Check : পশ্চিমবঙ্গ এইচএস ক্লাস 12 তম ফলাফল 2023
কান্দি ছাতিনাকান্দি বনিকপাড়া নিবাসী দুই ছাত্র। ৬-১২-২০০৬ সালে কান্দিতে জন্মগ্রহণ করে তারা। কিন্তু জন্মের সময়ে এক মিনিটের পার্থক্য ছিল তাদের। যদিও ছোট থেকেই পড়াশোনায় ভাল ছিল, কেউ হত প্রথম কেউ হত দ্বিতীয়। কান্দি রাজ উচ্চ বিদ্যালয়ের দুই কৃতী ছাত্র এবছর মাধ্যমিকে সাফল্য পাওয়ায খুশি এলাকার বাসিন্দারা। ছোট থেকেই কান্দি রাজ উচ্চ বিদ্যালয়ের পাঠরত, স্কুলে প্রতিযোগিতার মধ্যে দিয়েই প্রথম দ্বিতীয় হত দুই ভাই।
advertisement
আরও পড়ুন: মাধ্যমিকের ফলাফল প্রকাশিত, রেজাল্ট দেখুন News18 Bangla-র ওয়েবসাইটে
আরও পড়ুন: মাধ্যমিকে কমল পাশের হার, এ বছর পাশ ৮৬.১৫ শতাংশ পড়ুয়া
বাবা পেশায় পশু চিকিৎসক অমিতাভ দাস ও মা সারদা দাস গৃহিনী। তবে মা সারদা দাস তিনি নিজেই দুই সন্তানকে লালন পালন করেছেন। দুই ভাই পড়াশোনা ছাড়াও চিত্রাঙ্কন করতে ভালবাসে, পাশাপাশি সিনেমা দেখতে ভালবাসে। তবে ভাই অভিষেক দাস পড়াশোনা করতে ভালোবাসে। দুই ভাই-ই আগামী দিনে চিকিৎসক হতে চায়। একসঙ্গে এক ঘরে পড়াশোনা করে তারা। তাদের সাফল্যে খুশি পরিবারের সদস্যরা।
কৌশিক অধিকারী