তবে মেধা তালিকায় স্থান থাকবে তা ভাবেনী। তাই এদিন রেজাল্ট ঘোষণার সময় টিভির সামনে বসেনি। পরে স্কুলের শিক্ষিকারা ফোন করে রেজাল্ট জানান। পড়াশোনার পাশাপাশি গান, ছবি আঁকা ও নাচে আগ্রহ রয়েছে দেবাঙ্গনার।মেধা তালিকায় রাজ্যে যুগ্মভাবে দশম তথা মালদহ জেলায় সম্ভাব্য দ্বিতীয় স্থানে রয়েছে জেলার দুই কৃতি পড়ুয়া। বার্লো গার্লস হাই স্কুলের একজন ছাত্রী ও অপরজন মালদাহ রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ বিদ্যাপীঠের পড়ুয়া। বার্লো গার্লস হাই স্কুলের কলা বিভাগের পড়ুয়া তৃণা পুরকায়স্থ দশম স্থানে রয়েছে। তার প্রাপ্ত নম্বর ৪৮৭।
advertisement
তৃণা বাংলায় গবেষণা ও অধ্যাপিকা হতে চায়। তার লেখা ইতিমধ্যেই বিভিন্ন পত্রপত্রিকায় প্রকাশিত হয়েছে। বিশ্বভারতী অথবা যাদবপুরে বাংলা নিয়ে স্নাতক স্তরে পড়তে চায়। বাবা অনিন্দ্য পুরকায়স্থ আসানসোলে অধ্যাপক। মা মালদহে ইংরেজির শিক্ষিকা। অপর জন রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ বিদ্যাপীঠের পড়ুয়া সায়ন্তন সরকার। তার প্রাপ্ত নম্বর ৪৮৭।সে বিজ্ঞান বিভাগের পড়ুয়া। আইআইটি তে পড়ার ইচ্ছা রয়েছে। এখন থেকেই প্রস্তুতি শুরু করেছে। উচ্চ মাধ্যমিকের ফলাফলে খুব একটা বেশি গুরুত্ব দেয়নি সায়ন্তন। কারণ তাঁর ইচ্ছা ইঞ্জিনিয়ারিং পড়ার।
আরও পড়ুন: WB HS 12th Result 2023: উচ্চ মাধ্যমিকে হুগলির জয়জয়কার, জেলার মধ্যে ১৮ জন প্রথম দশে
সেই লক্ষ্যে এগোচ্ছে। সায়ন্তনের বাড়ি পুরাতন মালদহ শহরের সারদা কলনী এলাকায়। বাবা ধীরাজ সরকার সরকারি কর্মী। মা শর্মিষ্ঠা মন্ডল সরকার প্রাথমিক স্কুল শিক্ষিকা। করোনা পরিস্থিতিতে মাধ্যমিক পরীক্ষা হয়নি। তবে মেধাবী সায়ন্তন এগিয়ে গিয়েছে। উচ্চ মাধ্যমিক ভালো করেছে। পরিবারের লোকেরাও চাইছেন সায়ন্তন তার নিজের লক্ষ্যে এগিয়ে যাক।
হরষিত সিংহ