TRENDING:

Jobs: দুই দফতরে হাজার হাজার কর্মী নিয়োগ, বড় সিদ্ধান্ত নিল রাজ্য মন্ত্রিসভা

Last Updated:

পরিবহণমন্ত্রী ফিরহাদ হাকিম জানিয়েছেন, রাজ্যের সীমান্ত লাগোয়া এলাকাগুলিতে যে ট্রাক টার্মিনালগুলিও রয়েছে, সেগুিলও অধিগ্রহণ করে নিচ্ছে রাজ্য সরকার৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: স্বাস্থ্য এবং পরিবহণ দফতরে বিপুল নিয়োগে অনুমোদন দিল রাজ্য মন্ত্রিসভা৷ এ দিন নবান্নে রাজ্য মন্ত্রিসভার বৈঠকের পর এই ঘোষণা করেন দুই সিনিয়র মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এবং ফিরহাদ হাকিম৷ তবে স্থায়ী পদে নয়, সব নিয়োগই হবে চুক্তিভিত্তিক৷
পঞ্চায়েতে দুর্নীতি রুখতে কড়া নবান্ন৷
পঞ্চায়েতে দুর্নীতি রুখতে কড়া নবান্ন৷
advertisement

রাজ্য মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী, শুধুমাত্র স্বাস্থ্য দফতরেই ১১,৫৫১ জনকে চুক্তির ভিত্তিতে নিয়োগ করা হবে৷ শহরের পাশাপাশি নিয়োগ হবে গ্রামাঞ্চলেও৷ তবে কোন পদে এই নিয়োগ হবে, তা বিস্তারিত জানানো হয়নি৷

স্বাস্থ্য দফতরের পাশাপাশি খাদ্য দফতরেও ৩৪২ জনকে চুক্তির ভিত্তিতে ডেটা এন্ট্রি অপারেটর হিসেবে নিয়োগ করা হবে৷

আরও পড়ুন: বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের মঞ্চেও লক্ষ্মীর ভান্ডার! উদ্বোধনেই বড় চমক রাজ্যের

advertisement

পরিবহণমন্ত্রী ফিরহাদ হাকিম জানিয়েছেন, রাজ্যের সীমান্ত লাগোয়া এলাকাগুলিতে যে ট্রাক টার্মিনালগুলিও রয়েছে, সেগুিলও অধিগ্রহণ করে নিচ্ছে রাজ্য সরকার৷ সেখানকার কর্মীদেরও চুক্তির ভিত্তিতে পরিবহণ দফতরের আওতায় নিয়ে আসা হবে৷ ফলে তাঁদের বেতনও দেবে রাজ্য সরকার৷

আরও পড়ুন: মমতার আমন্ত্রণ রক্ষা করলেন না মোদি, বাণিজ্য সম্মেলনে আসছেন না প্রধানমন্ত্রী

advertisement

এতদিন এই ট্রাক টার্মিনালগুলি স্থানীয় পঞ্চায়েত বা পুরসভার অধীনে ছিল৷ কিন্তু অনেকদিন ধরেই এই ট্রাক টার্মিনালগুলিতে নানা ধরনের অনিয়মের অভিযোগ উঠছিল বলে জানিয়েছেন পরিবহণমন্ত্রী৷

সেরা ভিডিও

আরও দেখুন
'আসছে বছর আবার হবে'! দিঘার সমুদ্রে বিলীন দেবী দুর্গা, ঢেউয়ের গর্জনে মিশল বিদায়ের সুর
আরও দেখুন

পার্থ চট্টোপাধ্যায় অভিযোগ করেন, কেন্দ্রীয় সরকার পর্যাপ্ত সংখ্যায় আইপিএস-আইএএস না পাঠানোয় রাজ্যে নতুন জেলা গঠনের কাজ থমকে রয়েছে৷ এই মর্মে রাজ্যের তরফে ফের কেন্দ্রীয় সরকারকে অনুরোধ করা হয়েছে৷ পাশাপাশি, রাজ্যে আরও বেশি করে ডব্লিউবিসিএস, ডব্লিউবিপিএস পদ তৈরির জন্য বিভিন্ন দফতরের সচিবদের নিয়ে একটি কমিটি গঠন করা হয়েছে৷

advertisement

বাংলা খবর/ খবর/শিক্ষা/
Jobs: দুই দফতরে হাজার হাজার কর্মী নিয়োগ, বড় সিদ্ধান্ত নিল রাজ্য মন্ত্রিসভা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল