TRENDING:

WBBSE Madhyamik 2023 Results || Hooghly News: পাঁচ থেকে ছয় ঘন্টা পড়ে মাধ্যমিকে অষ্টম কামারপুকুরের রাজদীপ

Last Updated:

মাধ্যমিকে রাজ্যের মধ্যে অষ্টম স্থান অধিকার করল কামারপুকুর রামকৃষ্ণ মিশন বহুমুখী বিদ্যালয়ের রাজদীপ শাসমল।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
গোঘাট: রাজ্যের মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশিত হল। শুক্রবার মাধ্যমিকের রেজাল্ট ঘোষণা করলেন মধ্যশিক্ষা পর্ষদ। মোট ১৫ জন অষ্টম স্থান অধিকার করেছে। তার মধ্যে একজন হল রাজদীপ শাসমল হুগলির কামারপুকুর রামকৃষ্ণ মিশন বহুমুখী বিদ্যালয়ের ছাত্র সে।
advertisement

West Bengal HS Result 2023 LIVE Updates : আর কিছুক্ষণের মধ্যে এখানেই দেখা যাবে উচ্চ মাধ্যমিকের ফল, করতে হবে শুধু একটা ক্লিক

Check : পশ্চিমবঙ্গ এইচএস ক্লাস 12 তম ফলাফল 2023

সে এবার ৭০০ নম্বরের মধ্যে ৬৮৫ পেয়েছে। তার বাবা মা দুজনেই পেশায় শিক্ষক। রাজদীপ জানায়, আগামী দিনে তার ইঞ্জিনিয়ার হওয়ার ইচ্ছে। তার রেজাল্টে খুশি পরিবারের সদস্য থেকে স্কুল কর্তৃপক্ষেও। এই বিষয়ে রাজদীপ জানায় প্রথম থেকে পড়াশোনা করতে ভাল লাগত। তার বাংলা বিষয়ের প্রচুর আগ্রহ ছিল।

advertisement

আরও পড়ুন: নজির নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের, যমজ ভাই-সহ ১২ ছাত্র মাধ্যমিকের মেধাতালিকায়

রাজদীপ বলে  “প্রায় পাঁচ থেকে ছয় ঘন্টা পড়াশোনা করতাম। পাশাপাশি  দাদা, মা এবং বাবা পড়াশোনায় অনেক সাহায্য করত। তাই ভাল রেজাল্ট করতে পেরেছি। ভবিষ্যতে সাইন্স বিষয়ে পড়াশুনা করে ইঞ্জিনিয়ার হওয়ার ইচ্ছা আছে।”

আরও পড়ুন: মাধ্যমিকে কঠোর পরিশ্রমের ফল রেহানের হাতে, ষষ্ঠ হয়ে তাক লাগাল মালদহের ছেলে!

advertisement

অন্যদিকে তার মা এবং বাবা বলেন “ছেলে রাজ্যে অষ্টম স্থান অধিকার করায় বেশ ভালই লাগছে। ছোটবেলা থেকে পড়াশুনার প্রতি খুব আগ্রহী সে। পাশাপাশি  ছবি আঁকা, গান এবং সাংস্কৃতিক অনুষ্ঠান করতে ভালবাসে। ছোট থেকেই ছেলেকে সেভাবে সময় দিতে পারতাম না কারণ দুজনই স্কুলের শিক্ষকতা করতে চলে যেতাম। টিউশন এবং নিজের চেষ্টায় এই রেজাল্ট করতে পেরে আমরা খুব খুশি।”

advertisement

Suvojit Ghosh

বাংলা খবর/ খবর/শিক্ষা/
WBBSE Madhyamik 2023 Results || Hooghly News: পাঁচ থেকে ছয় ঘন্টা পড়ে মাধ্যমিকে অষ্টম কামারপুকুরের রাজদীপ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল