WBBSE Madhyamik 2023 Results || West Bardhaman News: আশ্রমিক জীবনযাপনই আনল সফলতা! এবারের মাধ্যমিকে পঞ্চম অরিজিৎ

Last Updated:

আশ্রমিক জীবন যাপন অর্থাৎ পুরুলিয়া রামকৃষ্ণ মিশনে তার পড়াশুনা এবং জীবন যাপন এই সাফল্য এনে দিতে অনেকটাই সাহায্য করছে বলে জানিয়েছেন অরিজিৎ।

+
title=

পশ্চিম বর্ধমান : মাধ্যমিক পরীক্ষায় পঞ্চম স্থান দখল করেছেন অরিজিৎ মন্ডল। পুরুলিয়া রামকৃষ্ণ মিশনের এই পরীক্ষার্থী বর্তমানে পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুরের বাসিন্দা। জেলার পড়ুয়া হিসেবে তিনি একমাত্র পরীক্ষার্থী, যিনি মাধ্যমিকের প্রথম দশের মধ্যে রয়েছেন। অরিজিৎ মন্ডল এর প্রাপ্ত নম্বর ৬৮৮।
advertisement
দুর্গাপুরের গুরু নানক রোডের বাসিন্দা অরিজিৎ মন্ডলের বাবা পেশায় ইসিএল কর্মী, মা গৃহকর্ত্রী। মাধ্যমিকে এই সাফল্য আশা করেছিল অরিজিৎ। তার আশ্রমিক জীবন যাপন অর্থাৎ পুরুলিয়া রামকৃষ্ণ মিশনে তার পড়াশুনা এবং জীবন যাপন এই সাফল্য এনে দিতে অনেকটাই সাহায্য করছে বলে জানিয়েছেন অরিজিৎ।
advertisement
ফল ঘোষণার পর অরিজিৎ মন্ডলের বাড়িতে খুশির আবহ। অরিজিৎ মন্ডল জানিয়েছেন, আশ্রমে যে নিয়ম রয়েছে, সেই নিয়ম মেনে দশ থেকে বারো ঘন্টা পড়াশোনা করতে হত। ক্লাস করার সময় বাদ দিলে, সকালে দু’ঘণ্টা, সন্ধ্যায় দু’ঘণ্টা এবং রাত্রে বেলায় দেড় ঘন্টা পড়াশোনা করত সে। আলাদা করে প্রাইভেট টিউটর তার ছিল না। তবে মাধ্যমিকে তার কাছ থেকে ভাল ফল আশা করেছিলেন রামকৃষ্ণ আশ্রমের মহারাজেরাও। আগামী দিনে অরিজিৎ নিজে একজন চিকিৎসক হতে চায় বলে জানিয়েছে। সেই মতো আগামী দিনে সে প্রস্তুতিও নেবেন।
advertisement
মাধ্যমিকে সাফল্যের পিছনে বাবা-মা এবং দাদা মানসিক ভাবে সাপোর্ট করেছেন অনেকটা, সহযোগিতা করেছেন, এমনটাই বলেছেন অরিজিৎ। একই সঙ্গে এই সাফল্যের পিছনে মহারাজ এবং শিক্ষকদের সহযোগিতা সব সময় পেয়েছেন তিনি। তাই সাফল্যের পর তাদের সকলকে ধন্যবাদ জানিয়েছেন অরিজিৎ। অন্যদিকে, ছেলের এই সাফল্যে খুশি অরিজিতের বাবা-মা এবং পরিবারের সকলে।
advertisement
Nayan Ghosh
বাংলা খবর/ খবর/শিক্ষা/
WBBSE Madhyamik 2023 Results || West Bardhaman News: আশ্রমিক জীবনযাপনই আনল সফলতা! এবারের মাধ্যমিকে পঞ্চম অরিজিৎ
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement