Narendra Modi not to attend BGBS: মমতার আমন্ত্রণ রক্ষা করলেন না মোদি, বাণিজ্য সম্মেলনে আসছেন না প্রধানমন্ত্রী

Last Updated:

আগামী ২০ এপ্রিল থেকে নিউ টাউনে বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন শুরু হওয়ার কথা৷ অনেকদিন আগে থেকেই এই সম্মেলন আয়োজনের প্রস্তুতি নিচ্ছিল রাজ্য সরকার৷

মমতার অনুরোধ রাখলেন না মোদি৷
মমতার অনুরোধ রাখলেন না মোদি৷
সূত্রের খবর, গত সপ্তাহের শেষ দিকেই প্রধানমন্ত্রীর দফতরের পক্ষ থেকে এ বিষয়ে রাজ্য প্রশাসনকে অবহিত করা হয়েছিল৷ বিশেষ কারণ বশত প্রধানমন্ত্রী রাজ্য সরকারের শিল্প সম্মেলনে উপস্থিত থাকতে পারবেন না বলে সেই বার্তায় জানানো হয়েছিল৷ বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের আমন্ত্রণ পত্রে শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এবং মুখ্যমন্ত্রীর অর্থনৈতিক বিষয়ে উপদেষ্টা অমিত মিত্রের নামও রয়েছে৷
advertisement
advertisement
প্রসঙ্গত, আগামী ২০ এপ্রিল থেকে নিউ টাউনে বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন শুরু হওয়ার কথা৷ অনেকদিন আগে থেকেই এই সম্মেলন আয়োজনের প্রস্তুতি নিচ্ছিল রাজ্য সরকার৷ সেই মতো কয়েকমাস আগেই দিল্লিতে গিয়ে প্রধানমন্ত্রীকে এই সম্মেলনে হাজির থাকার জন্য অনুরোধ করেছিলেন মুখ্যমন্ত্রী৷ নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎ করার পর মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন, প্রধানমন্ত্রী তাঁর আমন্ত্রণ গ্রহণ করেছেন৷ শেষ পর্যন্ত প্রধানমন্ত্রী আমন্ত্রণ রক্ষা করছেন না৷
advertisement
প্রধানমন্ত্রী এলে যে এই বাণিজ্য সম্মেলনের জৌলুস অনেকটাই বাড়ত, তা বলার অপেক্ষা রাখে না৷ কিন্তু শেষ পর্যন্ত প্রধানমন্ত্রী রাজ্য সরকারের আয়োজিত শিল্প সম্মেলনে এলে তা বঙ্গ বিজেপি-র কাছেই বড় অস্বস্তির কারণ হয়ে দাঁড়াতো৷ কারণ এই শিল্প সম্মেলেনর প্রকৃত সাফল্য নিয়ে বরাবরই প্রশ্ন তুলেছে রাজ্য বিজেপি৷ এবারেও বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন শুরু হওয়ার দিনই বীরভূমের দেউচা পাচামিতে গিয়ে কয়লা উত্তোলন প্রকল্পের বিরুদ্ধে অবস্থানকারী সঙ্গে দেখা করার সিদ্ধান্ত নিয়েছেন রাজ্য বিজেপি-র সভাপতি সুকান্ত মজুমদার এবং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী৷
advertisement
কয়েক দিন আগেই দিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎ করেছিলেন সুকান্ত মজুমদার সহ বাংলার বিজেপি সাংসদরা৷ সূত্রের খবর, তখনই বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনে না আসার জন্য বঙ্গ বিজেপি-র তরফে প্রধানমন্ত্রীকে অনুরোধও করা হয়৷ ফলে, দলীয় চাপের কারণেই শেষ পর্যন্ত প্রধানমন্ত্রী বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন থেকে নিজেকে সরিয়ে নিলেন কি না, সেই প্রশ্নও উঠছে৷
বাংলা খবর/ খবর/কলকাতা/
Narendra Modi not to attend BGBS: মমতার আমন্ত্রণ রক্ষা করলেন না মোদি, বাণিজ্য সম্মেলনে আসছেন না প্রধানমন্ত্রী
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement