TRENDING:

WB HS 12th Result 2023: মাধ্যমিকের পর উচ্চ মাধ্যমিক, জেলার নাম উজ্জ্বল করল তিন কৃতী

Last Updated:

উচ্চমাধ্যমিকে রাজ্যের মেধা তালিকায় মালদহ জেলার তিন কৃতি পড়ুয়া স্থান করেছে। রাজ্যে যুগ্মভাবে নবম তথা মালদহ জেলায় সম্ভাব্য প্রথম স্থান অধিকার করেছে মালদহ শহরের বার্লো গার্লস হাই স্কুলের ছাত্রী দেবাঙ্গনা দাস। তাঁর প্রাপ্ত নম্বর ৪৮৮।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মালদহ: উচ্চমাধ্যমিকে রাজ্যের মেধা তালিকায় মালদহ জেলার তিন কৃতি পড়ুয়া স্থান করেছে। রাজ্যে যুগ্মভাবে নবম তথা মালদহ জেলায় সম্ভাব্য প্রথম স্থান অধিকার করেছে মালদহ শহরের বার্লো গার্লস হাই স্কুলের ছাত্রী দেবাঙ্গনা দাস। তাঁর প্রাপ্ত নম্বর ৪৮৮। কলা বিভাগের পড়ুয়া দেবাঙ্গনা দাস। মালদহ শহরের রবীন্দ্র এভিনিউর বাসিন্দা। ভবিষ্যতে ইংরাজির শিক্ষিকা হতে চায়। বাবা সুকান্ত দাস প্রাথমিক শিক্ষক। মা দেবশ্রী দাস বেসরকারি শিক্ষিকা। ভালো ফল আশা করেছিল দেবাঙ্গনা।
advertisement

তবে মেধা তালিকায় স্থান থাকবে তা ভাবেনী। তাই এদিন রেজাল্ট ঘোষণার সময় টিভির সামনে বসেনি। পরে স্কুলের শিক্ষিকারা ফোন করে রেজাল্ট জানান। পড়াশোনার পাশাপাশি গান, ছবি আঁকা ও নাচে আগ্রহ রয়েছে দেবাঙ্গনার।মেধা তালিকায় রাজ্যে যুগ্মভাবে দশম তথা মালদহ জেলায় সম্ভাব্য দ্বিতীয় স্থানে রয়েছে জেলার দুই কৃতি পড়ুয়া। বার্লো গার্লস হাই স্কুলের একজন ছাত্রী ও অপরজন মালদাহ রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ বিদ্যাপীঠের পড়ুয়া। বার্লো গার্লস হাই স্কুলের কলা বিভাগের পড়ুয়া তৃণা পুরকায়স্থ দশম স্থানে রয়েছে। তার প্রাপ্ত নম্বর ৪৮৭।

advertisement

তৃণা বাংলায় গবেষণা ও অধ্যাপিকা হতে চায়। তার লেখা ইতিমধ্যেই বিভিন্ন পত্রপত্রিকায় প্রকাশিত হয়েছে। বিশ্বভারতী অথবা যাদবপুরে বাংলা নিয়ে স্নাতক স্তরে পড়তে চায়। বাবা অনিন্দ্য পুরকায়স্থ আসানসোলে অধ্যাপক। মা মালদহে ইংরেজির শিক্ষিকা। অপর জন রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ বিদ্যাপীঠের পড়ুয়া সায়ন্তন সরকার। তার প্রাপ্ত নম্বর ৪৮৭।সে বিজ্ঞান বিভাগের পড়ুয়া। আইআইটি তে পড়ার ইচ্ছা রয়েছে। এখন থেকেই প্রস্তুতি শুরু করেছে। উচ্চ মাধ্যমিকের ফলাফলে খুব একটা বেশি গুরুত্ব দেয়নি সায়ন্তন। কারণ তাঁর ইচ্ছা ইঞ্জিনিয়ারিং পড়ার।

advertisement

আরও পড়ুন: WB HS 12th Result 2023: উচ্চ মাধ্যমিকে হুগলির জয়জয়কার, জেলার মধ্যে ১৮ জন প্রথম দশে 

আরও পড়ুন: Bimal Gurung: জুনেই পাহাড় নিয়ে ত্রিপাক্ষিক বৈঠক দিল্লিতে, তার আগে গুরুংয়ের দিল্লি সফর নিয়ে জল্পনা তুঙ্গে

সেই লক্ষ্যে এগোচ্ছে। সায়ন্তনের বাড়ি পুরাতন মালদহ শহরের সারদা কলনী এলাকায়। বাবা ধীরাজ সরকার সরকারি কর্মী। মা শর্মিষ্ঠা মন্ডল সরকার প্রাথমিক স্কুল শিক্ষিকা। করোনা পরিস্থিতিতে মাধ্যমিক পরীক্ষা হয়নি। তবে মেধাবী সায়ন্তন এগিয়ে গিয়েছে। উচ্চ মাধ্যমিক ভালো করেছে। পরিবারের লোকেরাও চাইছেন সায়ন্তন তার নিজের লক্ষ্যে এগিয়ে যাক।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
বিজয়াতেই ঘরে ঘরে 'টিকা'র প্রস্তুতি! গোর্খাদের এই উৎসব বাঙালির খুব চেনা
আরও দেখুন

হরষিত সিংহ

বাংলা খবর/ খবর/শিক্ষা/
WB HS 12th Result 2023: মাধ্যমিকের পর উচ্চ মাধ্যমিক, জেলার নাম উজ্জ্বল করল তিন কৃতী
Open in App
হোম
খবর
ফটো
লোকাল