Recruitment 2022|| হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেডে প্রচুর পদে নিয়োগ, আজই আবেদনের শেষ দিন...
- Published by:Shubhagata Dey
Last Updated:
HAL Recruitment 2022: প্রার্থীদের ২ মার্চ, ২০২২ তারিখের মধ্যে আবেদনপত্র জমা দিতে হবে।
#নয়াদিল্লি: সম্প্রতি হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেডের (HAL) তরফে এক বিজ্ঞপ্তি জারি করে বিভিন্ন পদে নিয়োগের জন্য আবেদনপত্র গ্রহণের কাজ শুরু হয়েছিল। আগ্রহী ও যোগ্য প্রার্থীদের চাইলে আজই আবেদন করতে হবে। এই বিষয়ে আরও বিশদে জানতে প্রার্থীরা প্রতিষ্ঠানের ওয়েবসাইটে গিয়ে খোঁজ নিতে পারেন।
আবেদনের তারিখ:
প্রকাশিত বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। প্রার্থীদের ২ মার্চ, ২০২২ তারিখের মধ্যে আবেদনপত্র জমা দিতে হবে। অনলাইনে আবেদন করতে হবে। সে ক্ষেত্রে প্রার্থীরা প্রতিষ্ঠানের অফিসিয়াল ওয়েবসাইটেই আবেদনপত্র পেয়ে যাবেন। এই সংক্রান্ত সময়সীমায় কোনও বদল আনা হলে তা নোটিশের মাধ্যমে প্রার্থীদের জানিয়ে দেওয়া হবে।
advertisement
আরও পড়ুন: নার্সিং ট্রেনিংয়ে প্রচুর পদে ভর্তির বিজ্ঞপ্তি জারি করল বিশ্ববিদ্যালয়, জানুন বিস্তারিত...
শূন্যপদের সংখ্যা:
advertisement
প্রতিষ্ঠানের তরফে মোট ৮৫টি শূন্যপদ রয়েছে বলে জানানো হয়েছে।
শূন্যপদের বিস্তারিত বিবরণ:
শূন্যপদ | সংখ্যা |
ডিজাইন ট্রেইনি অ্যারোনটিক্যাল | ২ |
ডিজাইন ট্রেইনি মেকানিক্যাল | ১৫ |
ডিজাইন ট্রেইনি ইলেকট্রনিক্স | ২১ |
এমটি (টেকনিক্যাল) কম্পিউটার সায়েন্স | ৪ |
এমটি (টেকনিক্যাল) মেকানিক্যাল | ৪ |
এমটি (টেকনিক্যাল) ইলেকট্রিক্যাল | ৪ |
এমটি (টেকনিক্যাল) ইলেকট্রনিক্স | ৮ |
এমটি (টেকনিক্যাল) উৎপাদন | ২ |
এমটি (আইএমএম) যান্ত্রিক, বৈদ্যুতিক, উৎপাদন | ৫ |
এমটি সিভিল | ৫ |
এমটি এইচআর | ৫ |
এমটি লিগ্যাল | ৫ |
এমটি ফিনান্স | ৫ |
advertisement
এক নজরে নিয়োগ সংক্রান্ত সম্পূর্ণ তথ্য:
সংস্থা | হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড (HAL) |
পদের নাম | ম্যানেজমেন্ট ট্রেইনি সহ অন্যান্য |
শূন্যপদের সংখ্যা | ৮৫ |
কাজের স্থান | বেঙ্গালুরু |
কাজের ধরন | ট্রেনিং |
নির্বাচন পদ্ধতি | কিছু জানানো হয়নি |
আবেদন প্রক্রিয়া শুরু | বর্তমানে চলছে |
শিক্ষাগত যোগ্যতা | দাদ্বশ শ্রেণি উত্তীর্ণ সহ পূর্ণকালীন ডিগ্রি কোর্স |
বেতনক্রম | কিছু জানানো হয়নি |
আবেদন পদ্ধতি | কিছু জানানো হয়নি |
আবেদনের শেষ দিন | ০২.০৩.২০২২ |
advertisement
আবেদনের যোগ্যতা:
আইন: নিয়মিত/ফুল-টাইম ব্যাচেলর অফ ল (১০+২-এর পরে ৫ বছরের ইন্টিগ্রেটেড কোর্স) অথবা পূর্ণ-সময় ব্যাচেলর অফ ল (১০+২+৩+৩) সহ নিয়মিত/ফুলটাইম ব্যাচেলর ডিগ্রি।
ফিনান্স: ইনস্টিটিউট অফ চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অফ ইন্ডিয়া/ইনস্টিটিউট অফ কস্ট অ্যাকাউন্ট্যান্টস অফ ইন্ডিয়া থেকে CA/ICWA-এর চূড়ান্ত পরীক্ষায় পাস সহ নিয়মিত/পূর্ণ-সময় ব্যাচেলর ডিগ্রি (১০+২+৩)।
advertisement
আবেদন ফি:
৫০০ টাকা আবেদন ফি। SC/ST/PwBD/অভ্যন্তরীণ প্রার্থীদের আবেদনের ফি প্রদান করতে হবে না।
Location :
First Published :
March 02, 2022 4:25 PM IST
বাংলা খবর/ খবর/চাকরি ও শিক্ষা/
Recruitment 2022|| হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেডে প্রচুর পদে নিয়োগ, আজই আবেদনের শেষ দিন...