IIM Calcutta Placement 2022: ১০০% প্লেসমেন্ট আইআইএম কলকাতায়! বার্ষিক ৩৪.২ লক্ষ টাকা মাইনের চাকরির রেকর্ড
- Published by:Madhurima Dutta
- news18 bangla
Last Updated:
IIM Kolkata: চূড়ান্ত প্লেসমেন্ট প্রক্রিয়ায় (IIM Calcutta Placement 2022) অংশ নিয়েছিল ১৯০ টিরও বেশি কোম্পানি। মোট ৬৩১ টি প্লেসমেন্ট অফার এসেছে বলে জানিয়েছে আইআইএম কলকাতা।
#কলকাতা: সফলভাবে ৫৭ তম ব্যাচের চূড়ান্ত প্লেসমেন্ট (IIM Calcutta Placement 2022) প্রক্রিয়া শেষ করল ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট (IIM), কলকাতা। সূত্রের খবর, ১০০ শতাংশ প্লেসমেন্ট (IIM Calcutta Placement 2022) করেছে আইআইএম কলকাতা৷ পুরো প্রক্রিয়াটিই ভার্চুয়ালি পরিচালিত হয়েছে। আইআইএমের ৫৭ নম্বর ব্যাচের ৪৬৫ জন পড়ুয়ার প্লেসমেন্টের জন্য ক্লাস্টার-ভিত্তিক সিস্টেম অনুসরণ করেছে এই শীর্ষস্থানীয় বিজনেস স্কুল।
চূড়ান্ত প্লেসমেন্ট প্রক্রিয়ায় (IIM Calcutta Placement 2022) অংশ নিয়েছিল ১৯০ টিরও বেশি কোম্পানি। মোট ৬৩১ টি প্লেসমেন্ট অফার এসেছে বলে জানিয়েছে আইআইএম কলকাতা। IIM কলকাতা বার্ষিক ৩৪.২ লক্ষ টাকার (LPA) কস্ট টু কোম্পানি বা CTC অর্জন করেছে। এই প্রক্রিয়াটির জন্য গড় বেতন ছিল বার্ষিক ৩১ লক্ষ টাকা।
advertisement
advertisement
দেশের মধ্যে আবারও শীর্ষ নিয়োগকারী (IIM Calcutta Placement 2022) হিসাবে নিজের জায়গা ধরে রেখেছে আইআইএম কলকাতা। Accenture Strategy, Bain & Company, Boston Consulting Group, EY Parthenon, এবং McKinsey & Company ছিল এইবারের শীর্ষ নিয়োগকারী কিছু সংস্থা।
মার্কি অ্যাসেট ম্যানেজমেন্ট, ইনভেস্টমেন্ট ব্যাঙ্কিং, এবং প্রাইভেট ইক্যুইটি-ভেঞ্চার ক্যাপিটাল সংস্থাগুলি আবারও ১৮ শতাংশ প্লেসমেন্ট অফার করেছে, যা ফাইনান্স বিভাগে এই প্রতিষ্ঠানের দক্ষতা প্রমাণ করেছে। এই দলটির মধ্যে Goldman Sachs এবং Avendus সর্বোচ্চ কর্মসংস্থান অফার করেছে। জেনারেল ম্যানেজমেন্ট এবং মার্কেটিং বিভাগে হিন্দুস্তান ইউনিলিভার লিমিটেড, আইটিসি, নেসলে, প্রক্টর অ্যান্ড গ্যাম্বল, টাটা অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিসেসের মতো বিশিষ্ট নিয়োগকারীদের নেতৃত্বে ১৪ শতাংশ প্লেসমেন্ট অফার দেওয়া হয়েছে।
advertisement
Amazon, Flipkart, Microsoft এবং Paytm সহ শীর্ষস্থানীয় নিয়োগকারীদের সঙ্গে, প্রোডাক্ট ম্যানেজমেন্ট এবং অপারেশন ১৯ শতাংশ কর্মসংস্থানের প্রস্তাব দিয়েছে৷ প্রতিষ্ঠানটি এই কর্মসংস্থানের উদ্যোগে IIFL, Nykaa, Premji Invest, Rothschild, Zomato এবং Emaar, Protiviti-সহ বেশ কিছু নতুন নিয়োগকারীকেও স্বাগত জানিয়েছে।
Location :
First Published :
March 02, 2022 9:39 PM IST
বাংলা খবর/ খবর/চাকরি ও শিক্ষা/
IIM Calcutta Placement 2022: ১০০% প্লেসমেন্ট আইআইএম কলকাতায়! বার্ষিক ৩৪.২ লক্ষ টাকা মাইনের চাকরির রেকর্ড