শাহাবুদ্দিন আলির কথায়, ”বড় হয়ে আমার ইঞ্জিনিয়ার হওয়ার ইচ্ছা আছে। ভাল ফল হবে ভেবেছিলাম কিন্তু সেরা দশের মেধাতালিকায় থাকব বলে আশা করিনি। আমার খুব ভাল লাগছে এই ফলে।”
রাজ্যে নবম তথা জেলায় সম্ভাব্য দ্বিতীয় হয়েছে বিশাল চন্দ্র মণ্ডল ও আমিনূল ইসলাম। তাদের প্রাপ্ত নম্বর ৬৮৫। রাজ্যে দশম তথা জেলায় সম্ভাব্য তৃতীয় হয়েছে বিশাল মণ্ডল। তার প্রাপ্ত নম্বর ৬৮৪। জেলায় প্রথম তালিকায় থাকা চার জন মোজমপুর হাজী শেখ সুভানী বিশ্বাস হাই স্কুল থেকে এই বছর মাধ্যমিক পরীক্ষা দিয়েছিল।
advertisement
বিশাল চন্দ্র মণ্ডল বলে, ”চিকিৎসক হওয়ার ইচ্ছে রয়েছে আমার। ছোটবেলা থেকেই বাবা পড়াশোনায় গাইড করত। বাবা একজন স্কুল শিক্ষক। বাবা আমার প্রথম গুরু। মেধাতালিকায় আসতে পেরে খুব ভাল লাগছে।”
তারা প্রত্যেকেই কালিয়াচকের একটি বেসরকারি মিশন স্কুলে পড়াশোনা করে। তাদের এমন সাফল্যে খুশি স্কুল কর্তৃপক্ষ থেকে অভিভাবকেরা। মালদহ শহরের নামজাদা স্কুলগুলি এতদিন মেধাতালিকায় স্থান অধিকার করে এসেছে। এই বছর ব্যতিক্রমী ভাবে শুধুমাত্র কালিয়াচকের একটি স্কুল থেকেই নজরকাড়া সাফল্য চার মাধ্যমিক পরীক্ষার্থীর। পাশাপাশি মালদহ শহরের নামজাদা স্কুলগুলো মেধাতালিকায় না এলেও সার্বিক ফলাফল ভাল হয়েছে।
হরষিত সিংহ