মাধ্যমিকের সাফল্যের নিরিখে সারা রাজ্যের মধ্যে শীর্ষে রয়েছে পূর্ব মেদিনীপুর। পূর্ব মেদিনীপুর জেলায় মাধ্যমিকের পাশের হার ৯৬.৮৬ শতাংশ যা অন্যান্য জেলা থেকে অনেকটাই এগিয়ে। মাধ্যমিক পরীক্ষায় পাশের হারের নিরিখে পূর্ব মেদিনীপুরের পরে রয়েছে কালিম্পং এবং তৃতীয় স্থানে কলকাতা এবং চতুর্থ স্থানে রয়েছে পশ্চিম মেদিনীপুর। এবারের মাধ্যমিক পরীক্ষায় মোট ১১৮ জন ছাত্রছাত্রী সম্ভাব্য মেধা তালিকা স্থান পেয়েছে।
advertisement
Check : পশ্চিমবঙ্গ এইচএস ক্লাস 12 তম ফলাফল 2023
পাশের হারের নিরিখে পূর্ব মেদিনীপুর জেলা অন্যান্য জেলা থেকে অনেকটাই এগিয়ে থাকার পাশাপাশি এই জেলার মেধাবী ছাত্র-ছাত্রীদের সম্ভাব্য মেধাতালিকায় স্থান পেয়েছে। পূর্ব মেদিনীপুর জেলার মোট ১১ জন ছাত্রছাত্রী মাধ্যমিকের সম্ভাব্য মেধা তালিকায় স্থান পেয়েছে। যার মধ্যে পূর্ব মেদিনীপুর জেলার স্কুল থেকে ৯ জন ও বাকি দুজন জেলের বাইরে অন্য স্কুল থেকে। রাজ্যের মেধা তালিকায় চতুর্থ ও জেলায় প্রথম হয়েছে তুহিন বেরা। তার প্রাপ্ত নম্বর ৬৮৯। তুহিন রঘুনাথবাড়ি রামতারক হাই স্কুলের ছাত্র।
প্রসঙ্গত পূর্ব মেদিনীপুর জেলায় এ বছর মোট মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৪০ হাজার ১৫ জন। পূর্ব মেদিনীপুর জেলার বেশ কয়েকটি স্কুলের পাশের সংখ্যা একশো শতাংশ। পূর্ব মেদিনীপুর জেলার পাঁশকুড়া গার্লস হাই স্কুল থেকে অষ্টম থানার অর্জন করেছেন তিস্তা বেরা। তার প্রাপ্ত নম্বর ৬৮৫। পূর্ব মেদিনীপুর জেলার কন্টাই চন্দ্রমনি ব্রাহ্ম গার্লস হাই স্কুল থেকে কৃষ্ণকলি ত্রিপাঠী রাজ্যের সম্ভাব্য মেধাতালিকায় নবম স্থান অর্জন করেছে। তার প্রাপ্ত নম্বর ৬৮৪। এছাড়াও কাজলাগড় মহারাজাধিরাজ স্যার বিজয় চাঁদ মেমোরিয়াল হাই স্কুল থেকে মহাপাত্র নবম স্থান অর্জন করেছে। তারও প্রাপ্ত নম্বর ৬৮৪।
আরও পড়ুন: এত ফেল কেন? এবার মাধ্যমিকে অনুত্তীর্ণ লক্ষেরও বেশি পরীক্ষার্থী
পূর্ব মেদিনীপুর জেলার অন্যতম প্রাচীন স্কুল হ্যামিলটন হাই স্কুল থেকেও শুভাঞ্জন পাড়ই নামে এক ছাত্র এবারের মাধ্যমিক পরীক্ষায় রাজ্যের সম্ভাব্য মেধা তালিকায় দশম স্থান অর্জন করেছে। তার তার প্রাপ্ত নম্বর ৬৮৩। বছরের পর বছর পূর্ব মেদিনীপুর জেলার মাধ্যমিক সহ বিভিন্ন পরীক্ষায় নজর কাড়া সাফল্য জেলার শিক্ষা মহলে খুশীর হাওয়া।
Saikat Shee