Lakshmir Bhandar: বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের মঞ্চেও লক্ষ্মীর ভান্ডার! উদ্বোধনেই বড় চমক রাজ্যের

Last Updated:

ইতিমধ্যেই গোটা দেশের নজর কেড়েছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্প৷ সমাদর কুড়িয়েছে আন্তর্জাতিক মহলেও৷

লক্ষ্মীর ভান্ডারকে এবার তুলে ধরবে রাজ্য৷
লক্ষ্মীর ভান্ডারকে এবার তুলে ধরবে রাজ্য৷
#কলকাতা: বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের মঞ্চেও জায়গা করে নিচ্ছে লক্ষ্মীর ভান্ডার৷ দেশ বিদেশের শিল্পপতিদের সামনে মহিলা উপভোক্তাদের হাতে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা তুলে দেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ নবান্ন সূত্রে খবর এমনই৷
ইতিমধ্যেই গোটা দেশের নজর কেড়েছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্প৷ সমাদর কুড়িয়েছে আন্তর্জাতিক মহলেও৷ রাজ্য সরকারের এই প্রকল্পের মূল উদ্দেশ্য নারী ক্ষমতায়ণ৷ এবার বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের মঞ্চে মুখ্যমন্ত্রীর মস্তিষ্কপ্রসূত েসই প্রকল্পকেই শোকেস করতে চাইছে রাজ্য সরকার৷ রাজ্য যে শুধু শিল্পের প্রসারেই উদ্যোগী নয়, বরং মহিলাদের ক্রয় ক্ষমতা বাড়াতে লক্ষ্মীর ভান্ডারের মতো সামাজিক প্রকল্পও চালু করছে, সেই বার্তা তুলেও ধরাও উদ্দেশ্য রাজ্যের৷
advertisement
advertisement
জানা গিয়েছে, উদ্বোধনী অনুষ্ঠানের মঞ্চ থেকেই ভার্চুয়ালি বিভিন্ন জেলার মহিলা উপভোক্তাদের হাতে লক্ষ্মীর ভান্ডারের টাকা তুলে দেবেন মু্্খ্যমন্ত্রী৷ যাঁরা লক্ষ্মীর ভান্ডারের প্রকল্পে নাম নথিভুক্ত করার জন্য নতুন করে আবেদন করেছেন, তাঁদের হাতেই টাকা তুলে দেবেন মুখ্যমন্ত্রী৷
advertisement
নবান্ন সূত্রে খবর, প্রায় ২৩ লক্ষ নতুন আবেদনকারী লক্ষ্মীর ভান্ডারে নাম নথিভুক্ত করেছেন৷ বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের মঞ্চ থেকে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা দেওয়ার বিষয়টি নিয়ে এ দিনই নবান্নে মুখ্যসচিবের সঙ্গে বৈঠক করেন মুখ্যমন্ত্রী৷ সূত্রের খবর, মুখ্যমন্ত্রীর পাশাপাশি বিভিন্ন জেলা থেকেও প্রশাসনের আধিকারিকরা নতুন উপভোক্তাদের হাতে ওই দিন টাকা তুলে দেবেন৷ মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকের পরই বিভিন্ন জেলার প্রশাসনের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করেন নারী ও সমাজ কল্যাণ দপ্তরের সচিব। বিভিন্ন জেলাকে রাজ্যের এই সিদ্ধান্তের কথা জানানো হয় নবান্নের তরফে৷ সেই মতোই প্রস্তুতি নিতে নির্দেশ দিয়েছে নবান্ন৷
advertisement
আগামী ২০ এপ্রিল নিউ টাউনে শুরু হচ্ছে বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন৷ করোনা অতিমারির পর্ব কাটিয়ে রাজ্যে নতুন করে বিনিয়োগ টানতে এই সম্মেলনকে সফল করতে তুলতে মরিয়া রাজ্য সরকার৷
বাংলা খবর/ খবর/কলকাতা/
Lakshmir Bhandar: বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের মঞ্চেও লক্ষ্মীর ভান্ডার! উদ্বোধনেই বড় চমক রাজ্যের
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement