Kolkata Rain Forecast: স্বস্তির বৃষ্টিতেই এক ধাপে নামবে কলকাতার তাপমাত্রা! কবে থেকে বাড়বে বৃষ্টির দাপট? আবার কি দাবদাহ ফিরবে রাজ্যে!
- Published by:Teesta Barman
- Reported by:BISWAJIT SAHA
Last Updated:
Bengal Rain Forecast: কলকাতায় আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা ২৯.১ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিক তাপমাত্রার থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস বেশি। গতকাল বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪২ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রার থেকে ৬.৬ ডিগ্রি সেলসিয়াস বেশি।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
৪৫ ডিগ্রি বা তার বেশি তাপমাত্রা থাকতে পারে ওড়িশা, উত্তরপ্রদেশের কিছু অংশে, গুজরাত, তেলঙ্গানা, অন্ধপ্রদেশ এবং রায়ালসিমাতে। ৪২-৪৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে তাপমাত্রা থাকবে মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ, ঝাড়খণ্ড, বিহার, ছত্তিশগড়, তামিলনাড়ুর কিছু অংশে। গরম রাতের পূর্বাভাস মধ্যপ্রদেশ, কর্ণাটক, ওড়িশা এবং বিহারের কিছু অংশে।
advertisement
advertisement
advertisement
দক্ষিণবঙ্গে রবিবার পর্যন্ত চলবে তাপপ্রবাহ। তীব্র দাবদাহের চরম সতর্কবার্তা দক্ষিণবঙ্গের জেলায়, শুক্রবার পর্যন্ত। পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম ও বাঁকুড়া জেলায় তীব্র তাপপ্রবাহের চরম সতর্কবার্তা বৃহস্পতিবার ও শুক্রবার। গরম ও অস্বস্তিকর আবহাওয়া থাকবে রবিবার পর্যন্ত।
advertisement
আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টায় তাপমাত্রার কোনও উল্লেখযোগ্য পরিবর্তন নেই। শুক্রবার থেকে রবিবারের মধ্যে তাপমাত্রা কমবে ২-৩ ডিগ্রি সেলসিয়াস। সোমবার বৃষ্টির কারণে আরও তাপমাত্রা কমে স্বাভাবিকের কাছে চলে আসবে পারদ। আবহাওয়া দফতরের সতর্কবার্তা, প্রয়োজন ছাড়া সকাল ১১টা থেকে বিকেল ৪টে পর্যন্ত রোদে যাওয়া উচিত যাবে না।
advertisement
advertisement
দক্ষিণবঙ্গে সোমবার বৃষ্টির পূর্বাভাস। তাপপ্রবাহের স্পেল শনিবার পর্যন্ত। তীব্র তাপপ্রবাহের চরম সতর্কবার্তা শুক্রবার পর্যন্ত। আবহাওয়া পরিবর্তনের সম্ভাবনা দক্ষিণবঙ্গে। বঙ্গোপসাগরের জলীয় বাষ্পপূর্ণ হাওয়া ঢুকবে। শনিবার বৃষ্টি শুরু উপকূলে। পূর্ব মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনা ও উত্তর ২৪ পরগনায় হালকা বৃষ্টির সম্ভাবনা।
advertisement
advertisement
advertisement