গত বছরের তুলনায় এ বছরের পরীক্ষার্থী বেশ খানিকটা কম ছিল। ২০২২-তে পরীক্ষার্থী সংখ্যা ছিল ৭, ০৯,৮৭৭৫ যা এ বছর ২০২৩-তে ৬,৯৮,৬২৮ জানিয়েছেন পর্ষদ। তবে উল্লেখযোগ্য ভাবে বেড়েছে মেয়েদের সংখ্যা, প্রায় ২২ শতাংশ।
advertisement
Check : পশ্চিমবঙ্গ এইচএস ক্লাস 12 তম ফলাফল 2023
আরও পড়ুন: রাজ্যের মধ্যে নবম শিবম! ইংরেজী নিয়ে আগামী দিনে পড়ার ইচ্ছা
এ বছরের মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছিল গত ২৩ শে ফেব্রুয়ারি ৭৫ দিনের মাথায় ফল প্রকাশ করেছে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ। তবে এ বছর মাধ্যমিক পরীক্ষায় নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন খুব ভালো ফল করেছে। যা জেলার মধ্যে মোট ১৩ জন র্যাঙ্ক করেছে তারমধ্যে ১২জনই নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের।
আরও পড়ুন: পাঁচ থেকে ছয় ঘন্টা পড়ে মাধ্যমিকে অষ্টম কামারপুকুরের রাজদীপ
চতুর্থ হয়েছেন অনীশ বারুই, ষষ্ঠ হয়েছেব অনীক বারুই, আরেক যুগ্ম ষষ্ঠ সুতীর্থ পাল, সপ্তম অদৃজ গুপ্ত, অষ্টম শিবম মন্ডল, মোট তিনজন নবম স্থান দখল করেছেন তারা হলেন দেবজ্যোতি ভট্টাচার্য, আরিয়ান গোস্বামী, অর্কপ্রভ জানা এছাড়া দশম স্থানে আছেন শমীক মাহাত, সাগ্নিক মন্ডল, রফিত রানা লস্কর ও রুদ্রনীল দাস।
Check : পশ্চিমবঙ্গ এইচএস ফলাফল 2023
প্রধান শিক্ষক স্বামী ইষ্টেশানন্দ জানান তিনি রেজাল্টে খুশি। তারা একটু অন্যরকমভাবে ছাত্রদের শিক্ষা দেওয়ার ব্যবস্থা করেন। এবারও বেশকিছু ব্যবস্থা নেওয়া হয়েছে তাতেই এই সাফল্য বলে জানান তিনি। যদিও এই ভালো ফল প্রকাশ করা ছাত্রছাত্রীরা তারা জানিয়েছেন কেউ ডাক্তার কেউ ইঞ্জিনিয়ার আবার কেউ বা বিজ্ঞানী হতে চায়। সবার জন্যই রইল শুভকামনা।
সুমন সাহা