WBBSE Madhyamik 2023 Results || South 24 Parganas News: রাজ্যের মধ্যে নবম শিবম! ইংরেজী নিয়ে আগামী দিনে পড়ার ইচ্ছা
- Published by:Sayani Rana
- hyperlocal
- Reported by:SUMAN SAHA
Last Updated:
ক্যানিংয়ের শিবম পাঠক রাজ্যের মধ্যে নবম স্থান অধিকার করেছে।
ক্যানিং: জীবনে বড় পরীক্ষায় সাফল্য ছোঁয়া এনে দিয়েছে দক্ষিণ ২৪ পরগনার ক্যানিং এর শিবম পাঠক। ক্যানিংয়ের শিবম পাঠক রাজ্যের মধ্যে নবম স্থান অধিকার করেছে। ক্যানিং নিউ ইন্ট্রিগ্রেটেড গভমেন্ট হাইস্কুলের ছাত্র। ছোটবেলা থেকেই মেধাবী ছাত্র ছিল ক্যানিংয়ের নিউ ইন্ট্রিগ্রেটেড গভমেন্ট হাইস্কুলের ছাত্র শিবম পাঠক।
advertisement
এবছর মাধ্যমিক পরীক্ষায় প্রাপ্ত নম্বর ৬৮৪। ছেলের এই সাফল্যে খুশি পরিবারের লোকজনেরা। সকাল থেকেই পরিবারের লোকজনের সঙ্গে আনন্দে মেতে মেতেছে শিবম পাঠক। মাধ্যমিক পরীক্ষার জন্য পরিবারের লোকজন থেকে শুরু করে গৃহ শিক্ষক ও স্কুলের শিক্ষক সকলেই খুশি।
advertisement
শিবমের পরিবারের ইচ্ছা যে ছেলে বড় হয়ে ডাক্তার হোক। কিন্তু শিবমের ইচ্ছা ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করা। এই সাফল্যর পর শিবম পাঠক বলেন , আমার এই সাফল্যের পিছনে আমার পরিবার ও আমার স্কুলের শিক্ষক থেকে শুরু করে আমার প্রিয় শিক্ষক সকলের অক্লান্ত পরিশ্রম রয়েছে।
advertisement
শিবমের বাড়িতে শুক্রবার সকাল থেকেই খুশির আমেজ চলছে মিষ্টিমুখ। ভবিষ্যতে ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়ার স্বপ্ন দেখছে ক্যানিংয়ের শিবম পাঠক। শিবমের মা কালিকা পাঠক বলেন, বরাবরই মেধাবী ছাত্র ছিল শিবম। আরেকটু ভাল ফলাফল হতে পারতো কিন্তু সোহমের ইতিহাস পরীক্ষা কিছুটা খারাপ হওয়ায় এই ফল। কিন্তু শিবম যেভাবে নিজের চেষ্টায় রাজ্যের মধ্যে নবম স্থান অধিকার করেছে তাতে আমরা অনেক গর্বিত। শিবমের ইচ্ছা ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করা।
advertisement
সুমন সাহা
Location :
Kolkata,West Bengal
First Published :
May 19, 2023 6:20 PM IST