TRENDING:

WBPSC 2022: শুরু হল রাজ্য সিভিল সার্ভিস পরীক্ষার আবেদন জমা, আবেদন মূল্য ও লিখিত পরীক্ষার তারিখ রইল বিশদে

Last Updated:

WBPSC Exam Dates: আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ ২৪ মার্চ ২০২২। সূত্রের খবর, WBPSC প্রিলিমিনারি পরীক্ষার আয়োজন হতে পারে মে মাস নাগাদ।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: ২০২২ সালের সিভিল সার্ভিস (WBPSC 2022) পরীক্ষার গ্রুপ এ, গ্রুপ বি, গ্রুপ সি এবং গ্রুপ ডি-এর জন্য আবেদন পত্র জমা দেওয়ার নির্দেশিকা প্রকাশ করেছে পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন (West Bengal Public Sevice Commissionn)। পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের অফিশিয়াল ওয়েবসাইট-wbpsc.gov.in এ গিয়ে অনলাইনে আবেদন করতে পারবেন ইচ্ছুক প্রার্থীরা। আবেদনপত্র (WBPSC 2022) জমা দেওয়ার শেষ তারিখ ২৪ মার্চ ২০২২। সূত্রের খবর, WBPSC প্রিলিমিনারি পরীক্ষার আয়োজন হতে পারে মে মাস নাগাদ।
advertisement

WBPSC State Civil Service Exam: যোগ্যতা

WBPSC পরীক্ষার জন্য আবেদন করতে চাইলে আবেদনকারীর বয়স হতে হবে ২১ থেকে ৩৬ এর মধ্যে। স্বীকৃত কোনও বিশ্ববিদ্যালয় থেকে উত্তীর্ণ হতে হবে আবেদনকারীকে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, আবেদনকারীকে বাংলা ভাষায় পড়তে, লিখতে এবং কথা বলতে জানতে হবে।

আরও পড়ুন- ১০০% প্লেসমেন্ট আইআইএম কলকাতায়! বার্ষিক ৩৪.২ লক্ষ টাকা মাইনের চাকরির রেকর্ড

advertisement

WBPSC State Civil Service Exam: কীভাবে আবেদন করবেন

প্রথম ধাপ- WBPSC-এর অফিশিয়াল ওয়েবসাইটে যান

দ্বিতীয় ধাপ- হোমপেজে সিভিল সার্ভিস (এক্সিকিউটিভ) পরীক্ষা ২০২২ (WBPSC 2022) রেজিস্ট্রেশন লিঙ্কে ক্লিক করুন।

তৃতীয় ধাপ- প্রাথমিক তথ্যগুলি নথিভুক্ত করে নিজের নাম রেজিস্টার করুন। যদি এর আগেই রেজিস্টার হয়ে গিয়ে থাকে তাহলে কেবল লগ ইন করুন।

advertisement

চতুর্থ ধাপ- এবার অ্যাপ্লাই অনলাইন লিঙ্কে ক্লিক করুন এবং অ্যাপ্লিকেশন ফর্মে প্রয়োজনীয় বিবরণী লিখুন।

পঞ্চম ধাপ- প্রয়োজনীয় ডকুমেন্ট আপলোড করে ফর্মপূরণ প্রক্রিয়াটি শেষ করুন।

ষষ্ঠ ধাপ- এবার অ্যাপ্লিকেশন ফি জমা দেওয়ার দিকে এগোন

সপ্তম ধাপ- অ্যাপ্লিকেশন জমা দিন এবং ভবিষ্যতের জন্য ফর্মের একটি কপি ডাউনলোড করে রাখুন।

WBPSC State Civil Service Exam: আবেদনের ফি

advertisement

WBPSC পরীক্ষার আবেদন মূল্য হল ২১০ টাকা। তবে তপশিলী জাতি, উপজাতি এবং প্রতিবন্ধী প্রার্থীদের কোনও আবেদন মূল্য দিতে হবে না।

আরও পড়ুন- দিন রাত খাটছেন কর্মচারী, কৃতজ্ঞতা জানিয়ে আজ 'ধন্যবাদ' জানান বসরা!

WBPSC State Civil Service Exam: বাছাই প্রক্রিয়া

WBPSC পরীক্ষা দু’টি ভাগে নেওয়া হবে। একটি লিখিত পরীক্ষা অন্যটি পার্সোনালিটি টেস্ট। লিখিত পরীক্ষাটি আবার দু’টি পর্যায়ে আয়োজিত হবে। প্রিলিমিনারি এবং মেইন। প্রিলিমিনারি পরীক্ষাটি হবে মাল্টিপল চয়েস প্রশ্নের উপর ভিত্তি করে, অন্যদিকে মেইনস হবে বড়ো প্রশ্নের উপর।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

যারা প্রিলিমিনারি (WBPSC 2022) পরীক্ষায় উত্তীর্ণ হবেন কেবল তারাই মেইনসে বসতে পারবেন। যারা দু’টি পরীক্ষাতেই পাশ করবেন তাঁদের ডাকা হবে পার্সোনালিটি টেস্টে। প্রিলিমিনারি পরীক্ষায় একটি জেনারেল পেপারে ২০০ টি মাল্টিপল চয়েস প্রশ্ন থাকবে। ২০০ নম্বরের এই পরীক্ষা নেওয়া হবে আড়াই ঘণ্টা ধরে।

বাংলা খবর/ খবর/চাকরি ও শিক্ষা/
WBPSC 2022: শুরু হল রাজ্য সিভিল সার্ভিস পরীক্ষার আবেদন জমা, আবেদন মূল্য ও লিখিত পরীক্ষার তারিখ রইল বিশদে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল