আরও পড়ুনঃ মেয়েদের কাছে হেরে গেল ছেলেরা! মাধ্যমিকে ছাত্রীদের জয়জয়কার, চমকে দিল বীরভূমের পুষ্পিতা
বালুরঘাট হাইস্কুলের ছাত্র উদয়ন প্রসাদ মাধ্যমিকে রাজ্যের মেধা তালিকায় তৃতীয় স্থানের কৃতিত্ব অর্জন করেছে। সর্বদাই ক্লাসে ভাল স্থান অর্জন করে এসেছে উদয়ন প্রসাদ। এবার জীবনের প্রথম বড় বোর্ড পরীক্ষা মাধ্যমিক সেখানে ও চূড়ান্ত সফল। বালুরঘাট শহরের প্রাচ্যভারতী পাড়ার বাসিন্দা। বাবা উমেশ প্রসাদ রাজনৈতিক কর্মী। মা বিন্দু বারুই প্রসাদ গৃহবধূ। জানা যায়, ডাক্তার হতে চায় উদয়ন।
advertisement
উদয়নের এই খবর প্রকাশ্যে আসার পর গোটা পরিবারে খুশির হাওয়া বয়ে নিয়ে এল। কিন্তু উদয়ন কী বলছেন? এখন এটাই সবাই শুনতে চান। এই সাফল্যের বিষয়ে উদয়ন বলেন, ‘’এতটা সাফল্য পাব আশা করিনি। তবে এই ফলাফলে ভাল লাগছে। দিনে সাড়ে ৭ থেকে ৮ ঘন্টা পড়তাম আমি। আর টেস্ট পরীক্ষার পরে অবশ্য পড়াশোনার সময়টা আরও বাড়িয়ে দিয়েছিলাম।”
পড়াশোনার পাশাপাশি গল্পের বই পড়ার প্রতি বিশেষ আগ্রহ রয়েছে তাঁর। সারাদিনে প্রায় ৭-৮ ঘন্টা বই পত্র নিয়ে বেশিক্ষণ বসে বই পড়ার পাশাপাশি টিভিতে খবর ও খেলা দেখার প্রতি যথেষ্ট আগ্রহ রয়েছে উদয়নের। ক্রিকেট খেলা অন্যতম পছন্দের একটি সখ। সঙ্গে বিরাট কোহলির ফ্যান। খুশির বাতাবরণ বইছে এখন উদয়নের বাড়িতে , পাশাপাশি চলছে মিষ্টি মুখ।
সুস্মিতা গোস্বামী