল করেছে।
advertisement
আরও পড়ুন: একাদশ-দ্বাদশে শিক্ষক নিয়োগের চূড়ান্ত উত্তরপত্র প্রকাশ শুক্রবার, রেজাল্টের পরই ডাক পড়বে ইন্টারভিউয়ের
২০২৬-২৭ শিক্ষাবর্ষে এমবিএ কোর্সে ভর্তির জন্য আইআইএম আমদাবাদ নির্ধারিত কাট অফ নম্বর পার্সেন্টাইল। আইআইএম বেঙ্গালুরু এবং আইআইএম কোজিকোড়-এ ভর্তি হতে গেলে প্রয়োজন ন্যূনতম ৮৫ পার্সেন্টাইল। আইআইএম কলকাতার জন্য ৮৫ পার্সেন্টাইল। অন্য দিকে, আইআইএম লখনউয়ের কাট অফ ৯০ পার্সেন্টাইল।
advertisement
advertisement
আরও পড়ুন: পারিশ্রমিক মাসিক ৪০,০০০ টাকা, সেন্ট জেভিয়ার্স বিশ্ববিদ্যালয়ে হবে নিয়োগ! কারা আবেদন করতে পারবেন?
উল্লেখ্য, চলতি বছরের ক্যাট হবে ৩০ নভেম্বর। অ্যাডমিট কার্ড প্রকাশ করা হবে ১২ নভেম্বর থেকে ৩০ নভেম্বরের মধ্যে। পরীক্ষা আয়োজনের দায়িত্বে থাকবে আইআইএম কোজিকোড়।
view comments
বাংলা খবর/ খবর/শিক্ষা/
CAT MBA NIRF Top B Schools: CAT দেবেন? কত নম্বর পেলে IIM-এ চান্স পাবেন? কাট-অফ মার্কস জানাল NIRF
Next Article
advertisement
West Bengal Weather Update: বৃষ্টির পূর্বাভাস নেই রাজ্যে, তাপমাত্রা নেমেছে স্বাভাবিকে, শীতের আমেজ মিলবে কবে থেকে দেখে নিন
বৃষ্টির পূর্বাভাস নেই রাজ্যে, তাপমাত্রা নেমেছে স্বাভাবিকে, শীতের আমেজ মিলবে কবে দেখে নিন
  • বৃষ্টির পূর্বাভাস নেই রাজ্যে

  • তাপমাত্রা নেমেছে স্বাভাবিকে

  • শীতের আমেজ মিলবে কবে দেখে নিন

VIEW MORE
advertisement
advertisement